MCQ
24241. Column-এ ব্যবহৃত Lateral tie-এর Diameter নিম্নোক্ত কোনটির চেয়ে কম হবে না?
5mm
10mm
15mm
20mm
24242. Factor of safety বলা হয়-
অন্তিম পীড়ন (ultimate stress) এবং কার্যকরী পীড়নের (working stress) অনুপাতকে
কার্যকরী পীড়ন এবং অন্তিম পীড়নের অনুপাতকে
ভাঙানো পীড়ন (breaking stress) এবং অন্তিম পীড়নের অনুপাতকে
অন্তিম পীড়ন এবং ভাঙানো পীড়নের অনুপাতকে
24243. আরসিসি বিম বা স্নাব-এর জন্য সর্বোচ্চ স্লাম্প (Slump) কত সেমি গ্রহণযোগ্য?
১০ সেমি
২০ সেমি
১৫ সেমি
২৫ সেমি
24244. Steel generally used in RCC work is-
Mild steel
Stainless steel
High carbon steel
High tension steel
24245. A Slab may be designed as one way if the ratio of its longer side to shorter side exceeds.
1.5
1.75
2.00
2.25
24246. হালকা লাইভ লোডের জন্য কোন ধরনের স্ল্যাব ব্যবহৃত হয়?
একমুখী
ফ্লাট
দ্বিমুখী
রিবেড
24247. ACI Code অনুসারে Circular Column-এর Minimum diameter কত?
12 inch
10 inch
8 inch
1/4 of column height in inches
24248. রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে সিমেন্টের ওজনের শতকরা কত ভাগ পানির প্রয়োজন হয়?
২০%
২২%
২৫%
২৭%
24249. A column is considered long if the effective length of column to its least lateral dimension is more than-
10
15
12
20
24250. Euler-এর formula প্রযোজ্য শুধু-
বেঁটে column-এর জন্য
দুর্বল column-এর জন্য
বেঁটে এবং লম্বা উভয় column-এর জন্য
লম্বা column-এর জন্য
24251. Minimum number of reinforcing bars required in a circular column is-
4
6
5
8
24252. মোটাদানার পূরক পদার্থের ব্যাস সাধারণত কত ইঞ্চি অপেক্ষা বেশি হয়?
১/৮ ইঞ্চি
১/৬ ইঞ্চি
১/৭ ইঞ্চি
৩/৮ ইঞ্চি
24253. পড ফুটিং-এর ক্ষেত্রে ফুটিং-এর কিনারায় ন্যূনতম পুরুত্ব হবে-
10cm
15cm
12cm
18cm
24254. বাংলাদেশের প্রচলিত নির্মাণে স্বাভাবিক অবস্থায় Beam-এর bottom-এর Reinforcement-এর Clear cover কত?
3/4"
1.5"
1"
2"
24255. A flat slab is supported on-
beams
columns
beams and columns
None of these
24256. সাধারণত কংক্রিটের কাঠামোর শতকরা কত ভাগ পূরক পদার্থ দ্বারা পূরণ করা হয়?
৬০-৬৫ ভাগ
৮০-৮৫ ভাগ
৭০-৭৫ ভাগ
৯০-৯৫ ভাগ
24257. Tied column-এর reduction factor কত হবে?
0.85
0.75
0.70
0.80
24258. মোটাদানার পূরক পদার্থ সাধারণত কত নং চালুনি দ্বারা অতিক্রম করে না?
৪নং চালুনি
৮নং চালুনি
৬নং চালুনি
১৬নং চালুনি
24259. ডিজাইনের ক্ষেত্রে দ্বিমুখী স্ল্যাবে সাপোর্টের ওপর সৃষ্টি হয়-
ধনাত্মক মোমেন্ট
ঋণাত্মক মোমেন্ট
শূন্য মোমেন্ট
কোনোটিই নয়
24260. কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের কত গুণের বেশি হলে লম্বা কলাম (Long Column) বলা হয়?
৪ গুণ
৮ গুণ
৬ গুণ
১০ গুণ