EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
10281. What is the antonym of 'Queer?
Integrated
Orderly
Abnormal
Odd
ব্যাখ্যা: Hints: Queer- অস্বাভাবিক, অদ্ভুত, বিচিত্র অসামঞ্জস্যপূর্ণ। Integrated অখণ্ড, একিভূত, অঙ্গীভূত। Oderly- নিয়মমাফিক, স্বাভাবিক, সামঞ্জস্যপূর্ণ। Almarmal অস্বাভাবিক, ব্যতিক্রমী। Odd- অদ্ভুত, অস্বাভাবিক, দৃষ্টিকটু। কাজেই Queer-এর বিপরীত শব্দ হচ্ছে Orleriy।
10282. Choose the opposite words of RELINQUISH
Abdicate
Renounce
Possess
Deny
ব্যাখ্যা: Hints: Relinquish (ছেড়ে দেয়া; ত্যাগ করা)- এর বিপরীত শব্দ Possess (অধিকারী হওয়া; কোনো কিছুর মালিক হওয়া)। আর অন্য তিনটি শব্দ যথাক্রমে Abdicate (ছেড়ে দেয়া; দাবি ত্যাগ করা); Renounce (আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করা), Deny (অস্বীকার/অগ্রাহ্য করা)।
10283. Choose the opposite words of EXPOSE
Regard
Sink
Hide
Propose
ব্যাখ্যা: Hints: Expose (অনাবৃত করা; প্রকাশ করা)-এর বিপরীত শব্দ হলো Hide (গোপন করা; লুকান)
10284. What is the synonym of- 'Delude?
Permit
Aggravate
Deceive
Demand
ব্যাখ্যা: Hints: Delude প্রতারিত করা, বিভ্রান্ত করা। Demand দাবি করা। Perinit অনুমোদন করা। Aggravate-হীনতর করা, অবনতি ঘটানো এবং Deceive - প্রতারণা করা, বিভ্রান্ত করা।
10285. What is the Bengali meaning of the word 'innovation'?
আবিষ্কার
উদ্ভাবন
অনুসন্ধান
সৃষ্টি
ব্যাখ্যা: Hints: 'Innovation'-এর বাংলা অর্থ হলো উদ্ভাবন। আর আবিষ্কার; অনুসন্ধান এবং সৃষ্টি এর ইংরেজি যথাক্রমে discovery; inquiry এবং creation
10286. 'Light' is to 'dark' as 'cold' is to
hot
heat
cool
winter
ব্যাখ্যা: Hints: Light ও dark-এর মধ্যে বিপরীতার্থক সম্পর্ক বিরাজমান। Cold-এর বিপরীতার্থক শব্দ not।
10287. Choose the opposite words of STINGY
Wasteful
Democratic
Spiteful
Liberal
ব্যাখ্যা: Hints: Stingy (কৃপণস্বভাব; ব্যয়কুষ্ঠ)-এর বিপরীত শব্দ Liberal (উদার; মুক্তহস্ত)। অন্যদিকে Wasteful অর্থ অপচয়ী; অপব্যয়ী, Democratic অর্থ গণতান্ত্রিক আর Spiteful অর্থ বিদ্বেষপূর্ণ।
10288. Choose the opposite words of SUBSERVIENT
Supercilious
Aggressive
Straightforward
Dignified
ব্যাখ্যা: Hints: Subservient অর্থ বিনয়বিগলিত; অধীন। Aggressive অর্থ কলহপরায়ণ; আগ্রাসী। সুতরাং এরা একে অপরের বিপরীত।
10289. Choose the opposite words of ALIEN
Native
Exiled
Natural
Resident
ব্যাখ্যা: Hints: Alien (বিদেশি)-এর বিপরীত শব্দ Native (দেশীয়)। Option-এর অন্য শব্দগুলো যথাক্রমে Exiled (নির্বাসিত); Natural (প্রাকৃতিক); Resident (আবাসিক)।
10290. What is the antonym of 'gentle?
harsh
modest
clever
rude
ব্যাখ্যা: Hints: Gentle-জ, নম্র। Harsh - কর্কশ, অমসৃণ (বিশেষত বন্ধুর সাথে)। Molest– বিনয়ী, নম্র। Clever- চতুর, চালাক। Ruide- অভদ্র, অমার্জিত, রুড়।
10291. Submission - Yielding.
Restriction... Relaxation.
Compliant ... Acquiescent.
Restrain ... Indulge.
Subjection... Liberation.
ব্যাখ্যা: Hints: Submission অর্থ হলো আনুগত্য, নম্রতা, আর Yielding অর্থ নম্র, বিনয়ী। Subjection পরাধীনতা, Liberation - মুক্তি, Restrain- দমন করা। Indulge-প্রশ্রয়। Compliant- রাজী, সম্মত, Acquiescent- সম্মতি, রাজী। Restriction-বাঁধা, নিষেধ, Relaxation-প্রশমন।
10292. What is the synonym of 'Competent?
Circumspect
Discrete
Capable
Prudent
ব্যাখ্যা: Hints: Competent- উপযুক্ত, সক্ষম, দক্ষ। Circumspect-সতর্ক। Discrete - পৃথক, আলাদা। Capable - সক্ষম, সমর্থ। Prudent - সতর্ক, দুরদর্শী, বিচক্ষণ।
10293. What is the synonym of 'Jovial?
Jolly
Gay
Jealous
Happy
ব্যাখ্যা: Hints: Jovial - হাসিখুশি, আমুদে। Jolly প্রফুল্ল, সুন্দর। Gay Jealous - ঈর্ষাকাতর, হিংসুক, পরশ্রীকাতর। Happy- সুখি, সন্তুষ্ট।
10294. What is the antonym of 'Honorary'?
Official
Honorable
Salaried
Literary
ব্যাখ্যা: Hints: Honorary অবৈতনিক, সম্মানসূচক। Official- আনুষ্ঠানিক, অফিসিয়াল। Honorable মাননীয়, মান্য, শ্রদ্ধাভাজন। Salaried বেতনভুক্ত, বেতন গ্রহণ করে এমন। Literary - সাহিত্যবিষয়ক, লেখকসংক্রান্ত।
10295. Conscious... Careless.
Well-informed... Knowing little
Generous... Unkind
Graceful... Ugly
Careful... Indifferent
ব্যাখ্যা: Hints: Conscious অর্থ সচেতন, Careless অর্থ অসচেতন। Careful-অর্থ যত্নশীল, Indifferent- অর্থ অনিহা, অমনোযোগী। Graceful- লাবণ্যময়, সুশ্রী, সুন্দর, অন্যদিকে,Ugly-কুৎসিত, কদাকার। Generous- উদার, সদাশয়, দয়ালু। Unkind- নির্দয়। Well-informed-ভালোভাবে জ্ঞাত। Knowing little- স্বল্প জ্ঞাত।
10296. What is the synonym of 'Incite?
Permit
Urge
Deceive
Instigate
ব্যাখ্যা: Hints: Incite, উত্তেজিত করা। Instigate প্ররোচিত করা, উস্কানী দেয়া। Permit - অনুমোদন করা, অনুমতি দেয়া। Lirge-তাড়া দেয়া, গুরুত্বারোপ করা। Deceive - প্রতারণা করা, ঠকানো। কাজেই incite-এর Synonym হচ্ছে Instigate।
10297. Find the correct meaning of the underlined words-Show allegiance to your master.
Subject
Obligation
Servant
Loyalty
ব্যাখ্যা: Hints: Allegiance শব্দের অর্থ (ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি) কর্তব্য; নিষ্ঠা; আনুগত্য যার একই অর্থবোধক শব্দ হলো loyalty (আনুগত্য)।
10298. Choose the opposite words of CANDID
Apparent
Frank
Bright
Explicit
ব্যাখ্যা: Hints: Candid এবং Frank-এর অর্থ অকপট; মনখোলা; সরল। সুতরাং Candid এবং Frank পরস্পর সমার্থক শব্দ।
10299. Choose the opposite words of INSUBORDINATE
Subservient
Palpable
Pragmatic
Inculcating
ব্যাখ্যা: Hints: Insubordinate (অবাধ্য; অনধীন)-এর বিপরীত শব্দ Subservient (অধীন; বাধ্য)।
10300. What is the antonym of 'acquaintance'?
Hostile
Indifferent
Ignorance
Familiar
ব্যাখ্যা: Hints: 'Acquaintance' (অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা তথ্য)-এর বিপরীত শব্দ হলো- Familiar, Ignorance (অজ্ঞতা)। Hostile অর্থ প্রতিকূল, বৈরী; Indifferent অর্থ উদাসীন এবং Familiar অর্থ পরিচিত, বিখ্যাত।