Image
MCQ
10304. একটি cantilever beam-এ যদি shear force parabolic loading থাকে তাহলে তার diagram হবে-
linear
cubic
quadratic
uniform
10306. Concrete-এর Workability কার সমানুপাতিক?
Agg-cement ratio
Agg grading
প্রস্তুতির সময়
সবগুলো
10308. Pitot tube দ্বারা কী পরিমাপ করা হয়?
চাপ
গতিবেগ
প্রবাহ
তাপমাত্রা
10310. কষ্টে লাভ হয় যা-
দুর্লভ
সুলভ
দুর্লভ্য
দূর্লভ
10311. 'যা উচ্চারণ করা যায় না' এর এক কথায় প্রকাশ কী হবে?
দুরুচ্চার্য
দুরপনেয়
অবরোদ্ধ
অনুচ্চার্য
10314. জন্মহীন-মৃত্যুহীন-
আমৃত্যু
অজ
অজেয়
অয
10315. একটি নমুনা মৃত্তিকার জলীয়াংশের শতকরা হার = 45%, GS = 2.90 হলে নমুনাটির ভয়েড রেশিও কত?
0
1.305
1.0305
2.032
10316. একটি Drainage basin-এর দূরতম বিন্দু থেকে Drain outlet-এ পানি প্রবাহের জন্য যে সময় লাগে, তাকে কী বলে?
Time of dilution
Time of concentration
Critical time
কোনোটিই নয়
10317. 3% sulphur-যুক্ত কয়লা 1kg/sec হারে পোড়ানো হচ্ছে। বার্ষিক sulphur নিঃসরণ কত?
1.8 × 10^6 kg/year
1.8×10 kg/year
1.8 kg/year
180 kg/year
10318. 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ' এক কথায় কি হবে?
দুর্গম
অরণ্য জনপদ
বিপদসংকুল
শ্বাপদসংকুল