EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4641. 100 cft ভেজা কংক্রিটের জন্য কত পভা শুকনা কংক্রিটের প্রয়োজন?
175 cft
166 cft
150 cft
125 cft
ব্যাখ্যা: কংক্রিটের ভেজা আয়তন= 100 cft কংক্রিটের শুকনা আয়তন= 100 × 1.5 = 150 cft অন্তর সব কয়েকটি অনুরুপ শুরু হলুন প্রশ্ন 1। বালির আয়তন স্ফীতিতে এর আয়তন বৃদ্ধি পায়- ২৫-৪০% ২। মিহি বালিতে ১০% পানি দিলে কত (%) আয়তন স্ফীতি হয়?- ৪০% ৩। বালিতে ৪% থেকে ৫% পানি থাকলে কত (%) আয়তন স্ফীতি হয়?- ২০% থেকে ২৫%-
4642. Patent ambiguity কী?
কন্ট্রাক্ট ডকুমেন্টের ভুল
প্লানিং এর তুল
সিডিউলের ভুল
কোনটিই নয়
4643. ১০০ ঘনফুট ইটের খোয়া প্রস্তুতিতে ইটের প্রয়োজন-
৮৫০টি
৮০০টি
৭০০টি
৭৫০টি
ব্যাখ্যা: Note:- ১ ঘনফুটে ইটের প্রয়োজন ৯-৯টি। * ১০০ ঘনফুট ইট প্রয়োন ৯০০টি উত্তর সহ কয়েকটি গুরুত্বপুর্ণ প্রশ্ন 1. 100 ঘনফুট ইটের খোয়া প্রস্তুতিতে ইটের প্রয়োজন – 900 টি। 2. 1cft ইটের খোয়া তৈরিতে ইটের প্রয়োজন - ৭ টি। 3. 1 m^3 ইটের গাঁথুনিতে প্রচলিত ইটের প্রয়োজন - 410 টি। 4. 1 m^3 ইটের গাঁথুনিতে মডুলার ইটের প্রয়োজন - 500 টি। 5. 1 m^3 খোয়া তৈরিতে ইটের প্রয়োজন 320 টি।
4644. 5" পুরু Brick Work এর জন্য Cement-Sand mortar- এর অনুপাত-AE -
1:2
1:4
1:6
1:8
ব্যাখ্যা: 5" Brick গাঁথুনিতে 1:4 অনুপাতে মশলা তৈরি করা হয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুন প্রশ্ন 1. 5" পুরু Brick work এর জন্য Cement Sand Mortar এর অনুপাত কত- 14. 2. গাঁধুনির কাজে শুকনো মসনার আয়তন মোট কাজের কত ভাগ- ৩৫%, 3. 10" পুরু Brick work এর জন্য Cement sand mortar এর অনুপাত কত- 1:6. 4. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন 410 টি। 5. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি মডুলার ইটের প্রয়োজন 500 টি। 6. 1 বর্গমিটার জায়গায় one layer brick flat soling এর জন্য কতটি ইটের প্রয়োজন 31 টি। 7. 1 বর্গমিটার জায়গায় One layer Herring Bone Bond এর জন্য কতটি ইটের প্রয়োজন 52 টি।
4647. Calculate given the overall thickness is 500 mm and thickness of wearing coarse is 80 mm (x is 3.6m)? (সামগ্রিক বেধ ৫০০ মিমি এবং ওয়ারিং কোর্সের পুরুত্ব ৮০ মিমি হলে রাস্তা এবং হাইওয়ের কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করুন)
4.76m.
34.8m
2.34m
1.45m
ব্যাখ্যা: overall thickness =500 mm and thickness of wearing coarse 80 mm, x is 3.6m Effective length of road (3.6+2(0.5+0.08))-4.76m.
4648. The point, through which the whole weight of the body acts is known as-
moment of inertia
center of gravity
center of percussion
center of mass
ব্যাখ্যা: ব্যাখ্যা: Centre of gravity: The point, through which the whole weight of the body acts, irrespective of its position, is known as centre of gravity. Moment of inertia: The moment of inertia of the cross- section of a body is its resistance to changes in its rotation. The moment of inertia is a measure of how resistant an object is to changes in its rotational motion.
4649. Transformer oil is used as--
an insulator
a cootant
both a & b
inert medium
ব্যাখ্যা: ব্যাখ্যা: Small transformers less than 25 kVA are naturally air cooled and insulation type. But in large transformers, transformer oil is used. It has two functions-1. Cooling and 2. Insulating It should contain high dielectric strength
4651. 1:2:4 অনুপাতে 100 ঘনফুট কংক্রিটে সিমেন্টের প্রয়োজন-
১০ ব্যাগ
১৮ ব্যাগ
১৫ ব্যাগ
২২ ব্যাগ
ব্যাখ্যা: ভেজা মসলা = 100 ft³ শুষ্ক মসলা = 100 × 1.5 = 150 ft³ অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭ cemant 150 × 1 × 0.4 7 = 18 bags উত্তর সহ কয়েকটি অনুরুল হক হলুন প্রশ্ন 1. 1:2:4 অনুপাতে 100 ঘনফুট কংক্রিটে সিমেন্টের প্রয়োজন - 18 bags. 2. 1:2:4 অনুপাতে 100 ঘনফুট কংক্রিটে বালির প্রয়োজন 43 cft. 3. 1:2:4 অনুপাতে 100 ঘনফুট কংক্রিটে ইটের প্রয়োজন- 1029 nos. 4. 1 cft সিমেন্ট কত ব্যাগ 0.8 bag. 5. 1 cft concrete এ ইট লাগে 12 nos.
4653. 10×20 বর্গইঞ্চি বিমের সর্বনিম্ন রেডিয়াস অব জাইরেশন কত?
3.89 In
5.77 In
6.33 In
4.25 In
4654. The constants losses in transformer are-
copper loss
hysteresis loss
eddy current loss
both b & c
ব্যাখ্যা: ব্যাখ্যা: Eddy current loss and hysteresis loss are almost independent of load, significantly depending on supply voltage and frequency. As the flux density or flux is constant for a given voltage and frequency, eddy current loss and hysteresis loss remain constant at any load. Therefore, these losses are called constant losses. Copper loss varies as the square of load current and called variable loss.
4655. কোনটি প্রজেন্টকে সংজ্ঞায়িত করার জন্য যথার্থ নির্ধারক বৈশিষ্ট নয়?
সুযোগ
সময়
বাজেট
সহিষপ্ততা
4656. The rate of charge of displacement of a body is called--
velocity
acceleration
momentum
none
ব্যাখ্যা: ব্যাখ্যা: Velocity: The rate of change of displacement of an object (displacement over elapsed time) is velocity. Velocity is a vector since it has both magnitude (called speed) and direction. Like velocity, acceleration is a vector and has both magnitude and direction.
4658. Damp Proof Course (DPC) মাপের একক-
m
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: বাতাসের বা মাটির মধ্যে পানিকণা যাতে দালান বা কোনো কাঠামোতে প্রবেশ করতে না পারে, তার ব্যবস্থা করাকে আর্দ্রতা প্রতিরোধক বলে। উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপুর্ন প্রশ্ন 5. ফ্লোরে damp প্রতিরোধে ব্যবহার করা হয় DPC. 6. DPC means Damp Proof Course. 7. For DPC at plinth level, which grade of concrete is used - M15. 8. If the soil is dry, DPC for ground floor consists of the layer of Coarse sand.
4659. কার্যসম্পাদন জামানতের পরিমাণ চুক্তিমূল্যের কত?
২%
৫%
১০%
১৫%
ব্যাখ্যা: নিদিষ্ট সময়ে যদি ঠিকাদার কোনো কার্য সমাপ্ত করতে না পারে তবে কর্তৃপক্ষ যে পরিমান কাজ বাকি আছে তার উপর জরিমানা ধার্য করতে পারে। জরিমানার পরিমাণ মোট চুক্তির ১০% হতে পারে। এজন্য কার্যসম্পাদনে জামানতের পরিমাণ চুক্তিমূল্যের ১০% পরিমান। ✓ কার্যসম্পাদন জামানতের পরিমাণ চুক্তিমূল্যের কত - ১০%
4660. উৎপাদনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়ে Output I inputs এর অনুপাতকে বলে-
Productivity
Efficiency
Production rate
Effectiveness