10711. ক্যান্সার রোগের কারণ কী?
কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে। ভাইরাসের দুটি জীন ই, ও ই, পোষকদেহে জীনের সাথে একীভূত হয়। ফলে কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ করে দেয়। ফলে কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়।