EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
17061. The word 'Colossal' is synonymous with-
Enormous
Overwhelming
extraordinary
wonderful
ব্যাখ্যা: Hints: Colossal এবং marmous শব্দ দুটির অর্থ একই। এ শব্দ দুটির অর্থ বিশাল বা বৃহদাকার। অন্যদিকে overwhelming অর্থ নিমজ্জিত করে এমন, extraordinary অর্থ অসাধারণ আর twotulerful অর্থ চমৎকার।
17062. The word 'manifestation' means
Presentation
Right
Change
sign
ব্যাখ্যা: Hints: Manifestation, শব্দের অর্থ প্রদর্শন, Preantation অর্থ প্রদর্শন/ উপস্থাপনright অর্থ অধিকার, change অর্থ পরিবর্তন এবং sign অর্থ প্রতীকী চিহ্ন বা বস্তু। সুতরাং Manifestation অর্থ presentation।
17063. Choose the opposite words ACUTE:
Sharp
Critical
Dull
Sensitive
ব্যাখ্যা: Hints: Acute (তীক্ষ্ণ; কিপ্র; সৃক্ষ)-এর বিপরীত dull (স্কুল বুদ্ধি; নিবেধি)। তাছাড়া sharp অর্থ তীক্ষ্ণ, critical অর্থ জটিল আর sensitite অর্থ সংবেদনশীল, সুবেদী।
17064. The antonym of the word 'unique' is
popular
common
distinctive
deciduous
ব্যাখ্যা: Hints: Unique অনুপম/অসাধারণ/অতুলনীয় এবং এ শব্দটির বিপরীত বা antonym হচ্ছে- Common সাধারণ (Popular জনপ্রিয়; distinctive স্বত; deciduous প্রতি বছর পাতা ঝরে যায় এমন/ পর্ণমোচী।
17065. What type of man is quite the opposite type of 'Supercilious?
Affable
Haughty
Disdainful
Wicked
ব্যাখ্যা: Hints: Supercilious-অবজ্ঞামিশ্রিত, ঔদাসীন্য। এ শব্দটির opposite বা বিপরীত শব্দ Affable- অমায়িক, শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন। উল্লেখ্য, Haughty-অহংকারী; Disdainful-ঘৃণ্য এবং Wicked-মন্দ/অসৎ/পাজি।
17066. Choose the correct synonym for 'Extempore'-
Planned
Improvise
Imunediate
Impromptu
ব্যাখ্যা: Hints: Extempore অর্থ পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া। যার synonym বা সমার্থক শব্দ হচ্ছে Impromtu। উল্লেখ্য, planned পরিকল্পিত; Improvise প্রয়োজনের সময়ে হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে কিছু করা; Imunedante তাৎক্ষণিক।
17067. The antonym of the word 'Benign' is-
Beginning
Peaceful
Blessed
Malignant
ব্যাখ্যা: Hints: Benign সময়/নম/শান্ত/অনুকূল ইত্যাদি। অন্যদিকে legmning--শুরু, Peaceful-শান্তিপূর্ণ এবং lineal অর্থ 'পবিত্র বা মহিমান্বিত, Malignant-ক্ষতিকর বা অপকারী।
17068. I-ready for two hours when he told me that he was not going to the party.
was
were
have been
had been
ব্যাখ্যা: বাক্যে for two hours থাকায় শূন্যস্থানে past perfect tense যুক্ত অংশ লাগবে। Had been যোগে প্রদত্ত বাক্যের অর্থ আমি দুই ঘণ্টা ধরে প্রস্তুত ছিলাম যখন সে আমাকে বলল যে সে পার্টিতে যাচ্ছে না।
17069. The synonym of the word 'huge is
sanctified
tiny
colossal
momentary
ব্যাখ্যা: Hints: Huge-বিশাল; Sanctified-পবিত্র; tiny- ছোট; colossal বিশাল; momentary ক্ষণস্থায়ী।
17070. The opposite word of 'sluggish'-
Animated
Dull
Heavy
Slow
ব্যাখ্যা: Hints: প্রদত্ত বাক্যে 'sluggish' শব্দের অর্থ অলস। চারটি options-এর মধ্যে animated এর অর্থ জীবন্ত বা প্রাণবস্ত; dull অর্থ একঘেয়ে বা নীরস; heavy অর্থ ভারী এবং slow অর্থ স্থির। সুতরাং 'sluggish' শব্দের opposite word 'animated"।
17071. What is the antonym of the word 'ignorance?
Light
Knowledge
Wisdom
Wise
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি option-এর মধ্যে Wisdom অর্থ বিজ্ঞতা/পাণ্ডিত্য, Wie অর্থ জ্ঞানী, Light অর্থ আলো এবং Knowledge অর্থ জ্ঞান। কিন্তু এখানে সঠিক উত্তর Wiadom
17072. The past participle of 'bear' is -
bore
borne
bored
borned
ব্যাখ্যা: Bear শব্দটির অর্থ-বহন করা। শব্দটির past form এবং past participle form হলো যথাক্রমে bore এবং borne। সুতরাং borne হলো সঠিক উত্তর।
17073. The word 'amortization' is the antonym of ---
full payback at a time
payback in installments
write-off
amicable settlement
ব্যাখ্যা: Hints: Amortization অর্থ দীর্ঘদিন ধরে নিয়মিত অর্থ প্রদানের মাধ্যমে ঋণ পরিশোধকরণ। আর বিপরীত শব্দ হলো full payback at a time (এককালীন পূর্ণ পরিশোধকরণ)।
17074. Apu -in London because his wife is posted there.
Live
lives
lived
living
ব্যাখ্যা: Because দ্বারা যুক্ত দুটি clause-এর একটি present tense-এ হলে অপরটিও present tense-এ হবে। আর subject third person singular number হওয়ায় শূন্যস্থানে lives বসবে।
17075. The word 'mandatory' means-
preference
optional
choiceable
obligatory
ব্যাখ্যা: Hints: Mandatory' শব্দের অর্থ 'বাধ্যতামূলক'। প্রদত্ত চারটি options-এর মধ্যে preference অর্থ পক্ষপাত, optional অর্থ ঐচ্ছিক, choiceable এর অর্থ অনুমেয় এবং cbligatory অর্থ বাধ্যতামূলক। সুতরাং Mandatory' শব্দের অর্থ obligatory
17076. 'Cartel' is synonymous with-
Conspiracy
merger
association
conglomerate
ব্যাখ্যা: Hints: Cartel (উৎপাদন, বিপণন, মূল্য ইত্যাদি নিয়ন্ত্রণ করতে ব্যবসায়ী, উৎপাদনকারী প্রভৃতির জোট)-এর সমার্থক শব্দ conglomerate (বহুসংখ্যক বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ কর্পোরেশন)। অন্যদিকে conspiracy অর্থ ষড়যন্ত্র, merger অর্থ অন্য কিছুতে অন্তর্ভুক্ত আর association অর্থ সমিতি; সংসদ।
17077. The word 'obtrusive' is synonymous with the word --
conspicuous
unlikely
unimpressive
unforeseen
ব্যাখ্যা: Hints: Obtrusive এবং conspicuous অর্থ সহজে দেখা যায় এমন; দর্শনীয়। তাছাড়া unlikely অর্থ অসম্ভাব্য, unimpressive অর্থ আকর্ষণীয় নয় এমন আর unforeseen অর্থ অপ্রত্যাশিত।
17078. The word 'pesticide' means-
Insecticide
raticide
matricide
fracticcide
17079. Choose the opposite words ORNERY:
Straight-Forward
Easy
Complex
Plain
ব্যাখ্যা: Hints: Ornery অর্থ বশে আনা কঠিন এমন বা রগচটা আর easy অর্থ যন্ত্রণা, ঝঞ্ঝাট বা উদ্বেগ থেকে মুক্ত; শান্তিপূর্ণ। সুতরাং শব্দ দুটি বিপরীত অর্থবোধক।
17080. The Antonym of 'obsolete'
venerable
modern
out of date
antiquated
ব্যাখ্যা: Hints: 'Obsolete' শব্দের অর্থ সেকেলে। প্রদত্ত চারটি options-এর মধ্যে venerable, out of date এবং antiquated-এর অর্থও সেকেলে। শুধু modern শব্দটির অর্থ আধুনিক।তাই 'obsolete' শব্দের antonym হলো modern।