Image
MCQ
2261. হিটিং ও ডি-হিউমিডিফিকেশন প্রসেসে ড্রাই বাজ-এর তাপমাত্রা-
স্থির থাকে
কমে
বাড়ে
কোনোটিই নয়
2262. রেডিয়েশন হিট ট্রান্সফার (Radiation heat transfer) নির্ভর করে কীসের উপর?
বস্তুর তাপমাত্রার উপর
বস্তুর nature-এর উপর
বস্তুর রঙের উপর
উপরের সবগুলোই সত্য
2263. রেডিয়েশন হিট ট্রান্সফার নির্ভর করে কীসের উপর?
বস্তুত তাপমাত্রার উপর
বস্তুর ন্যাচারের উপর
বস্তুর রতের উপর
সবগুলো
2264. প্রকৃত কালো বস্তু সেটি, যা-
কালো রং ধারণ করে
সকল তরঙ্গদৈর্ঘ্যের তাপের বিকিরণ গ্রহণ করে
সকল তাপের বিকিরণ প্রত্যাখ্যান করে
তাপের বিকিরণ প্রতিফলন করে
2266. হিট ট্রান্সফার সংঘটিত হয় কী অনুযায়ী?
জিরণ সূত্রানুযায়ী
থার্মোডাইনামিক্স-এর ১ম সূত্রানুযায়ী
থার্মোডাইনামিক্স-এর ২য় সূত্রানুযায়ী
কিরচফস সূত্রানুযায়ী
2269. সমীকরণ Q=eσAT^4-কে কী বলা হয়?
ফোরিয়ার সমীকরণ
স্টিফেন বোল্টেজম্যান সমীকরণ
নিউটন রিকমেন সমীকরণ
জোসেন স্টিফেন সমীকরণ
2270. According to first law of thermodynamics-
Mass and energy are mutually convertible
Carnot engine is most efficient
Heat and work are mutually convertible
Mass and light are mutually convertible
2272. কোনো তরলের তাপ বর্জনের হার তরলে তার পারিপার্শ্বিক তাপমাত্রা পার্থক্যের-
সমানুপাতিক
বর্ণের সমানুপাতিক
ব্যস্তানুপাতিক
কোনো সম্পর্ক নেই
2273. এস আই (SI) unit অনুযায়ী থার্মাল কন্ডাকটিভিটি-
ওয়াট / মিটার কেলভিন
ওয়াট/ মিটার^2 কেলভিন^2
ওয়াট/ মিটার^2 কেলভিন
জুল /মিটার^3 কেলভিন
2274. First law of thermodynamics-
Enables to determine change in internal energy of the system
Does not help to predict whether the system will or not undergo a change
Does not enable to determine change in entropy
Provides relationship between heat work and internal energy
all of the above
2275. 'গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে হিট ট্রান্সফার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও বস্তুগুয়ের তাপমাত্রার পার্থক্যের সাথে সরাসরি সমানুপাতিক।' এটি কার সূত্র?
থার্মোডাইনামিক্সের ১ম সূত্র
নিউটন'স 'ল' অব কুলিং
নিউটন'স 'ল' অব হিটিং
স্টিফেন'স 'ল'
2276. মধ্যবর্তী মাধ্যমের বিচ্যুতি গরম বস্তু হতে ঠান্ডা বস্তুতে সরল রেখার হিট ট্রান্সফার প্রক্রিয়াকে কী বলে?
কনডাকশন
রেডিয়েশন
কনভেকশন
একটিও না
2277. তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে হিট ট্রান্সফার সংঘটিত হয় যে উপায়ে, তাকে কী বলে?
কনডাকশন
কনভেকশন
রেডিয়েশন
কোনোটিই নয়
2278. The term "Efficiency" in a thermodynamic Cycle is a consequence of-
First law of thermodynamics
Second law of thermodynamics
Third law of thermodynamics
Zeroth law of thermodynamics
2279. কৃষ্ণ বস্তু (Black body) সর্বাধিক শক্তির জন্য তার তরঙ্গ দৈর্ঘ্য (wave-length) কৃষ্ণ বস্তুর-
তাপমাত্রার তাপমাত্রার উপর নির্ভর করে না
সমানুপাতিক
(তাপমাত্রা)^4 এর সমানুপাতিক
তাপমাত্রার ব্যস্তানুপাতিক
2280. একটি নির্দিষ্ট চাপে সম্পৃক্ত পানির এনথালপি 212kJ/kg এবং সম্পৃক্ত বাষ্পের এনথালপি 2878kJ/kg তাহলে পানির বাষ্পীভবনের সুপ্তভাগ কত?
2727kJ/kg
2929kJ/kg
3030kJ/kg
2666kJ/kg