EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
26981. চতুর্থ LDC সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে?
ব্রাসেলস
ইস্তাম্বুল
তেহরান
নয়াদিল্লী
ব্যাখ্যা: তথ্য: ১৩ মে ২০১১ তুরস্কেও রাজধানী ইত্তাম্বুলে জাতিসংঘের চতুর্থ LDC সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপক দরিদ্রতা, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবসম্পদের কাঠামোগত দুর্বলতার উপর ভিত্তি কওে কিছু দেশকে ১০০ নামক শ্রেণীতে অন্তভূক্ত করে। এই ১৪৩০ দেশসমূহের প্রথম সম্মেলন ১৯৮১ সালে প্যারিসে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়টিও প্যারিসে অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। তৃতীয় সম্মেলন ২০০১ সালে বেলজিয়ামের ক্রাসেলসে অনুষ্টিত হয়। চতুর্থ সম্মেলন ২০০১ সালের সম্মেলনে গৃহীত বিভিন্ন কর্মসুচীর অগ্রগতি এবং ১৯০ অন্তর্ভুক্ত দেশসমূহের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বর্তমান ১৩৬ ভুক্ত দেশ ৪৮টি।
26982. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা কত তম প্রেসিডেন্ট?
৪২ তম
৪৪ তম
৪৩ তম
৪৫ তম
ব্যাখ্যা: তথ্য: বারাক হুসেইন ওবামা ২ (জন্ম ৪ঠা আগস্ট, ১৯৬১) একজন অ্যামেরিকান রাজনীতিবিদ এবং আইনজীবী যিনি ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
26983. কক্ষের গোপনীয়তা রক্ষা করে আলো-বাতাস নিয়ন্ত্রণ করা যায় কোনটি দিয়ে?
লুভার্ড ডোর
কলাপসিবল ডোর
রিভোলভিং
স্লাইডিং
ব্যাখ্যা: কক্ষের মধ্যে একই সঙ্গে বায়ু চলাচল ও গোপনীয়তা রক্ষা করার জন্য যে ডোর ব্যবহার করা হয়, তাকে লুভার্ড ডোর বলে।
26984. ভাইব্রেটর কোনটি?
টিলটিং মিক্সচার মেশিন
হ্যান্ড কম্পাকশন
সারফেস টেবিল
ভাইব্রেটর টেবিল
ব্যাখ্যা: টিলটিং মিক্সচার মেশিন কংক্রিট মিশ্রণের জন্য ব্যবহৃত একটি মিক্সচার মেশিন।
26985. বাংলাদেশের কোন সেক্টরটি কেবলমাত্র নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল?
৯ নং
১১ নং
১০ নং
১২ নং
ব্যাখ্যা: তথ্য: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন ১০ নং সেক্টও কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল। এ সেক্টও গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সের প্রশিক্ষণ প্রাপ্ত পাকিস্তান নৌ বাহিনীর আটজন বাঙ্গালি নৌ কমান্ডার। এ সেক্টরে কোন কমান্ডার ছিলনা।
26986. সিঁড়ির হাতলের উচ্চতা কত?
২'-৬"
8′-0"
৩'-০"
৩'-৬"
ব্যাখ্যা: সিঁড়ির হাতলের উচ্চতা সাধারণত ৩৪" হতে ৩৮"-এর মধ্য রাখা হয়। হাতলের উচ্চতা Stair nose হতে Railing top পর্যন্ত হিসাব করা হয়।
26987. পড়ার টেবিলের উচ্চতা কত?
৩'-৬"
৩'-০"
২'-৬"
8'-0"
ব্যাখ্যা: পড়ার টেবিলের উচ্চতা সাধারণত ২৬" হতে ৩০" এর মধ্যে রাখা হয়।
26988. নিচের কোনটি অপারেটিং সিস্টেম?
ROM
RAM
XP professionals
Spreadsheet
ব্যাখ্যা: তথ্য: ROM (Read Only Memory) হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি। কারণ কম্পিউটার বন্ধ করলে বা বিদ্যুৎ চলে গেলেও এর সব তথ্য অপরিবর্তিত থাকে। অর্থ্যাৎ এতে সংরক্ষিত তথ্যের কোনো পরিবর্তন, সংশোধন বা পরিবর্ধন করা যায় না। অপরদিকে RAM (Random Access memory) হচ্ছে কম্পিউটারের অস্থায়ী তথ্যভান্ডার। কারন বিদ্যুৎ চলে যাওয়া বা কম্পিউটার বন্ধ করার সাথে এ স্মৃতিভান্ডার মুছে যায়। Spreadsheet হচ্ছে একটি ডাটা এন্টি প্রোগ্রাম। আর XP professionals হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম। এরুপ আরো কয়েকটি অপারেটিং সিস্টেম হলো: MSDOS, PC DOS, MS EINDOWS 95/98/2000, XENISM LINUX. ইত্যাদি।
26989. কংক্রিট ঢালাই কাজে ওয়াটার সিমেন্ট (Water-cement) অনুপাত বেশি হলে কী ঘটবে?
দ্রুত জমাট বাঁধবে
শক্তি (Strength) কম হবে
স্থায়িত্ব (Durability) বাড়বে
শক্তি (Strength) বেশি হবে
ব্যাখ্যা: ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে কংক্রিটের শক্তি কমে যায় কিন্তু কংক্রিটের কার্যোপযোগিতা বৃদ্ধি পায়।
26990. ১০ নং ডাউনিং স্ট্রীট কি?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর বাসভবন
ফরাসি প্রেসিডেন্ট এর বাসভবন
বিট্রিস প্রধানমন্ত্রীর এর বাসভবন
রাশিয়ান প্রসিডেন্ট এর বাসভবন
ব্যাখ্যা: তথ্য: বিট্রিস প্রধানমন্ত্রীর এর বাসভবনের নাম ১০নং ডাউনিং স্ট্রাট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম হোয়াইট হাউজ। ফরাসি প্রেসিডেন্ট এর বাসভবনের নাম এলিসি প্রসাদ। রাশিয়ান প্রসিডেন্ট এর বাসভবনের নাম ক্রেমলিন।
26991. সাধারণত ভবনের আকৃতি কেমন হয়ে থাকে
গোলাকার
বর্গাকার
কোনিকাল
চতুর্ভুজ
ব্যাখ্যা: আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার নানা ধরনের জ্যামিতিক আকারে ভবন নির্মাণ করা হয়। তবে স্ট্রাকচারাল ও আর্কিটেকচারাল ফাংশনকেন্দ্রীক বিভিন্ন সুবিধার জন্য বর্গাকার ভবন বেশি জনপ্রিয়।
26992. একটি Office building-এ প্রবেশের পর কী দেখতে চান?
লবি
লিফ্ট
লাউঞ্জ
রিসিপশন
26993. নিচের কোনটি লোড বিয়ারিং ওয়াল হিসেবে বিবেচিত হয়?
৫ ইঞ্চি গাঁথুনি
৩ ইঞ্চি গাঁথুনি
১০ ইঞ্চি গাঁথুনি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ৫ ইঞ্চি ও ৩ ইঞ্চি ওয়াল শুধু পার্টিশন ওয়াল হিসেবে ব্যবহার করা হয়। ১০ ইঞ্চি ওয়াল লোড বিয়ারিং ওয়াল হিসেবে নির্মাণ করা হয়।
26994. কোনটি ইনপুট ডিভাইজ নয়?
প্রিন্টার
স্ক্যানার
কী-বোর্ড
মাউস
ব্যাখ্যা: তথ্য: ক্যামেরা, কী-বোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, বিভিন্ন ধরনের সেন্সর, টাচ স্কিন ইত্যাদি হচ্ছে ইনপুট ডিভাইস। আউটপুট হচ্ছে কম্পিউটার অথবা মোবাইল ফোনের পর্দায় যেটা প্রর্দশিত হয় Monitor; Printer; Audio; Speakers; Headphones ইত্যাদি আউটপুট ডিভাইস।
26995. সাধারণ Apartment floor-এর উচ্চতা কত?
১২'
১১'
১০'
৮'-৬"
ব্যাখ্যা: বিংশ শতাব্দীর শেষদিক হতে জমির দাম এবং জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় সাধারণত Apartment Floor-এর উচ্চতা (বসতবাড়ি) ৯'-১০' রাখা হয়। তবে বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল ভবনে এটি আরো বেশি হতে পারে।
26996. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় কত সালে?
২ ডিসেম্বর ১৯৯৫
২ ডিসেম্বর ১৯৯৭
২ডিসেম্বর ১৯৯৬
২ ডিসেম্বর ১৯৯৮
ব্যাখ্যা: তথ্য: পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর এই স্বাক্ষর করেছিল।
26997. কোন গ্রহের একটিও উপগ্রহ নেই?
শুক্র
বৃহস্পতি
পৃথিবী
ইউরোনাস
ব্যাখ্যা: তথ্য: পৃথিবীর জমজ নামে পরিচিত শুত্রের কোনো উপগ্রহ নেই।
26998. বর্তমান বিশ্বের সর্ব্বোচ্চ টাওয়ার 'বুর্জ খলিফা' এর উচ্চতা কত?
৭০০ মিটার
৯০০ মিটার
৮২৮ মিটার
১০০০ মিটার
ব্যাখ্যা: তথ্য: বিশ্বের সর্ব্বোচ্চ স্থাপন বুর্জ খলিফা-এর উচ্চতা ৮২৯.৮ মিটার। স্থাপনাটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত। এর স্থপতি অদ্রিয়ান স্মিথ (যুক্তরাষ্ট)। উল্লেখ্য, বিশ্বের সর্বোচ্চ টাওয়ার জাপানের টোকিও স্কাইটিং উচ্চতা ৬৩৪ মিনিট। আর বুর্জ খলিফা হচ্ছে সর্বোচ্চ স্থাপনা।
26999. কংক্রিট দ্রুত বহন করতে ব্যবহার করা হয়
ক্রেন
ট্রাক
বেল্ট কনভেয়র
ট্রিপার
ব্যাখ্যা: কংক্রিটকে একস্থান হতে অন্যস্থানে বহন করার জন্য বেল্ট কনভেয়র দ্রুততম মাধ্যম। কারণ বৈদ্যুতিক মাধ্যমে বেল্টের মাধ্যমে কোনো জনবল ছাড়াই কংক্রিট স্থানান্তর করা যায়।
27000. 'মনের মানুষ' চলচ্চিত্রের পরিচালক কে?
সুভাষ দত্ত
গৌতম ঘোষ
নাসির উদ্দিন ইউসুফ
চাষী নজরুল ইসলাম
ব্যাখ্যা: তথ্য: মনের মানুষ গৌতম ঘোষ পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র।