4644. 5" পুরু Brick Work এর জন্য Cement-Sand mortar- এর অনুপাত-AE -
ব্যাখ্যা: 5" Brick গাঁথুনিতে 1:4 অনুপাতে মশলা তৈরি করা হয়।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুন প্রশ্ন
1. 5" পুরু Brick work এর জন্য Cement Sand Mortar এর অনুপাত কত- 14.
2. গাঁধুনির কাজে শুকনো মসনার আয়তন মোট কাজের কত ভাগ- ৩৫%,
3. 10" পুরু Brick work এর জন্য Cement sand mortar এর অনুপাত কত- 1:6.
4. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন 410 টি।
5. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি মডুলার ইটের প্রয়োজন 500 টি।
6. 1 বর্গমিটার জায়গায় one layer brick flat soling এর জন্য কতটি ইটের প্রয়োজন 31 টি।
7. 1 বর্গমিটার জায়গায় One layer Herring Bone Bond এর জন্য কতটি ইটের প্রয়োজন 52 টি।