ব্যাখ্যা: ব্যাখ্যা: কাঠের seasoning-এর আরো কিছু উদ্দেশ্য রয়েছে-
(ক) টিম্বারকে রংকরণের উপযোগী করা।
(খ) টিম্বারের শক্তি বৃদ্ধি করা।
(গ) টিম্বারের সংকোচন ও প্রসারণ দূর করা।
11244. একটি বিমের উপর Linearly distributed load থাকলে তার Shear Force Diagram-এর আকৃতি কীরূপ হবে?
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইউফ্রেটিস নদীর তীরে খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে ব্যাবিলনের সভ্যতায় সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর মাটি থেকে ৮০ ফুট উচ্চতায় নির্মাণ করেছিলেন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, যা ইরাকে অবস্থিত।
11251. একটি কক্ষের মেঝে ও ছাদের তলদেশে Staff reading যথাক্রমে 0.995m ও-3.04m। কক্ষের উচ্চতা কত?
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্লেন টেবিল জরিপ একটি লৈখিক জরিপ। প্লেন টেবিল জরিপে মাঠ পরীক্ষা এবং নকশায়ন একই সাথে করা হয়। জরিপকর মাঠে সরাসরি নকশায় অঙ্কিত তথ্যাদি যাচাই করে নিতে পারে।
ব্যাখ্যা: ব্যাখ্যা: আফ্রিকা মহাদেশের শীর্ষ উপনিবেশবাদ যুক্তরাজ্য। যেমন- লিবিয়া, ঘানা, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, মরিশাস প্রভৃতি দেশ ব্রিটেনের উপনিবেশ ছিল।
11260. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল?