Image
MCQ
22421. নিচের কোন বানানটি শুদ্ধ?
বিভূতিভূষন
পরিষেবা
যান্মাসিক
ইতিমধ্যে
22422. 'প্রচ্ছদ' শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হলো-
প্র+ছদ
প্রৎ+ছদ
প্র+চ্ছদ
প্রচ্ছদ+অ
22423. 'সংস্কার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
সং+কার
সম+কার
সন+কার
সমো+কার
22424. 'ঘ্রাণ' শব্দটির সন্ধি বিচ্ছেদ?
ঘ্রাণ+অ
ঘ্রা+অন
ঘৃ+আ+ন
ঘৃ+অন
22425. নিচের কোনটি সঠিক বানান?
বাম্পিয়
বাস্পিয়
বাষ্পীয়
বাস্পীয়
22426. 'মৃত্যুঞ্জয়' শব্দটির সন্ধিবিচ্ছেদ কী?
মৃতঃ+জয়
মৃত্যুম+জয়
মৃত্যুঃ+জয়
মৃত+জয়
22427. 'সংযোজন' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো-
সময+অনু
সং+জন
সম+যোজন
সং+যোজন
22428. 'তন্ময়' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
তৎ+ময়
তনু+ময়
তৃৎ+ময়
তন+ময়
22429. 'নিষ্কর' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
নিষ্ + কর
নিস্ + কর
নিঃ + কর
নীঃ + কার
22430. 'বাচস্পতি' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
বাচস+পতি
বাচ+পতি
বাচস+তি
বাচঃ+পতি
22431. 'মুক্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো-
মুক্+ত
মুচ্+ত
মুচ+ক্ত
মচত+ক
22432. কোনটি শুদ্ধ বানান?
প্রত্যুৎগমন
প্রত্যুতগমন
প্রত্যুদ্গমন
প্রত্যুদগমণ
22433. 'দুর্লভ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
দুঃ+লভ
দুর+লভ
দুর+লোভ
কোনোটিই নয়
22434. নিচের কোনটির বানান সঠিক?।
পুনঃরুজ্জীবন
পুনরুজ্জীবণ
পুনরুজ্জীবন
পূনরুজ্জীবন
22435. 'চার্বাক' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
চারু+বাক্
চ+বাক্
চর+বাক্
চার+বাক
22436. 'মুখচ্ছবি' সন্ধি কোন নিয়মে পড়ে?
স্বরধনি+ব্যঞ্জনধ্বনি
ব্যঞ্জনধ্বনি+ব্যঞ্জনধ্বনি
ব্যঞ্জনধ্বনি+স্বরধ্বনি
ব্যঞ্জনধনি+বিসর্গধ্বনি
22437. 'পতঞ্জলি' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
পতৎ+অঞ্জলি
পত+অঞ্জলি
পতন+জলি
পতনজ্+লি
22438. সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়?
অনুস্বার
দ্বিত্ব
মহাপ্রাণ
তালব্য
22439. 'স্বেচ্ছা' এর সন্ধিবিচ্ছেদ কী?
স্ব+ইচ্ছা
স্বে+ইচ্ছা
স্ব+ঈচ্ছা
স্বে+ঈচ্ছা
22440. 'বিদ্বজ্জন' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
বিদ্য+জ্জন
বিদ্বৎ+জন
বিদ্ব+জন
বিদ্বৎ+জ্জন