Image
MCQ
24281. বালুমাটি (sandy soil) compact করার জন্য সবচেয়ে উপযুক্ত roller হচ্ছে-
Vibrator roller
Sheep-foot roller
Pneumatic-tyred roller
Smooth-wheel roller
24282. একটা 3m x 3m কলামের ভিত্তি (foundation)-এর উপর load-এর ecentricity নিম্নোক্ত মানের বেশি হওয়া উচিত নয়-
0.50m
0.75m
10.m
1.5m
24283. অনিশ্চিত ভূমির Defferential Settlement নিয়ন্ত্রণের জন্য কী ধরনের Foundation/ Footing ব্যবহৃত করা হয়?
Combined footing
Strip footing
Cofferdam
Mat foundation
24284. যে Footing দুটি column-কে support করে তা-
Step footing
Strip footing
Combined footing
Continuous footing
24285. একটা 5' x 5' footing এর চার কোনায় footing-এর পাশ ঘেঁষে । ফুট ব্যাসের চারটা পাইল footing এর মধ্যখানে অবস্থিত একটা কলামের ভার বহন করে। কলামটিতে সর্বোচ্চ 60k vertical load-সহ 40k-ft moment আসতে পারে। তাহলে pile-এ সর্বোচ্চ load হবে-
15k
10k
20k
25k
24286. যে দেয়াল মাটির Lateral pressure বহন করে-
Boundary wall
Retaining wall
Shear wall
Vertical wall
24287. b প্রন্থের Rectangular foundation-এর load eccentricity কোন value-এর অধিক হওয়া উচিত?
b/5
b/3
b/4
b/6
24288. Foundation-এর জন্য concrete ব্যবহার কত Slump allow করা হয়?
25-50mm
50-100mm
100-200mm
30-40mm
24289. মাটির সেফ ভারবহন ক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে-
সয়েলকে গ্রাউটিং করে
ভিত্তির গভীরতা বৃদ্ধি করে
যদি পানি সমতল ফুটিং বেসের নিকটবর্তী হওয়ায় মাটি ড্রেনিং-এর মাধ্যমে
উপরের সব কয়টি
24290. স্টেটিক পেনিট্রেশন পরীক্ষায় পেনিট্রেটিং কৌন (Cone)-এর অ্যাঙ্গেল-
75°
60°
45°
30°
24291. আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় কত সেমি প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয়?
40 সেমি
20 সেমি
30 সেমি
10 সেমি
24292. প্লেট লোডিং টেস্ট থেকে পাওয়া যায়-
মাটির সেফ বিয়ারিং ক্যাপাসিটি
মাটির সর্বোচ্চ ভারবহন ক্ষমতা
আন্ডারলেয়িং রক এবং গভীরতা
উপরের কোনোটিই নয়
24293. মাটির ভারবহন ক্ষমতা নির্ভর করে কীসের উপর?
ফাউন্ডেশন-এর ধরন
ফাউন্ডেশন-এর আকার ও আকৃতি
ফাউন্ডেশন-এর গভীরতা
উল্লিখিত সবগুলোর উপর
24294. নিচের কোন মাটির ভারবহন ক্ষমতা সবচেয়ে বেশি?
কোর্স গ্র্যাভেল
আলগা এবং শুষ্ক মোটা বালি
আর্দ্র মাটি
আলগা এবং শুষ্ক চিকন বালি
24295. একটি Foundation-কে Shallow বলা হয় যখন এর depth হয়-
1/4th of its width
Equal of its width
3 /4th of its width
half of its width
24296. আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় হাতুড়ির ওজন এবং পতনের উচ্চতা-
60 কেজি এবং 60 সেমি
50 কেজি এবং 50 সেমি
70 কেজি এবং 70 সেমি
65 কেজি এবং 75 সেমি
24297. মাটির Settlement জানার জন্য কোন পরীক্ষা করা হয়?
Tri-axial
Hydrometer
Consolidation
Direct Shear
24298. যে-কোনো মৃত্তিকার ক্ষেত্রে ভূমি থেকে ভিত্তির ন্যূনতম গভীরতা হবে-
60 সেমি
৪০ সেমি
100 সেমি
120 সেমি
24299. যখন ভূগর্ভস্থ পানির তল (water level) ভূপৃষ্ঠের তল (Ground level) এর কাছাকাছি আসে তখন মাটির ভার বহন ক্ষমতা (bearing capacity) কমে-
অর্ধেক হয়
একই থাকে
দুই-তৃতীয়াংশ হয়
তিন-চতুর্থাংশ হয়
24300. নিচের কোন মাটির ভারবহন ক্ষমতা সবচেয়ে কম?
আর্দ্র মাটি
আলগা এবং শুষ্ক চিকন বালি
আলগা এবং শুষ্ক মোটা বালি
কোর্স গ্র্যাভেল