24279. অল্প ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটির ক্ষেত্রে বেশি লোডের স্টিল স্ট্যানশন-এর জন্য কোন ধরনের ভিত্তি উপযোগী?
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রিলেজ ফাউন্ডেশন: এটি একটি স্বতন্ত্র ফুটিং। ভারী কাঠামোর লোডকে কলাম বা পায়ার দ্বারা স্বল্প ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটিতে ছড়িয়ে দেওয়া জন্য গ্রিলেজ ফাউন্ডেশন ব্যবহার করা হয়। এর গভীরতা হয়। মিটার থেকে 1.5 মি.। গ্রিলেজ ভিত্তি দু প্রকার- (i) স্টিল গ্রিলেজ (ii) টিম্বার গ্রিলেজ।