EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
16061. The word 'obediently' is a/an:
adverb
adjective
verb
noun
ব্যাখ্যা: Hints: Adjective-এর শেষে-ly যুক্ত হয়ে alverb গঠিত হয়। Obedient শব্দটি adjective আর শব্দটির অর্থ আজ্ঞানুবর্তী, বাধ্য। সুতরাং obediently শব্দটি adverb।
16062. The bird sings sweetly. Here the underlined word is-
an adjective
a conjunction
an adverb
a verb
ব্যাখ্যা: [Note: বাক্যে কোনোশব্দে underline করা নেই। তবে sweetly-এর নিচে দাগানো থাকলে streetly হতো adverb আর sings-এর নিচে দাগানো থাকলে sings শব্দটি হতো verb
16063. I've done it---of times.
hundred
a hundred
hundredth
hundreds
ব্যাখ্যা: Hints: Hundreds of times অর্থ শত শত বার। Hundreds যোগে বাক্যটির অর্থ আমি এটা শত শত বার করেছি।
16064. Which one is a noun?
Cute
Acute
Flute
Mute
ব্যাখ্যা: Hints: Option- cute , acute, mute শব্দগুলোর অর্থ যথাক্রমে আকর্ষণীয়, তীব্র এবং বোবা আর সবগুলো শব্দই adjective Option গুলোর flute (বাঁশি) শব্দটি হলো একটি বাদ্যযন্ত্রের নাম যা noun।
16065. We could not buy anything because of the shops was open.
all
no one
none
nothing
ব্যাখ্যা: Hints: শূন্যস্থানে none ব্যবহৃত হবে কেননা none of the shops অর্থ কোনো দোকানই না। Nome ব্যবহার করে বাক্যের অর্থ আমরা কিছুই কিনতে পারলাম না কারণ কোনো দোকানই খোলা ছিল না।
16066. Please speak slowly'. Here the word 'slowly' is a/an-
adjective
adverb
verb
conjunction
ব্যাখ্যা: Hints: সাধারণত adjective-এর শেষে ly যোগ করে adverb গঠন করা হয়। বাক্যের slowly adverb adjective slow সাথে ly যোগে গঠিত হয়েছে।
16067. What part of speech is 'scarcity'?
Verb
Noun
Adverb
Adjective
ব্যাখ্যা: Hints: সাধারণত 'ity' suffix যোগে noun গঠিত হয়। সুতরাং scarcity (দুষ্প্রাপ্যতা, আকাল) শব্দটি noun।
16068. She looks very beautiful. Here 'very' is-
adjective
verb
pronoun
adverb
ব্যাখ্যা: Hints: প্রদত্ত বাক্যে very শব্দটি adverb, কারণ very শব্দটি adjective 'beautiful' কে maodify করছে। বাক্যের অর্থ। তাকে খুব সুন্দর দেখায়।
16069. 'Muslims fast during Ramadan.' Here the word 'fast' is-
an adjective
a noun
an adverb
a verb
ব্যাখ্যা: Hints: প্রদত্ত বাক্যে fast শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে। Verb হিসেবে fast অর্থ রোজা রাখা। প্রদত্ত বাক্যের অর্থ: মুসলমানরা রমজান মাসে রোজা রাখে।
16070. 'Swimming is a good exercise'. Here 'swimming' is a/an-
verb
noun
gerund
adverb
ব্যাখ্যা: Hints: Verb + ing যুক্ত হয়ে যখন noun এবংverb-এর কাজ করে তাকে gerund বলে। প্রদত্ত বাক্যে swimming শব্দটি sub হিসেবে কাজ করায় শব্দটিকে noun এবং gerund উভয় বলা যায়। তবে gerund বলাটাই অধিক যুক্তিযোগ্য।
16071. Which one of the following is an adverb?
Something
Someone
Somebody
Someday
ব্যাখ্যা: Hints: Option- someone, somebody এবং something হলো pronoun যা অন্য কোনো noun-এর পরিবর্তে ব্যবহৃত হয় কিন্তু someday শব্দটি হলো alverb যার অর্থ ভবিষ্যতে কোনো এক সময়ে।
16072. He told all about the battle. এখানে about শব্দটি-
preposition
pronoun
adjective
adverb
ব্যাখ্যা: Hints: Preposition-এর কাজ হলো noun বা pronoun-এর পূর্বে বসে বাক্যের দুই অংশের মধ্যে সম্পর্ক সৃষ্টি করা। এখানে about, battle (যুদ্ধ) সম্পর্কে সবকিছু বলার কথা বলা হয়েছে। বাক্যটির বাংলা দাঁড়ায়- সে যুদ্ধটি সম্পর্কে সবাইকে বলেছিল।
16073. The time for sleep is past. The word 'past' in the above sentence is
a preposition
an adjective
an adverb
a noun
ব্যাখ্যা: Hints: 'Be' verb-এর পরে past শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। কেননা "be" verb-এর পর সরাসরি adjective আসে। বাকোর বাংলা- ঘুমানোর সময় অতিবাহিত হয়েছে।
16074. 'Walking is a good exercise'. The word 'walking' in the above sentence is a-
participle
verb
gerund
phrase
ব্যাখ্যা: Hints: Verb-এর সাথে ing যুক্ত হয়ে যদি একই সাথে verb এবং noun-এর কাজ করে তখন তা gerund Gerund verb এর sub রূপে কাজ করে আর প্রদত্ত বাক্যে walking ও তাই করছে। সুতরাং walking বাকো gerund।
16075. We want to take legal action against the hoodlum. Here in this sentence 'to' is a/an-
Adverb
Infinitive maker
Preposition
Conjunction
ব্যাখ্যা: Hints: To + verb-t simple form যোগে infinitive গঠিত হয়। To-এর পর যেহেতু tert! এর simple form রয়েছে। সুতরাং প্রদত্ত বাক্যে 'to' infinitive marker হিসেবে ব্যবহৃত হয়েছে।
16076. Alas! I am undone. Here 'alas' is-
adverb
noun
interjection
preposition
ব্যাখ্যা: Hints: Alas (দুঃখ বা অনুপাতসূচক চিৎকার; হায়) একটি interjection word।
16077. He was wise enough to accept the office. Here 'enough' is-
adverb
verb
adjective
conjunction
ব্যাখ্যা: Hints: বাক্যে enough শব্দটি adjective wise কে modify করছে adverb: Wise-এর পূর্বে enough শব্দটি থাকলে তখন enough শব্দটি adjective হতো। সুতরাং enough শব্দটি বাক্যে adjective
16078. The word 'impoverish' is a/an-
noun
verb
adjective
adverb
ব্যাখ্যা: Hints: "Impoverish' শব্দটি হলো verb যার অর্থ দরিদ্র/নিঃস্ব করা; সদ্ গুণাবলি লুপ্ত করা। প্রদত্ত শব্দটির adjective এবং noun form হলো যথাক্রমে impoverished এবং impoverishment
16079. Fill up the gap with suitable 'adverb': He works--- quickly.
upon
at
very
out
ব্যাখ্যা: Hints: Adverb হলো এমন word যা adjective, verb এমনকি adverb-কে modify করে। "Very' adverb quickly adverb-কে modify করতে পারে বিধায় very শূন্যস্থানে বসালে বাক্যটি সঠিক হবে।
16080. The word 'Gravity' is-
an adjective
a gerund
a noun
an adverb
ব্যাখ্যা: Hints: Gravity শব্দটি noun কারণ word টির সাথে noun suffix ity রয়েছে। তাছাড়া gravity শব্দটি অর্থের দিক দিয়েও noun কারণ শব্দটির অর্থ অভিকর্ষ; মাধ্যাকর্ষণ শক্তি; গুরুতর অবস্থা; গঞ্জীর ভাব।