MCQ
22441. শুদ্ধ বানান কোনটি?
ধ্যাণধারণা
ধ্যানধারনা
ধ্যানধারণা
ধ্যাণধারনা
22442. কোন বানানটি অশুদ্ধ?
ব্রাহ্মণ
সমীচীন
মনকষ্ট
দারিদ্র
22443. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধিবিচ্ছেদ?
উৎ+স্থাপন = উত্থাপন
কৃষ+তি = কৃষ্টি
তদ্+কাল = তৎকাল
তৎ+কর = তস্কর
22444. 'পরিচ্ছেদ' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
পরিঃ+ছেদ
পরি+চ্ছেদ
পরি+ছেদ
পরি+শেদ
22445. শুদ্ধ বানান কোনটি?
অনুকুল
অনূকুল
অনুকূল
অনূকূল
22446. 'নিষ্ঠুর' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
নি+ষ্ঠুর
নিঃ+ঠুর
নিঃ+ষ্ঠুর
নি+ঠুর
22447. 'সন্ধি' এর সন্ধি বিচ্ছেদ-
সম+বি
সম্+দ্ধি
সম্+ধি
সন+ধি
22448. কোন বানানটি শুদ্ধ?
জঞ্ঝাট
জঞাঠ
বাঞ্ঝাট
ঝঞ্জাট
22449. শুদ্ধ বানান কোনটি?
বিকীরণ
বিকিরন
বিকিরণ
বিকীরন
22450. 'উল্লেখ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উৎ+লেখ
উৎ+লেখ
উল+লেখ
উল্ব+লেখ
22451. কোনটি সঠিক বানান?
উজ্জল্য
উজ্জ্বল্য
ঔজ্জ্বল্য
ওজ্জ্বল্য
22452. নিচের কোন বানানটি শুদ্ধ?
সূক্ষ্ম
স্বাতন্ত্র
সুচী
মুহুর্ত
22453. শুদ্ধ বানান কোনটি?
গৃহস্ত
গ্রীহস্ত
গৃহস্থ
গ্রীহস্থ
22454. কোন বানানটি শুদ্ধ?
রীতিনীতি
রিতীনীতি
রীতিনিতি
রিতীনিতী
22455. নিচের কোন শব্দটি সন্ধিযোগে গঠিত?
শীতল
সপ্তাহ
সঞ্চয়
সুখবর
22456. কোনটি সঠিক বানান?
সতস্ফুর্ত
স্বতঃস্ফুর্ত
স্বতঃস্ফূর্ত
স্বতস্ফূর্ত
22457. কোন বানানটি শুদ্ধ?
অথিতি
অতীথি
অতিথি
অতিথী
22458. শুদ্ধ বানান কোনটি?
পীড়াপিড়ি
পিড়াপিড়ী
পীড়াপীড়ি
পিড়াপীড়ি
22459. শুদ্ধ বানান কোনটি?
ভ্রাতৃম্পুত্র
ভ্রাতৃম্পূত্র
ভ্রাতুষ্পুত্র
ভ্রাতৃম্পূত্র
22460. 'কৃষ্টি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
কৃষ্+তি
কৃষ্+টি
কৃ+ইষ্টি
কৃষ্+ইষ্টি