EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
24261. কাদামাটির উপর ভিত্তি স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ অনুমোদনযোগ্য ডিফারেনশিয়াল সেটেলমেন্ট-
100 মিমি
20 মিমি
40 মিমি
10 মিমি
24262. নিষ্ক্রিয় পূরক পদার্থ (Aggregate) কংক্রিটের মোট আয়তনের কত ভাগ দখল করে?
৭০-৭৫%
৭৫-৮০%
৬০-৬৫%
৬৫-৭০%
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিটে তার মোট আয়তনের ৭০-৭৫% পূরক পদার্থ Aggregate থাকে।
24263. ব্লাক কটন সয়েলের ক্ষেত্রে নিরাপদ ভারবহন ক্ষমতা ধর হয়-
20 t/m²
15 t/m²
10 t/m²
5 t/m²
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) Soft clay, wet clay, muddy clay-5000 kg/m² (ii) Soft clay-10,000 kg/m² (iii) Black cotton-15000 kg/m² (iv) Gravel-25000 kg/m²
24264. সূক্ষ্মদানার মাটির কণার আকার-
0.07 মিমি হতে 0.002 মিমি
0.06 মিমি হতে 0.002 মিমি
0.05 মিমি হতে 0.002 মিমি
0.04 মিমি হতে 0.002 মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) মোটা পলির আকার-0.06-0.02mm (ii) মধ্যম পলির আকার-0.02-0.075mm (iii) সুক্ষ্ম পলি আকার-0.006-0.002mm
24265. Undisturbed এবং disturbed soil-এর unconfined compressive strength-এর অনুপাতকে বলা হয়-
Bearing capacity
Sensitivity
Relative density
Thixotropy
24266. সয়েল সিমেন্টে দৃঢ়ীকরণ করতে কাদামাটির ক্ষেত্রে সিমেন্টের পরিমাণ-
12 থেকে 20%
12 থেকে 15%
7 থেকে 12%
5 থেকে 10%
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রাভেল-এর জন্য সিমেন্টের পরিমাণ= 5%-10% বালির জন্য সিমেন্টের পরিমাণ= 7%-12% পলির জন্য সিমেন্টের পরিমাণ= 12-15% কাদার জন্য সিমেন্টের পরিমাণ= 12-20%
24267. কংক্রিট দেয়ালের ক্ষেত্রে শিয়ারের জন্য ক্রিটিক্যাল সেকশন ধরা হয় দেয়াল পৃষ্ঠ হতে-
d
a/4
d/2
(C-1)/2
24268. বৃহৎ অনুভূমিক বা তির্যক বল প্রতিরোধে পাইল ব্যবহার করা হয়-
টেনশন পাইল
অ্যাঙ্কর পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
ব্যাখ্যা: ব্যাখ্যা: টিম্বার বা কংক্রিট পাইলকে এ আকারে তৈরি করে অধিক গভীরতায় শক্ত স্তরের উপর যে অ্যাংকর ব্যবহার করা হয়, তাকে ব্যাটার বলে।
24269. কফারড্যাম নির্মাণকালে কোন পাইল ব্যবহার করা হয়-
টেনশন পাইল
ফ্রিকশন পাইল
শিট পাইল
বিয়ারিং পাইল
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্টিল শিট পাইল ব্যবহার করা হয় পানি চুয়ানো বন্ধ করার জন্য।
24270. যে-সব স্ল্যাবের নিচে ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটাল থাকে না, তাকে বলে-
জয়েস্ট স্ল্যাব
ফ্লাট প্লেট স্ল্যাব
রিব স্ল্যাব
কোল স্ল্যাব
ব্যাখ্যা: ব্যাখ্যা: যখন স্ল্যাবের নিচে ও কলামের উপরে ক্যাপিটাল থাকে না, তখন ঐ স্ল্যাবকে ফ্লাট প্লেট স্ল্যাব বলা হয়।
24271. যে পাইল প্রয়োজনীয় ভারবহন ক্ষমতাসম্পন্ন নিচের শক্ত স্তরে পাইলের উপর আগত কাঠামোর লোড স্থানান্তর করে, তাকে বলে-
কম্প্যাকশন পাইল
শিট পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিয়ারিং পাইলঃ যে পাইল প্রয়োজনীয় ভারবহন ক্ষমতাসম্পন্ন শক্ত স্তরে পাইলের উপর আগত কাঠামোর লোড স্থানান্তর করে, তাকে বিয়ারিং পাইল বলা হয়।
24272. নিচের কোনটির ভারবহন ক্ষমতা সর্বনিম্ন?
শক্ত পাথর
মোটা বালিমাটি
লেমিনেটেড পাথর
ব্লাক কটন সয়েল
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাব-সয়েল-এ পানির লেভেল উঠানামা করলে মাটির সংকোচন প্রসারণ ঘটে। ব্লাক কটন সয়েল- এর ক্ষেত্রে প্রায়ই এমন হয়, তাই ব্লাক কটন সয়েল ভার বহন ক্ষমতা খুব কম।
24273. অবকাঠামো (Structure)-এর Settlement নির্ণয়ের জন্য মাটির যে ধর্ম (property) সম্পর্কে পূর্বজ্ঞান থাকা দরকার, তা হলো-
Bearing capacity
Consolidation
Permeability
Compressibility
24274. অল্প ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটির ক্ষেত্রে বেশি লোডের স্টিল স্ট্যানশন-এর জন্য কোন ধরনের ভিত্তি উপযোগী?
ওয়েল ফাউন্ডেশন
পাইল ভিত্তি
র্যাফট ভিত্তি
গ্রিলেজ ভিত্তি
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রিলেজ ফাউন্ডেশন: এটি একটি স্বতন্ত্র ফুটিং। ভারী কাঠামোর লোডকে কলাম বা পায়ার দ্বারা স্বল্প ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটিতে ছড়িয়ে দেওয়া জন্য গ্রিলেজ ফাউন্ডেশন ব্যবহার করা হয়। এর গভীরতা হয়। মিটার থেকে 1.5 মি.। গ্রিলেজ ভিত্তি দু প্রকার- (i) স্টিল গ্রিলেজ (ii) টিম্বার গ্রিলেজ।
24275. নিচের কোনটির ভারবহন ক্ষমতা সর্বাধিক?
শক্ত পাথর
মোটা বালিমাটি
চিকন বালিমাটি
ব্লাক কটন সয়েল
24276. দালানে সচরাচর ব্যবহৃত গভীর ভিত্তি হলো-
গ্রিলেজ ভিত্তি
র্যাফট ভিত্তি
পাইল ভিত্তি
ওয়েল ফাউন্ডেশন
ব্যাখ্যা: ব্যাখ্যা: গভীর ভিত্তি তিন প্রকার (1) পাইল ভিত্তি (ii) ২৯ ক কফার জ্যাম (iii) কেইশন।
24277. টু-ওয়ে স্ল্যাবের শর্ট ডিরেকশনে আগত লোডের পরিমাণ-
WS/3
WS/3 x m
W/3 x m² /2
W/3xm
ব্যাখ্যা: ব্যাখ্যা: টু-ওয়ে স্ল্যাবের শর্ট ডিরেকশনে আগত লোড-এর পরিমাণ WS /3kg/m টু-ওয়ে স্ল্যাবের লং ডিরেকশনে আগত লোড-এর পরিমাণ WS /3 x WS /3 3-m² /2 kg/m
24278. আরবি স্ল্যাবে ব্যবহৃত ইট নিজস্ব ওজনের-
30%
40%
50%
25%
24279. নরম কাদামাটির ক্ষেত্রে নিরাপদ ভারবহন ক্ষমতা ধরা হয়-
20 t/m²
15 /m²
10 t/m²
5t/m²
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) Soft clay, wet clay, muddy clay-5000 kg/m² (ii) Soft clay-10,000 kg/m² (iii) Black cotton-15000 kg/m² (iv) Gravel-25000 kg/m²
24280. ফ্লাট স্ল্যাবের ড্রপ প্যানেলের দৈর্ঘ্য-
0.20L
0.33L
0.25L
0.40L
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফ্লাট স্ল্যাবে ড্রপ প্যানেল-এর দৈর্ঘ্য 0.33L। ফ্লাট স্ল্যাবে কলাম ক্যাপিটাল-এর পরিমাণ 0.20L থেকে 0.25L। এখানে, L = স্ল্যাবের দৈর্ঘ্য।