EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
8481. When having a problem it is best to the situation then act.
dissect
gobble
leave
end
none
ব্যাখ্যা: সমস্যায় পড়লে আমাদের সেই সমস্যাটি ভালোভাবে বিশ্লেষণ করে যাচাই বাছাই করতে হবে এবং তারপর সে অনুসারে ব্যবস্থা নিতে হবে। আর dissect অর্থ সমস্যা বিচার বিশ্লেষণ করা। সুতরাং best to-এর পর dissect শব্দটি missing রয়েছে।
8482. Which one is correct?
The old man was died yesterday.
The old man had died yesterday.
The old man has died yesterday.
The old man died yesterday.
ব্যাখ্যা: Yesterday হলো past indefinite indicator। তাই yesterday থাকলে বাক্যটি past indefinite tense এ হয়। অন্যদিকে die (মারা যাওয়া) শব্দটি passive voice-এ ব্যবহৃত হয় না। সুতরাং একমাত্র সঠিক বাক্য The old man died yesterday |
8483. I had this since I was a child.
man
dream
few
fight
long
ব্যাখ্যা: বাক্যে missing word টি হলো dream! This এবং since-এর মাঝে dream word টি বসবে। Dream শব্দটি ব্যবহার করে বাক্যটির বাংলা: শিশু বয়স থেকেই আমার এই স্বপ্নটি ছিলো।
8484. Which one of the following is correct?
His conduct admits no excuse.
His conduct admits of no excuse.
His conduct admits to no excuse.
His conduct admits on no excuse.
ব্যাখ্যা: Admit of অর্থ- অবকাশ থাকা। সুতরাং সঠিক বাক্য হলো His conduct admits of no excuse
8485. Select the correct sentence:
He came home yesterday?
Has he come home yesterday?
Was he come home yesterday?
Did he come home yesterday?
ব্যাখ্যা: Past Indefinite yes অথবা No question-এর Structure: did + sub + verb- এর base form + extension + question mark। সুতরাং সঠিক interrogative বাক্যটি হলো Did he come home yesterday?
8486. Choose the correct sentence:
He prefers to read than to write.
He is comparatively better today.
He has scarcely any money.
He speaks fluent than I.
ব্যাখ্যা: সঠিক বাক্য He has scarcely any money. (বলতে গেলে তার কানো টাকাই নেই)। প্রথম বাক্যে to read than to write- এর স্থলে reading to writing, দ্বিতীয় বাক্যে comparatively বাদে যাবে আর তৃতীয় বাক্যে fluent এর স্থলে fluently হলে বাক্যগুলো সঠিক হবে।
8487. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিফ অব স্টাফের দায়িত্ব সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? মুক্তিযুদ্ধে কে চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন?
জেনারেল ওসমানী
এ. কে. খন্দকার
এম. এ. রব
তাজউদ্দীন আহমদ
8488. You should never look down the poor.
to
at
upon
on
No word is missing
ব্যাখ্যা: Look down upon অর্থ ঘৃণা করা। Upon যোগে বাক্যটির অর্থ: তোমার কখনোই গরিবদের ঘৃণা করা উচিত নয়।
8489. My wife is very sincere in her belief that women are suitable for some types of works than men.
is
high
more
despite
most
ব্যাখ্যা: That-এর পরবর্তী clause টিতে than থাকাতে বোঝা যাচ্ছে যে বাক্যটিতে adjective-এর comparative form প্রয়োজন যা বাক্যটিতে অনুপস্থিত। সুতরাং suitable-এর পূর্বে comparative form 'more' বসালে বাক্যটি সঠিক হবে।
8490. Choose the correct sentence:
No sooner had reached the station than the train left.
No sooner had I reached the station than the train left.
No sooner I reached the station than the train left.
No sooner had I reached the station when the train left
ব্যাখ্যা: No sooner had + sub + verb-এর p.p.... + than + sub + verb-এর past form হলো সঠিক sequence। সুতরাং সঠিক বাক্য হলো No sooner had I reached the station than the train left !
8491. Choose the correct sentence: . Hints:
The students have gone to see the Himalaya.
The students have gone to see the Himalayas.
The students have gone to see Himalaya.
The students have gone to see Himalayas.
ব্যাখ্যা: Himalayas শব্দটি plural হিসেবে ব্যবহৃত হয় আর-এর পূর্বে the ব্যবহৃত হয় কেননা Himalayas দ্বারা পর্বত শ্রেণীকে বোঝায়। সুতরাং সঠিক বাক্যটি হলো The students have gone to see the Himalayas
8492. Most people travel by air now-a-days because is cheaper and quicker.
when
during
it
by
no
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে because-এর পরের clause-এর কোনো sub নেই। সুতরাং is verb টির sub হিসেবে it ব্যবহার করলে বাক্যটি সঠিক হবে। It বসিয়ে বাক্যের বাংলা: অধিকাংশ মানুষ আজকাল আকাশ পথে ভ্রমণ করে কারণ এটা অধিক সস্তা এবং দ্রুততর।
8493. Her relatives dislike Rina because she unduly emphasizes their mistakes.
in
on
by
at
to
ব্যাখ্যা: Emphasize something অর্থ কোনো কিছুতে জোর দেওয়া। এরপর কোনো preposition না বসে সরাসরি noun আসে। কিন্তু ক্ষেত্র বিশেষে emphasize এর পর on বসে। সুতরাং বাক্যে on preposition টি missing আছে।
8494. He left no stone to achieve his objective.
thrown
hit
broken
unturned
No word is missing
ব্যাখ্যা: No stone unturned অর্থ চেষ্টার ত্রুটি না করা। Unturned যোগে বাক্যটির বাংলা: তার লক্ষ্য অর্জনের জন্য সে কোনো চেষ্টার ত্রুটি করল না।
8495. ওসমানী স্মৃতি জাদুঘর রয়েছে-
ঢাকা
সিলেট
চট্টগ্রাম
কুষ্টিয়ায়
8496. Choose the correct expression:
No fewer than fifty students were present.
No lesser than fifty students were present.
No smaller than fifty students were present.
No less than fifty students were present.
ব্যাখ্যা: Countable noun-এর পূর্বে no fewer than বা no less than ব্যবহৃত হলেও no fewer than + plural noun + verb-এর ব্যবহার অধিক গ্রহণযোগ্য। সুতরাং সঠিক বাক্য No fewer than fifty students were present |
8497. Identify the correct sentence:
Tell me what your name is.
Tell me what is your name.
Tell me what your name is?
Tell me what is your name?
ব্যাখ্যা: একটি clause-এর সাথে আরেকটি question সংযুক্ত থাকলে সে question কে embedded question বলে। Embedded question-এর structure হলো question word + sub + verb। সুতরাং একমাত্র সঠিক বাক্য: Tell me what your name is /
8498. Choose the correct sentence:
He refrained to take any drastic action.
He refrained on taking any drastic action.
He refrained in taking any drastic action.
He refrained from taking any drastic action.
ব্যাখ্যা: Refrain from doing something অর্থ- কোনো কিছু করা থেকে বিরত থাকা। সুতরাং সঠিক বাক্য: He refrained from taking any drastic action!
8499. Choose the right sentence.
I don't know who is he?
I don't know who he is.
They have gone for picnic.
They have gone picnic.
ব্যাখ্যা: সঠিক বাক্য হলো I don't know who he is কেননা embedded question-এর ক্ষেত্রে relative pronoun + sub + verb। আর gone for a picture হলে তৃতীয় বাক্যটি সঠিক হতো।
8500. Identify the correct sentence:
Why you have done this?
Why did you have done this?
Why have you done this?
Why you had done this?
ব্যাখ্যা: Interrogative বাক্যের ক্ষেত্রে auxiliary verb tense এবং sub অনুযায়ী sub-এর পূর্বে বসবে। সুতরাং present perfect tense-এর structure অনুযায়ী সঠিক বাক্য Way have you done this?