Image
MCQ
22481. নিচের কোন বানানটি অশুদ্ধ?
পরস্পর
নিষ্পত্তি
স্নেহাস্পদ
দুস্প্রাপ্য
22482. 'দুরূহ' শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো-
দুঃ+উহ্
দুঃ+রূহ
দূর+উহ
দুর+ই
22483. নিচের কোন বানানটি শুদ্ধ?
প্রবীণ
আতংক
ভট্টাচার্য্য
সম্পূর্ন
22484. নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
নে+অন= নয়ন
রাজ+নী= রাজ্ঞী
তদ+রূপ= তদ্রূপ
তদ+কাল= তৎকাল
22485. 'সংযম' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
সং+যম
সম+যম
সম্+যম
সৎ+যম
22486. নিচের কোন বানানটি সঠিক?
সাক্ষরতা
সাক্ষ্যরতা
স্বাক্ষ্যরতা
স্বাক্ষরতা
22487. নিপাতনে সিদ্ধ কোনটি?
পুনরায়
পরিষ্কার
একাদশ
পরীক্ষা
22488. নিচের কোন বানানটি শুদ্ধ?
অহঙ্কার
কৃতিত্ব
ত্রুটি
আকাংখা
22489. 'সঞ্চয়' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
সন্+চয়
সম্+চয়
সঙ+চয়
সৎ+চয়
22490. কোনটি শুদ্ধ বানান?
প্রত্যুদগমন
প্রত্যুতগমন
প্রত্যুৎগমন
প্রত্যুবদগমণ
22491. নিচের কোন গুচ্ছে সব শব্দ শুদ্ধ?
ঔষধ, বীণা, ত্রিনয়ন
হরিণ, বন্ধন, সোনা
প্রান, খ্রিষ্টান, পোসা
কন্ঠ , স্তেশন, জিনিষ
22492. 'উদ্ধার' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উদ্+হার
উৎ+ধার
উত+হার
উৎ+হার
22493. কোন বানানটি সঠিক?
বাল্মীকি
বাল্মিকী
বাল্মিকি
বাল্মীকী
22494. 'নীরোগ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
নিঃ+রোগ
নিঃ+রোগ
নি+রোগ
নির+য়োগ
22495. কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ ----
উপলক্ষ্য
লক্ষ্যণীয়
সৌন্দর্যতা
সুবুদ্ধিমান
22496. নিচের কোন বানানটি শুদ্ধ?
জাগরূক
শুশ্রূষা
মরুদ্যান
ত্রুটি
22497. 'ভাস্বর' এর সন্ধি-বিচ্ছেদ কী?
ভাস্+সর
ভাস+কর
ভাস্+বর
ভা+স্বর
22498. সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
সত+চিন্তা=সচ্চিন্তা
অনু+এষণ-অন্বেষণ
তদ+অবধি তদবধি
পরি+চ্ছদ= পরিচ্ছদ
22499. 'নিরন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কি?
নি+অন্ন
নির+অন্ন
নিঃ+অন্ন
নির+ন্ন
22500. নিচের কোন বানানটি শুদ্ধ?
অনসূয়া
অনুসূয়া
অণুসূয়া
অনুসূয়া