EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4621. ১ হেক্টর সমান-
১০০০০ বর্গমিটার
১০০০ বর্গমিটার
১০০০০০ বর্গমিটার
১০০ বর্গমিটার
ব্যাখ্যা: ১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. 1 হেক্টর = 10000 বর্গমি. 2. 1 decimal = 435.6 sft. 3. 1 katha = 720 sft. 4. 1 inch = 2.54 cm. 5. Im = 3.28 ft.
4622. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল –
ভূমি × উচ্চতা
1/2 (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা)
½ × ভূমি × উচ্চতা
সামান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য উচ্চতা
ব্যাখ্যা: ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ½ × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা = ½ ×(a+b) x h = (a+b) x h/2
4623. M15 গ্রেড concrete mix ratio-
১:২:৪
১:১.৫:৩
১:৩:৬
১:১:২
ব্যাখ্যা: M₁s গ্রেড কংক্রিটের mix ration ১:২:৪। অর্থ্যাৎ M15 গ্রেড কংক্রিট ১ ভাগ সিমেন্ট, ২ ভাগ বালি ও ৪ ভাগ কংক্রিটের মিশ্রণে তৈরি করা হয়। উত্তর সহ কয়েকটি গুরুত্বপুন প্রশ্ন 1. M15 গ্রেড concrete এর mix ratio 1:2:4. 2. M20 grade concrete এর mix ratio - 1:1.5:3. 3. M25 grade concrete এর mix ratio 1:1:2. 4. M25 means - 25 N/mm^2.
4624. The unit of energy is SI I system is—
joule
watt
joule meter
joule/meter
ব্যাখ্যা: ব্যাখ্যা: The Sl unit of energy/work is the joule (J), named for English physicist James Prescott Joule.
4625. ৬-০ লম্বা C.I Sheet এর 1 bundle এর জন্য-
১২টি C.I Sheet প্রয়োজন
১০টি C.I Sheet প্রয়োজন
৭টি C.1 Sheet প্রয়োজন
৮টি C.I Sheet প্রয়োজন
ব্যাখ্যা: উত্তর সহ কয়েকটি গুরুত্বপূন প্রশ্ন 1. 6' লম্বা CI sheet এর 1 bundle এর জন্য 12 টি CI sheet এর প্রয়োজন। 2. 2.2 m লম্বা CI sheet এর 1 bundle এর জন্য 10 টি CI sheet এর প্রয়োজন। 3. 2.50 m লম্বা CI sheet এর 1 bundle এর জন্য 9 টি CI sheet এর প্রয়োজন। 4. 2.80 m লম্বা CI sheet এর 1 bundle এর জন্য ৪ টি CI sheet এর প্রয়োজন। 5. 3.2 m লম্বা CI sheet এর 1 bundle এর জন্য 7 টি CI sheet এর প্রয়োজন।
4626. 9*1/2×4*1/2× 2*3/8 সাইজের ইটে 100 ফুট এর জন্য ইট Edging প্রযোজন -
200টি
250টি
300টি
275টি
ব্যাখ্যা: ইটের প্রয়োজন= 100/ 4.5/12) = ২৬৭টি ≅ ২৭৫টি উত্তর সহ কয়েকটি গুরুত্বপুর্ন প্রশ্নে 1. 9.5"×4.5"×2.75" সাইজের ইটে 100 ft Edging এর জন্য ইট প্রয়োজন 267 টি। 2. এক বর্গমিটার জায়গায় এক স্তর ফ্লাট সোলিং এর জন্য কতটি ইটের প্রয়োজন -31. 3. এক বর্গমিটার জায়গায় হেরিংবোন বন্ডের জন্য কতটি ইটের প্রয়োজন - 52. 4. এক ঘনমিটার সিমেন্ট - 30 ব্যাগ। 5. এক ঘনফিট সিমেন্ট= ০.৪ ব্যাগ।
4627. ১০৬ অনুপাতে ১৫’-০" লম্বা, ৯’-০’ চওড়া ও ১০’’ পুরু একটি ইটের গাঁথুনি করতে প্রতি ঘনমিটার ৩০০০.০০ টাকা হিসাবে খরচ পড়বে-
৩,০০০.০০ টাকা
৯,৪১২.০০ টাকা
১০,৫০০.০০ টাকা
৯,০০০,০০ টাকা
ব্যাখ্যা: Note:- মোট আয়তন = 15/3.28 × 9 ×3.28 ×10/12 ×3.28 =3.19m³ 1 m³ গাঁথুনিতে খরচ হয় 3000 টাকা = 3.19m³ ‘’ ‘’ = 3000 x 3.19 = 9570 টাকা উত্তর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. 1:6 অনুপাতে 15×9×10" আকারের একটি brick masonry wall নির্মাণ করতে কত টাকা লাগবে (1 ঘনমিটার =3000 tk) - 9570 tk. 2. ইটের গাঁথুনি কাজে শুকনো মসলার পরিমাণ কত - 35%. 3. 1 cft ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন - 12. 4. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন - 410.
4628. ১:৩:৬ অনুপাতে ১০০ কনক্রীটে সিমেন্ট প্রয়োজন -
৯ ব্যাগ
১২ ব্যাগ
১০ ব্যাগ
১১ ব্যাগ
ব্যাখ্যা: অনুপাত ১:৩:৬ ⇒ সিমেন্ট:বালু: এগ্রিগেট ⇒ সিমেন্ট=১০০×১.৫ x ১/ ১+৩+ ৬ = ১৫ Cft ⇒ ১৫/ ১.২৫ ⇒১২ ব্যাগ উত্তর সহ কয়েকটি অনুরুপ ভেরুত্বপূর্ণ প্রশ্ন 1. ১:৩:৬ অনুপাতে ১০০ cft কংক্রিটে সিমেন্ট প্রয়োজন -১২ ব্যাগ। 2. 1 ঘনফুট cement কত bags- 0.8 bags. 3. 1 ঘনমিটার cement কত bags 30 bags. 4. Dry mortar এর পরিমাণ wet mortar এর কত গুণ - 1.5. 5. । ঘনমিটার খোয়ার জন্য কতটি ইটের প্রয়োজন 320 nos. 6. 1 ঘনফুট খোয়ার জন্য কতটি ইটের প্রয়োজন 9 nos.
4629. 1: 2: 4 অনুপাতে 200cft কংক্রিটের জন্য coarse aggregate এর পরিমান আনুমানিক কত?
170 cft
100 cfl
200 cft
136 cft
ব্যাখ্যা: Concrete Volume 200×(1.5) shrinkage factor 300 cft Ratio of cement: sand: coarse aggregate ⇒1:2:4 coarse aggregate = 300 x 1/7 = 171.42cft = 171 cft উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূণ প্রশ্ন 1. 1:2:4 অনুপাতে 200 cft কংক্রিটের জন্য coarse aggregate এর পরিমাণ আনুমানিক কত- 170 cft. 2. 7:2:2 অনুপাতে জলছাদ তৈরির জন্য 10 ঘনমিটার কাজে চুনের পরিমাণ কত- 2.73 m^3. 3. 1:4 অনুপাতে 10 mm পুরু সিমেন্ট প্লাস্টার করতে 10 বর্গমিটার এ কত ব্যাগ সিমেন্ট লাগবে 0.9 bag. 4. ১:৩:৬ এর মিশ্রিণ অনুপাতে ১০০ cft RCC ছাদের ঢালাইলেয় জন্য সিমেন্ট প্রয়োজন 12 bag 5. 1 ঘনমিটার ইটের গাঁথুনির (1:6) কাজে কত ব্যাগ সিমেন্ট লাগবে 1.5 bags. 6. 100 cft ভেজা কংক্রিটের জন্য কত পশুর শুকনা কংক্রিটের প্রয়োজন?- 150 cft.
4631. ৬০০ মিমি ডায়া ও ৩০ মিটার দীর্ঘ একটি কাষ্ট ইন সিটু পাইল ১:১.৫:৩ অনুপাতে ঢালাই করতে সিমেন্ট প্রয়োজন-
৬৬ ব্যাগ
৬০ ব্যাগ
৭৫ ব্যাগ
৫০ ব্যাগ
ব্যাখ্যা: ভেজা আয়তন = π/ 4 (0.6)2 x 30 = 8.48m³ শুষ্ক আয়তন = 8.48 x 1.5 = 12.72m³ সিমেন্ট = 12.72×1/5.5 x 30 = 70 ব্যাগ অন্তর সহ কয়েকটি অনুরুপ শুরু হলুন প্রশা 1. 600 mm dia ও 30 m দীর্ঘ একটি cast in situ pile 1:1.5:3 অনুপাতে ঢালাই করতে সিমেন্ট প্রয়োজন 70 bags. 2. 1 bag cement এর আয়তন কত 0.035 m^3. 3. 1 m^3 cement 30 bags. 4. 1 m^3 steel = 7850 Kg.
4632. ১০০ বর্গফুট HBB- এর জন্য ইটের প্রয়োজন বিষয়ক মন্ত্রণালয় -
৬০০টি
৫০০টি
৪৫০টি
৫৫০টি
ব্যাখ্যা: নোট Note:- HBB-এর জন্য ইটের প্রয়োজন = 100 /(10/12) x (2/12) = 480টি। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুন প্রশ্নে 1. 100 sft জায়গায় HBB করতে ইটের প্রয়োজন - 480. 2. 1 বর্গমিটার জায়গায় HBB করতে কতটি ইটের প্রয়োজন - 52. 3. HBB means - Herring Bone Bond. 4. 1 বর্গমিটার জায়গায় এক স্তর সোলিং করতে কতটি ইটের প্রয়োজন - 31.
4633. Which of the following is the extensive property of a thermodynamic system?
pressure
temperature
volume
density
ব্যাখ্যা: ব্যাখ্যা: By contrast, an extensive property of a systent does depend on the system size or the amount of material in the system According to the definitions, density, pressure and temperature are intensive porperties and volume, internal energy are extensive properties.
4634. Tie hook এর কোণ -
135°
90°
120°
180°
ব্যাখ্যা: টাই এর বেন্ড ১৩৫° উত্তর সহ কয়েকটি গুরুত্বলুন প্রশ্ন 1. Tie hook এর কোণ 135°. 2. Concrete এর মধ্যে স্টিল বার স্থাপনের কৌশলকে কী বলে - অ্যাংকোরেজ। 3. সাপোর্টে রডের প্রবেশ করানোর পরিমাণ ন্যূনতম কত - 15 cm. 4. 180° ছকে বাঁকের ব্যাসার্ধ কত - 2.5D to 4D.
4635. Total core loss is also called as-
AD current loss
hysteresis loss
magnetic loss
copper loss
ব্যাখ্যা: ব্যাখ্যা: As iron loss is proportional to flux density or flux, it is also called magnetic loss. The total core loss or magnetic loss consists of eddy current loss and hysteresis loss.
4636. ১:১.৫:৩ অনুপাতের ২.৮ ঘনমিটার কনক্রিটে বালুর পরিমাণ-
৫৫ ঘনফুট
৪৫ ঘনফুট
৩০ ঘনফুট
৩৫ ঘনফুট
ব্যাখ্যা: Note:- মোট আয়তন =2.8×(3.28) ³=98.8ft³ শুষ্ক আয়তন = 98.8×1.5-14.2ft³ বালু-148.2×3 / 9= 49.4ft³ উত্তর সহ কয়েকটি গুরুত্বপুর্ণ প্রশ্ন 1. 1:3:5 অনুপাতের 2.8 ঘনমিটার কংক্রিটে বালির পরিমাণ কত- 49.4 ft. 2. 1:3:5 অনুপাতের 2.8 ঘনমিটার কংক্রিটে সিমেন্টের পরিমাণ কত- 14 bags. 3. 1:3:5 অনুপাতের 2.8 ঘনমিটার কংক্রিটে খোয়ার পরিমাণ কত- 2.33 m^3. 4. 1 ঘনমিটার খোয়ার জন্য ইটের প্রয়োজন - 320 টি।
4637. W/C এর অনুপাত ০.৪৫, ১ ব্যাগ সিমেন্টে পানির প্রয়োজন
২০.০ লিটার
৩০.০ লিটার
২২.৫ লিটার
কোনোটিই নয়
ব্যাখ্যা: 0.80 = পানি /50 পানি = ২২.৫ লিটার। উত্তর অহ কয়েকটি অনুরুদ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. W/C এর অনুপাত 0.45, 1 bag Cement এ পানির প্রয়োজন 22.5 litre. 2. Concrete এর শক্তিকে প্রভাবিত করে কোনটি W/C ratio. 3. W/C means - Water / Cement. 4. 1 gallon = 10 lb.
4638. BNBC নির্দেশনা করে- BING-SAE-
Minimum requirement
Maximum requirement
Optimum requirement
কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) মূলত বিভিন্ন ধরনের কোড নির্দেশ করে থাকে। যে কোনো ধরনের Structure ডিজাইন করতে BNBC কোড বা বিধি মেনে করতে হয়। এতে Structure- এর সর্বোচ্চ Accuracy পাওয়া যায়। উত্তর সহ কয়েকটি শুরু হলুন প্রশ্ন 1. BNBC নির্দেশনা করে Maximum Requirement. 2. BNBC means Bangladesh National Building Code. 3. ACI means American Concrete Institute. 4. ASTM American Society for Testing and Materials.
4640. Maximum efficiency will occur when copper loss is---to iron loss.
greater than
equal to
less than
none
ব্যাখ্যা: ব্যাখ্যা: Condition for maximum efficiency is, copper loss iron loss or variable losses is equal to fixed losses.