EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
10421. 'Merchant of Venice' is a-
novel
short story
poem
drama
ব্যাখ্যা: Hints: Merchant of Venice হলো William Shakespeare রচিত ১৬ শতাব্দীর একটি নাটক।
10422. 'A Voyage to Lilliput' is written by-
R. L. Stevenson
Thomas Hardy
William Wordsworth
Jonathan Swift
ব্যাখ্যা: Hints: 'A Voyage of Lilliput' গ্রন্থটি লিখেছেন Jonathan Swift। Jonathan Swift সবচেয়ে বেশি পরিচিতি পান তার বিখ্যাত Satire Gulliver's Travels-এর জন্য। Lilliput নামে ছয় ইঞ্চির মানুষ পাওয়া যায় Gulliver's Travels-এ চারটি voyage-এর প্রথম Tage-এ।
10423. Which prize was awarded to the Indo-English author Kiran Desai?
The Nobel Prize
The Man Booker
The Pulitzer Prize
The Paris Literary Prize
ব্যাখ্যা: Hints: Kiran Desai হলেন ভারতীয় বংশদ্ভূত আমেরিকান লেখিকা। তার দ্বিতীয় উপন্যাস The Inheritance of Loss ২০০৬ সালে Booker Prize লাভ করে।
10424. The drama 'Macbeth' was written by-
G.B. Shaw
Ben Jonson
William Shakespeare
Christopher Marlowe
ব্যাখ্যা: Hints: ইংরেজি সাহিত্যে Bard of Avon নামে খ্যাত William Shakespeare (1564-1616)। তার বিখ্যাত বিয়োগান্ত নাটক Macbeth, যা তিনি 1605 সালে রচনা করেন।
10425. 'All for Love' is a :-
Poem
Drama
Short story
Novel
ব্যাখ্যা: Hints: All for love একটি heroic drama যা John Dryden (1631-1700) 1677 সালে রচনা করেন। এ নাটকটি John Dryden-এর সবচেয়ে জনপ্রিয় ও বেশি মঞ্চায়িত নাটক।
10426. Who did write first English dictionary?
Boswell
Ben Johnson
Samuel Johnson
Milton
ব্যাখ্যা: Hints: Shakespeare's critic হিসেবে খ্যাত Samuel Johnson (1709-1784) প্রথম ইংলিশ Dictionary সংকলন করেন।
10427. Who of the following is known as a dramatist?
William Wordsworth
William Shakespeare
John Keats
P.B. Shelley
ব্যাখ্যা: Hints: William Shakespeare dramatist হিসেবে পরিচিত। তাকে English drama-এর জনক বলা হয়।
10428. Wordsworth's 'I Wandered Lonely as a Cloud' is about-
Roses
Cherries
Maples
Daffodils
ব্যাখ্যা: Hints: 'I Wandered Lonely as a Cloud' কবিতাটি William WordswXorth-এর অল্প আয়ুর কথা লেখা যেখানে তিনি daffodils (এক ধরনের ফুল)-এর কথা উল্লেখ করেছেন।
10429. Who is the modern philosopher who was awarded Novel Prize for literature?
James Baker
Dr. Kissinge
Lenin
Bertrand Russell
10430. Mary Shelley's Frankestein is the name of -
a monster
a young scientist
Captain Robert
a French man
10431. 'Pride and prejudice' is a-
cinema
novel
drama
poem
ব্যাখ্যা: Hints: Pride and Prejudice রোমান্টিক যুগের একটি বিখ্যাত domestic novel Jane Austen (1775-1817) তার এ বিখ্যাত উপন্যাসটি মাত্র ২২ বছর বয়সে রচনা করেন।
10432. 'Sons and lovers' is a novel by-
D. H. Lawrence
E. M. Forster
Conrad
V. Woolf
ব্যাখ্যা: Hints: 'Sons and Lovers' হলো D. H. Lawrence-এর একটি উপন্যাস। যা ১৯১৩ সালে প্রকাশিত হয়। তাছাড়া তার উল্লেখযোগ্য সাহিত্য কর্ম হলো- The White Peacock, Women in Love এবং Lady Chatterley's Lover
10433. Who of the following is not a poet?
William Wordsworth
John Keats
Charles Dickens
Alfred Tennyson
ব্যাখ্যা: Hints: Charles Dickens (1812-1870) ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত novelist যিনি খুব দ্রুত সাহিত্য জগতে সফলতা পান। Charles Dickens-এর দুটি বিখ্যাত উপন্যাস হলো David Copperfield এবং The Tale of Two Cities | William Wordsworth (1770-1850), John Keats (1795-1821) এবং Alfred Tennyson (1809-1892) এ তিনজনই ইংরেজি সাহিত্যের খ্যাতনামা কবি।
10434. The poem 'September I, 1939 is about -
beauty
accidents
wars
love
ব্যাখ্যা: Hints: September 1, 1939 কবিতাটি W.H. Auden-এর লেখা কবিতা। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় কবিতাটি যুদ্ধকে কেন্দ্র করে রচনা করেন।
10435. Who wrote 'The Taming of the Shrew'?
William Shakespeare
W. B. Yeats
G.B. Shaw
John Dryden
ব্যাখ্যা: Hints: The Taming of the Shrew একটি comedy। এ নাটকটি William Shakespeare 1590 থেকে 1592 সালের মধ্যে রচনা করেন।
10436. Who is a war poet?
Robert Browning
Gerand Manley Hopkins
John Keats
Edward Thomas
ব্যাখ্যা: Hints: Philip Edward Thomas ব্রিটিশ কবি, প্রাবন্ধিক এবং ঔপন্যাসিক ছিলেন। যদিও তার কবিতার খুব কম সংখ্যক সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করলেও তিনি সাধারণভাবে war poet হিসেবে বিবেচিত ছিলেন।
10437. 'Paradise Lost' is-
Short story
Epic poem
Play
Lyrical poem
ব্যাখ্যা: Hints: 'Paradise Lost' John Milton এর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যা ১৬৬৭ সালে প্রকাশিত হয়। এটি একটি Epic poem।
10438. William Wordsworth was a-
novelist
historian
poet
dramatist
ব্যাখ্যা: Hints: William Wordsworth (1770-1850) রোমান্টিক যুগের বিখ্যাত কবিদের মধ্যে একজন। যার লেখার মূল বিষয় প্রকৃতি। এ কারণে তাকে Poet of Nature বলা হয়।
10439. 'War and Peace' is a :-
Drama
Fiction
Comedy
Short story
ব্যাখ্যা: Hints: War and Peace একটি fiction যা 1869 সালে প্রথম প্রকাশিত হয়। রাশিয়ান লেখক Leo Tolstoy (1828-1910) এ fictionটি রচনা করেন।
10440. The Good Earth,………… is a novel set in China.
which by pearl Buck
was written by Pearl Buck
which was written by Pearl Buck
Pearl Buck being the one who wrote it