EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
11661. 'মজলিস' কোন দেশের পার্লামেন্টের নাম?
ইরাক
ইরান
সৌদি আরব
কুয়েত
11662. বরিশালের প্রাচীন নাম কি?
সুধারাম
চন্দ্রদ্বীপ
হরিকেল
সমতট
11666. 'জাগ্রত বাংলাদেশ' কার রচনা?
আহমদ ছফা
আহমদ শরীফ
আশরাফ সিদ্দিকী
আবুল হোসেন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ স্বাধীনতা পরবর্তী সময়ের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ, জাতির শিক্ষক ও জাতির দর্পণ হিসেবে আহমদ ছফাকে অভিহিত করা হয়।
11668. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ আছে?
১৫৩
১৪৪
১৬৩
১৫৫
11669. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?
রংপুর
দিনাজপুর
সিলেট
কুড়িগ্রাম
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ দিনাজপুর জেলার পার্ববর্তীপুর উপজেলার চৌহাট্টি গ্রামে বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত এবং এটি ১৯৮৫ সালে আবিষ্কৃত হয়।
11670. ৬৫। Fill in the blank: He takes a lot of interest game.
for
in
at
with
ব্যাখ্যা: 'interest in' বলতে কোনো বিষয়ে আগ্রহী বুঝানো হয়। interest in game বলতে খেলাধুলার ব্যাপারে আগ্রহী বা ভালো লাগার বিষয় বর্ণনা করা হয়েছে।
11671. কম্পিউটারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোন যন্ত্র?
কী বোর্ড
মাদার বোর্ড
সিপিইউ
মাউস
11674. OIC (ইসলামী সম্মেলন সংস্থা) এর প্রধান কার্যালয় কোথায়?
তেহেরান
জেদ্দা
কায়রো
রিয়াদ
11675. মাদার অব হিউম্যানিটি কাকে বলা হয়?
মাদার তেরেসা
শেখ হাসিনা
ইন্দিরা গান্ধী
ইসাবেলা পেরেন
11676. জোয়ারের কত সময় পর ভাটা হয়?
৬ ঘন্টা ২৩ মি. পর
৬ ঘন্টা ১০ মি. পর
৬ ঘন্টা ১৫ মি. পর
৬ ঘন্টা ১৩ মি. পর
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ জোয়ারের ৬ ঘন্টা ১৩ মিনিট সময় পর ভাটার সৃষ্টি হয় এবং এক জোয়ার বা ভাটার পর আবার জোয়ার বা ভাটার সৃষ্টি হয় ১২ ঘণ্টা ২৬ মিনিট পর পর।
11677. টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে?
সুরমা
বরাক
কর্ণফুলী
শীতলক্ষ্যা
11678. পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে?
প্রশান্ত ও আটলান্টিক
প্রশান্ত ও ভারত
ভারত ও আটলান্টিক
কোনটিই না
11680. কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম কবে নির্মিত হয়?
২৩ ফেব্রুয়ারি ১৯৫২
২৭ ফেব্রুয়ারি ১৯৫২
২১ ফেব্রুয়ারি ১৯৫৪
২৩ জুন ১৯৫৬
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল অতিদ্রুত এবং নিতান্ত অপরিকল্পিতভাবে। ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্ররা ১৯৫২ খ্রিষ্টাব্দে ২৩ ফেব্রুয়ারী বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করেন।