EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
10361. 'এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করে যে'- কথাটিকে এক কথায় প্রকাশ কর।
যাযাবর
পর্যটক
পথিক
অভিযাত্রী
10362. The doctor who treats kidney patients is called a/an:
pathologist
neurologist
nephrologists
cardiologist
10363. এক কথায় প্রকাশ করুন: পাঁচ সেরের সমাহার'-
পরিমেয়
পশুরী
চতুরঙ্গ
পৌরুষ
10364. A person in charge of a museum is a--
Librarian
Janitor
Palmist
Curator
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি শব্দের মধ্যে (ক) Librarian অর্থ গ্রন্থাগারিক, যার কাজ গ্রন্থাগার রক্ষণাবেক্ষণ করা; (খ) Janitor অর্থ দারোয়ান, যার কাজ কোনো ভবন বা কার্যালয়ের নিরাপত্তা বিধান করা; (গ) Palmist অর্থ হস্তরেখাবিদ, যার কাজ মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়া এবং (ঘ) Curator অর্থ জাদুঘর রক্ষক। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
10365. 'Lingua france' refers to-
Second language
first language
foreign language
common language
ব্যাখ্যা: Hints: Lingua France বলে কোনো přinese পাওয়া যায় না। তবে সেটি Lingua Franca হলে তার অর্থ সাধারণ ভাষা বা common language
10366. The word 'misogynist' means-
one who hates women
one who loves women
one who kills women
one who praises women
10367. 'A mental illness in which somebody has a strong desire, which they cannot control to steal things' is expressed by-
Insomnia
Kleptomania
anemia
amnesia
ব্যাখ্যা: Hints: Insomnia-wakefulness (নিদ্রাহীনতা), Kleptomania- Habit of stealing things (চুরির অভ্যাস), Anemia- Deficiency of blood (রক্তস্বল্পতা), Amnesia-Loss of memory (স্মৃতি হারানো), সঠিক উত্তর (খ)।
10368. The man who follows his nose actually follows his-
passion
rationality
instinct
memory
10369. Rain sounds is called-
Rustle
ticks
Patters
Jingle
ব্যাখ্যা: Hints: Jingle- ঝনঝন ধ্বনি বা ধাতব পদার্থের শব্দ; Ticks ঘড়ির টিকটিক শব্দ; Rastle- মর্মরঞ্চধ্বনি বা শুকনো পাতার শব্দ; Patters- চড়চড় ধানি বা বৃষ্টি পড়ার শব্দ। সুতরাং The name of the sounds of Rain is patters সঠিক উত্তর (ঘ)।
10370. যার জিহ্বা লকলক করে- এক কথায় কী বলে?
লেহ্য
লিপ্সা
লেলিহান
যুযুৎসু
10371. Choose the word closest to the meaning of the underlined word: The Patient needed an anodine for his strained nerves--
Alcohol
Opium
Medicine
Pain-killing balm
10372. Procession' is a --term.
bariking
mythological
religious
political
ব্যাখ্যা: Hints: Procession অর্থ মিছিল/শোভাযাত্রা। এটি একটি religious term।
10373. Which of the following is close to 'archipelago in meaning--
A group of archives
A group of islands
Archeological sites
Arch of a building
ব্যাখ্যা: Hints: Archipelago (দ্বীপপুঞ্জ)-এর সাথে ঘনিষ্ঠ সম্পর্কিত শব্দটি হলো a group of ishinds (বীপের দল বা দ্বীপপুঞ্জ)।
10374. Quorum' fits best with the meaning--
required number
allowed number
number
additional number
ব্যাখ্যা: Hints: Quorum একটি বিশেষায়িত Term। কোনো meeting বা অন্য কিছু অনুষ্ঠিত হওয়ার জন্য সর্বনিম্ন যে সংখ্যক লোক প্রয়োজন হয় তাকে Quorum বলে। উদাহরণস্বরূপ, বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার Quorum সংখ্যা ৬০ অর্থাৎ কমপক্ষে ৬০ জন সংসদ সদস্য উপস্থিত না হলে অধিবেশন শুরু হবে না। সঠিক উত্তর (ক)।
10375. One who is a specialist in heart and its diseases is called-
a pharmacologist
an ophthalmologist
a cardiologist
a neurologist
ব্যাখ্যা: Hints: হার্ট এবং এর রোগগুলোতে বিজ্ঞ ব্যক্তিকে বলা হয় cardiologist (হৃদরোগ বিশেষজ্ঞ)।
10376. 'যা লাফিয়ে চলে'- এক কথায় বলে-
উল্লম্ফ
লাফবাজ
দড়াবাজ
প্লবগ
10377. The word 'blasphemy' is related to-
appreciation of God and religion
Islam
lack of respect to God and religion
Buddhism
10378. কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া?
Narrow Gauge
Broad Gauge
Mitre Gause
Mix Gauge
ব্যাখ্যা: রেলপথের চওড়াগুলো হলো- ব্রডগেজ- ১৬৭৬ মিমি ২। মিটারগেজ- ১০০০ মিমি ৩। ন্যারোগেজ- ৭৬২ মিমি
10379. Panacea means--
fresh
cure-all
disease
problem
ব্যাখ্যা: Hints: Panacan অর্থ সব ধরনের নিরাময়কারী ওষুধ, সব ধরনের সংকট মোচনের উপায়
10380. Lachrymose nature' means--
Lethargic
Prone to anger
Prone to tear
Energetic