MCQ
10701. কোনটি বায়ুদূষক?
CO₂
NO
CH
SO₂
10702. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?
ক্রেয়নকে ঘনীভূত করা
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ফ্রেয়নকে ঠান্ডা করা
10703. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন্ ধাতু দিয়ে তৈরি?
সংকর
টাংস্টেন
সিসা
তামা
10704. সিনেমা স্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তল
অবতল
জুম
সিলিন্ড্রিক্যাল
10705. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কী দিয়ে তৈরি হয়?
এলইডি
আইসি
এলসিডি
সিলিকন চিপ
10706. ক্যান্সার রোগের কারণ কী?
কোষের অস্বাভাবিক মৃত্যু
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
উল্লিখিত সবগুলোই
10707. BOD কোন তাপমাত্রায় পরিমাপ করা হয়?
0°C
15°C
20°C
25°C
10708. Turbidity পানির কোনটি পরিমাপ করে?
Acidity
Color
Alkalinity
কোনোটিই নয়
10709. Column-এর ক্ষেত্রে কতটুকু Clear cover দিতে হয়?
< bar dia
≯ bar dia
≯ bar dia অথবা ≯ 40 mm
40 mm
10710. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
কম হয়
বেশি হয়
একই হয়
খুব কম হয়
10711. একটি one-way slab-এর long এবং short span এর অনুপাত কত হয়?
< 1
1-1.5
1.5-2
> 2
10712. Blue baby syndrome হয় খাবার পানিতে কোনটির আধিক্যের জন্য?
CI
O₂
NO
SO
10713. পানি ফুটিয়ে কোন Hardness দূর করা যায়?
CaCl₂
CaSO
MgSO.
Ca(HCO3)2
10714. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
ওয়াট আওয়ারে
ভোল্টে
ওয়াটে
কিলোওয়াট আওয়ারে
10715. WHO Guideline অনুযায়ী খাবার পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মানমাত্রা কত?
5ppb
50ppb
10ppb
20pph
10716. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
ম্যাগনেশিয়াম
পটাশিয়াম
জিংক
10717. কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে?
বিমান ইঞ্জিনে
রকেট ইঞ্জিনে
ডিজেল ইঞ্জিনে
পেট্রোল ইঞ্জিনে
10718. Water content = 15%, Sp. gravity = 2.5, void ratio = 0.5, Degree of Saturation = ?
50%
75%
60%
৪০%
10719. কুইক লাইম কোনটি?
CaO
CaCO,
Ca(HCO3)2
Al₂ (SO₂)
10720. পানির Acidity কোনটির কারণে হয়?
HCO,
O
CO₂
OH