10331. Liquid limit নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: ব্যাখ্যা: সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায়, ঐ পরিমাণ পানি মাত্রাকে ঐ মৃত্তিকার তারল্য সীমা বলা হয়। লিকুইড লিমিট বা তারল্য সীমা Casagrande apparatus দ্বারা নির্ণয় করা হয়।