ব্যাখ্যা: ব্যাখ্যা: উনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে রচিত উপন্যাস 'চিলেকোঠার সেপাই' আখতারুজ্জামান ইলিয়াস রচিত। উপন্যাসটি ১৯৮৭ সালে প্রকাশিত। তেভাগা আন্দোলন নিয়ে তাঁর আরেকটি উপন্যাস 'খোয়াবনামা'।
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের রচনা। এটি ১৯২১ সালে প্রকাশিত। তাঁর অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী। তাঁর অন্যান্য কবিতা প্রলয়োল্লাস, মানুষ, কুলি মজুর ইত্যাদি।
10827. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'- কার উক্তি?
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'ঝরাপালক' কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ। তিনি তিমির হরণের কবি, রূপসী বাংলার কবি নামে পরিচিত। তাঁর কয়েকটি গ্রন্থ হলো- ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির।
ব্যাখ্যা: ব্যাখ্যা: চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটি ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাকার থেকে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। এতে ৫০টি পদ রয়েছে।
10839. বাক্যের সমাপ্তি বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?