MCQ
22461. নিচের কোন বানানটি শুদ্ধ?
নিরীক্ষণ
নিরিক্ষণ
নীরিক্ষণ
নীরীক্ষণ
22462. নিচের কোন বানানটি অশুদ্ধ?
দুরাবস্থা
দুরাচার
দুরাশয়
দূরাকারকা
22463. নিচের কোন বানানটি অশুদ্ধ?
নিষ্পন্দ
নিষ্ফল
নিষ্পন্ন
নিস্পৃহ
22464. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
বাক্+দান = বাগদান
উৎ+ছেদ = উচ্ছেদ
পর+পর = পরস্পর
সম+সার= সংসার
22465. নিচের কোন বানানটি শুদ্ধ?
মনোস্তাপ
মনস্কামনা
মনস্তাপ
মহত্ব
22466. নিচের কোন বানানটি অশুদ্ধ?
সতিত্ব
নারীত্ব
কৃতিত্ব
ব্যক্তিত্ব
22467. কোন শব্দটির বানান ঠিক?
মধ্যাহ্ন
প্রতিযোগীতা
গুণীজন
ভৌগলিক
22468. কোন বানানটি শুদ্ধ?
সচ্ছল
স্বচ্ছবল
সচ্ছ
স্বচ্ছল
22469. কোনটি শুদ্ধ বানান?
প্রোজ্জ্বল
প্রজ্বল
প্রোজল
প্রোজ্জল
22470. শুদ্ধ বানান কোনটি?
আসক্তি
আসক্তী
আশক্তি
আযক্তি
22471. 'নীরস' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নি+রস
নী+রস
নিঃ+রস
নীঃ+রস
22472. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
পর+পর = পরস্পর
বাক্+দান = বাগদান
উৎ+ছেদ = উচ্ছেদ
সম+সার = সংসার
22473. শুদ্ধ বানান কোনটি?
রুগ্ণ
ষ্টেশন
বিপ্রকর্ম
সাধারন
22474. 'দুর্গতি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
দুঃ+গতি
দুর+গতি
দূর+গতি
দুস+গতি।
22475. কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি
আয়ত্তাধীন, অহোরাত্রি, অদ্যপি
গড্ডালিকা, চিন্ময়, কল্যান
গৃহস্ত, গণনা, ইদানিং
22476. কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
শুভেচ্ছা
সংবাদ
প্রত্যেক
অতীত
22477. নিচের কোন বানানটি ভুল?
বুদ্ধিজীবি
মুহূর্ত
শুশ্রূষা
দারিদ্র্য
22478. 'উত্থাপন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উঃ+স্থাপন
উৎ+স্থাপন
উথ+স্তাপন
উঃ+যাপন
22479. 'জগজ্জীবন' শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসরণে করা হয়েছে?
ত+ঝ=জ্জ
দ+জ=জ্জ
দ+ঝ=জ্জ
ত+জ=জ্জ
22480. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
পরিষ্কার
ষড়নন
সংস্কার
আশ্চর্য