Image
MCQ
10821. 'চোখের বালি' উপন্যাসটি কার রচনা?
প্রমথ চৌধুরী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
10822. 'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
গল্প গ্রন্থ
কবিতা
নাটক
পত্রোপন্যাস
10823. কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাটক?
ডাকঘর
শর্মিষ্ঠা
রাজা
বিসর্জন
10824. 'চিলেকোঠার সেপাই' উপন্যাসের ঔপন্যাসিক কে?
সেলিনা হোসেন
আখতারুজ্জামান ইলিয়াস
রশীদ করীম
হুমায়ূন আহমেদ
10826. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
১৩টি
৪৯টি
১১টি
৩৯টি
10827. 'বিদ্রোহী' কবিতা কার রচনা?
কাজী নজরুল ইসলাম
মোহিতলাল মজুমদার
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
10828. 'মনমাঝি' কোন সমাসের উদাহরণ?
বহুব্রীহি
নিত্য সমাস
দ্বিগু
রূপক কর্মধারয়
10829. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'- কার উক্তি?
চণ্ডীদাস
দ্বিজেন্দ্রলাল রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
কাজী নজরুল ইসলাম
10831. বাউল সম্রাট কাকে বলা হয়?
লালন শাহ্
হাছন রাজা
কানাই লাল শীল
শাহ্ আব্দুল করিম
10832. কারক কয় প্রকার?
পাঁচ প্রকার
ছয় প্রকার
তিন প্রকার
সাত প্রকার
10833. বাক্যের সমাপ্তি বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
কোলন
দাঁড়ি
হাইফেন
সেমিকোলন
10834. কোনটি জীবনানন্দ দাশের রচনা?
অগ্নিবীণা
ঝরাপালক
দোলনচাঁপা
পুবের হাওয়া
10835. 'ছায়া হরিণ' কাব্যগ্রন্থের কবি কে?
আহসান হাবীব
ফররুখ আহমদ
আবুল হোসেন
সৈয়দ আলী আহসান
10836. 'বিষাদ সিন্ধু' গ্রন্থটি কার রচনা?
বুদ্ধদেব বসু
আহসান হাবীব
ফররুখ আহমদ
মীর মশাররফ হোসেন
10837. 'ময়মনসিংহ গীতিকা' সংগ্রহ করেছিলেন?
আশুতোষ ভট্টাচার্য
ড. দীনেশচন্দ্র সেন
চন্দ্র কুমার দে
দক্ষিণারঞ্জন মিত্র
10838. নিচের কোন শব্দটি জাপানি ভাষার?
বাবা
আয়না
ডাক্তার
রিকশা
10839. 'যে আপনার রং লুকায়' তাকে এক কথায় বলে-
অদৃশ্য
ভূতপূর্ব
বর্ণচোরা
ফুলেল
10840. বাংলা সাহিত্যের মধ্যযুগের নিদর্শন নয় কোনটি?
মহাভারত
রামায়ণ
মঙ্গলকাব্য
চর্যাপদ