EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
24301. করিডোরে অনুমোদিত Minimum live load কত পিএসএফ?
৬০ পা./ব. ফুট
১০০ পা./ব. ফুট
৮০ পা./ব. ফুট
৯০ পা./ব. ফুট
24302. বালিমাটির উপর ভিত্তি স্থাপনের অনুমোদনযোগ্য সর্বোচ্চ ডিফারেনশিয়াল সেটেলমেন্ট-
5 মিমি
25 মিমি
20 মিলি
10 মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: নির্মিতব্য কাঠামো লোড প্রয়োগ করায় ভিত্তির নিচের মাটি সংকুচিত হলে ভিত্তি খাড়াভাবে নিচের দিকে ডেবে বা বসে যাওয়াকে বসন (Settlement) বলে।
24303. যে পাইল পিলার হিসেবে লোড ট্রান্সফার করে-
ফ্লোটিং পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাঠামোস্থ সকল লোডকে মাটির অভ্যন্তরে শক্ত ৪ স্তর পর্যন্ত প্রেরণ করার জন্য যে পাইল নির্মাণ করা হয়, তাকে বিয়ারিং পাইল বলে। এটি মাটির নিচে পিলারের মতো আচরণ করে।
24304. Effective stress 100 kN/m² হতে 200 kN/m² বৃদ্ধি পেলে normally consolidated clay 10mm settle হয়। যদি effective stress 200 kN/m² হতে 400 kN/m² বৃদ্ধি পায় তাহলে একই Clay soil-এর Settlement কত হবে?
10mm
40mm
20mm
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: যখন Stress (200-100) = 100 তখন settle 10mm এবং যখন stress (400-200) = 200 তখন settle = 10 x200 /100 = 20mm
24305. ACI Code অনুসারে অমসৃণ Bar ব্যবহৃত হলে Slab-এ Minimum reinforcement কত?
0.002 bd
0.0035 bd
0.003 bd
0.004 bd
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI কোড অনুসারে বিম ও স্ল্যাবে Reinforcement পরিমাণ- (i) বিমের জন্য 0.005 bt বা 0.005 bd (ii) স্ল্যাব-এ প্লেইন বার-এর জন্য = 0.0025 bt বা 0.0025 bd (iii) স্ল্যাব-এ ডির্ফড বার-এর জন্য = 0.002 b₁ বা 0.002 bd
24306. কাঠের পাইলে সর্বোচ্চ লোড কত এর অধিক হওয়া উচিত নয়?
৫০ kN
২০০ kN
১৫০ kN
১০০ kN
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাঠের পাইলে সর্বোচ্চ লোড ২০ Ton বা ২০০ kN-এর অধিক হওয়া উচিত নয়।
24307. Raft foundation-এর অপর নাম কী?
Combined
Pile
Strap
Mat
ব্যাখ্যা: ব্যাখ্যা: র্যাফট বা ম্যাট একটি কম্বাইন্ড ফুটিং, যা কাঠামোর নিম্নস্থ সমস্ত ক্ষেত্রফলকে আবৃত করে নির্মাণ করা হয়। এটা কাঠামোর সমস্ত দেওয়াল ও কলামকে একযোগে সাপোর্ট প্রদান করে।
24308. Sand pile কেন করা হয়?
Horizontal load নেয়ার জন্য
Soil compaction-এর জন্য
Soil থেকে পানি নিষ্কাশনের জন্য
Vertical load নেয়ার জন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্যান্ড পাইলিং একটি Soil iprovement technique, যা মাটির বিয়ারিং ক্যাপাসিটি বৃদ্ধি করে
24309. Structure-এর যে অংশটি ওজনকে মাটিতে Transfer করে, তাকে বলে-
Superstructure
Frame of structure
Plinth
Foundation
ব্যাখ্যা: ব্যাখ্যা: Supperstructure-এর সকল লোডকে সমভাবে মাটিতে Transfer করার জন্য Foundation ব্যবহৃত হয়।
24310. সভাকক্ষে অনুমোদিত Minimum live load কত?
500 kg/m²
300 kg/m²
320 kg/m²
400 kg/m²
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাসগৃহের জন্য লোড = 200 kg/m² সভাকক্ষের জন্য লোড = 500 kg/m² সিঁড়ির জন্য লোড = 500 kg/m²
24311. সমসত্ত্ব বিমের বেন্ডিং পীড়নের সূত্র হলো-
f=M/bd²
f=6M/bd
f=6M/bd²
কোনোটিই নয়
ব্যাখ্যা: [Note: f = বেন্ডিং পীড়ন, ৮ বিমের প্রন্থ, M= বেন্ডিং মোমেন্ট, d = কার্যকরী গভীরতা।
24312. মোট চাপ বল এবং মোট টান বল-এর মধ্যবর্তী দূরত্ব-
d/3
2d/3
d/2
2d/5
24314. ACI Code অনুসারে Slab-এ Plain bar ব্যবহৃত হলে Minimum reinforcement কত?
0.002 bd
0.025 bd
0.0025 bd
0.0035 bd
ব্যাখ্যা: [Note: এখানে, b = width of the slab, d = thickness of the slab] ব্যাখ্যা: ACI কোড অনুসারে বিম ও স্ল্যাবে Reinforcement পরিমাণ- (i) বিমের জন্য 0.005 bi বা 0.005 bd (ii) স্ল্যাব-এ প্লেইন বার-এর জন্য = 0.0025 bt বা 0.0025. bd (iii) স্ল্যাব-এ ডিফড বার-এর জন্য = 0.002 bt বা 0.002 bd
24315. যখন দুই বা ততোধিক Footing-কে বিম দ্বারা সংযোগ দেওয়া হয় তখন ঐ Footing-কে বলা হয়-
Beam footing
Mat footing
Strap footing
Combined footing
ব্যাখ্যা: ব্যাখ্যা: যখন দুটি কলাম একসাথে কাছাকাছি থাকে, যখন দুটি কলামের বেস স্ল্যাব ওভারল্যাপ হয়, যেখানে মাটির ভারক্ষমতা কম, যখন বেসস্ল্যাবের সংলগ্ন বিভিন্ন লাইন, বিল্ডিং বা নর্দমা থাকে সেক্ষেত্রে Combined footing ব্যবহার করা হয়।
24316. বিমের যে-কোনো তলের বিকৃতি তার নিরপেক্ষ অক্ষ থেকে ঐ তলের দূরত্বের-
সমানুপাতিক
বর্গের ব্যস্তানুপাতিক
ব্যস্তানুপাতিক
গুণানুপাতিক
24317. ACI কোড অনুসারে সাধারণভাবে স্থাপিত বিমের ন্যূনতম পুরুত্ব-
L/10
L/30
L/25
L/35
ব্যাখ্যা: নোটঃ যদি L/25 দেওয়া না থাকে তখন কাছাকাছি মানটি উত্তর হবে ।
24318. একটি সমসত্ত্ব বিমের বেন্ডিং মোমেন্ট-এর মান 300000 kg.cm হলে সর্বোচ্চ পীড়ন-এর মান কত?
46.25 kg/cm².
56.25 kg/cm²
48.25 kg/cm²
48.25 kg/cm²
ব্যাখ্যা: সেকশ্ন দেওয়া থাকতে হয়, fmax=(MC)/l
24319. Soil-এর Bearing capacity কার উপর নির্ভর করে?
Particle size
Internal friction
Particle shape
উপরোক্ত সব
ব্যাখ্যা: ব্যাখ্যা: Bearing capacity যে সকল বিষয়ের উপর নির্ভর করে তা হলো- (i) Particle size (ii) Particle shape (iii) Particle depth (iv) Type of foundation
24320. রিইনফোর্সমেন্ট কংক্রিট বিমে লোড অর্পণের ফলে কত প্রকারের ব্যর্থ হতে পারে?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: রিইনফোর্সমেন্ট কংক্রিট বিমে লোড অর্পণের ফলে দুইভাবে ব্যার্থ হতে পারে- (i) টানজনিত ব্যর্থতা (ii) চাপজনিত ব্যর্থতা।