EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21641. 'অপভ্রংশ' কথাটির অর্থ কী?
উন্নত
সাধারণ
বিবৃত
বিকৃত
21642. বাংলা ভাষার উদ্ভব হয়-
সপ্তম খ্রিষ্টাব্দে
সপ্তম খ্রিষ্ট পূর্বাব্দে
খ্রিষ্টীয় ত্রয়োদশ শতকে
খ্রিষ্টীয় দ্বাদশ শতকে
21643. বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
পালি
অবহটঠ
অপভ্রংশ
সংস্কৃত
21644. বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
দশম থেকে চতুর্দশ শতাব্দী
একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
21645. 'প্রাকৃত' শব্দটির অর্থ-
প্রকৃত
যা করা হয়েছে
যথার্থ
স্বাভাবিক
21646. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
মাগধী প্রাকৃত
মহারাষ্ট্রী প্রাকৃত
গৌড়ীয় প্রাকৃত
অর্ধ মাগধী প্রাকৃত
21647. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভবকাল কবে?
৯৫০ খ্রিষ্টাব্দ
৭৫০ খ্রিষ্টাব্দ
৬৫০ খ্রিষ্টাব্দ
৮৫০ খ্রিষ্টাব্দ
21648. বাংলা ভাষার মূল উৎস কোনটি / বাংলা ভাষার পূববর্তী স্তরের নাম কী?
কানাড়ি ভাষা
হিন্দি ভাষা
বৈদিক ভাষা
প্রাকৃত ভাষা
21649. ইন্দো-ইউরোপীয় ভাষার কয়টা শাখা?
১টি
৩টি
২টি
৪টি
21650. কোনটি ভাষাবংশের নাম নয়?
ইন্দো-ইউরোপীয়
দ্রাবিড়ীয়
হিস্পানি
আফ্রিকীয়
21651. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
সংস্কৃত
ইন্দো-ইউরোপীয়
ভারতীয় আর্য
বঙ্গ-কামরূপী
21652. কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
গৌড়ীয় অপভ্রংশ
প্রাচীন অপভ্রংশ
গৌড় অপভ্রংশ
মাগধী অপভ্রংশ
21653. বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
সংস্কৃত
হিন্দি
গৌড়ীয় প্রাকৃত
আসামি
21654. কোন যতিচিহ্নটি অল্প বিরতি বোঝাতে ব্যবহৃত হয়?
কমা
হাইফেন
কোলন
সেমিকোলন
21655. বাংলা ভাষার বয়স কত?
প্রায় ১০০০ বছর
প্রায় ২৭০০ বছর
প্রায় ২০০০ বছর
প্রায় ২৫০০ বছর
21656. বাংলা ভাষার আদিরূপ ?
সংস্কৃত
প্রাকৃত
চর্যাপদ
পালি
21657. প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ-
মূর্খদের ভাষা
লেখকদের ভাষা
পণ্ডিতদের ভাষা
জনগণের ভাষা
21658. 'বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে'। এ মতের প্রবক্তা কে?
জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুকুমার সেন
21659. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে?
সংস্কৃত
প্রাকৃত
পালি
অপভ্রংশ
21660. পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত?
পাঁচ হাজার
এক হাজার
সাড়ে তিন হাজার
আড়াই হাজার