EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
18561. Do you know? (জানো/জানেন আমি কে?)
who I am?
who am I?
who I was?
who I shall
18562. The correct antonym of 'spurious' is-
cautious
modest
fantastic
genuine
ব্যাখ্যা: Hints: Spurious (ভেজাল; মেকি) এর বিপরীত শব্দ হলো genuine (খাঁটি; ভেজালমুক্ত)। Cautious অর্থ সচেতন, fantastic অর্থ উদ্ভট আর modest অর্থ নয়; ভদ্র।
18563. The word 'Paradigm' means:
Proof
Parallel
Advice
Example
ব্যাখ্যা: Hints: Paradigm (দৃষ্টান্ত)-এর একই অর্থবোধক শব্দ হলো example (উদাহরণ)। Proof অর্থ প্রমাণ, parallel অর্থ সমান্তরাল আর advice অর্থ উপদেশ।
18564. The passive form of 'They have won the battle' is
The battle have won by them.
The battle had been won by them.
The battle was won by them.
The battle has been won by them.
ব্যাখ্যা: Present perfect tense-এর passive structure হলো obj এর subjective form + has been + verb + by + sub এর objective form.
18565. The synonym of the word 'Suffer' is
Sickness
Displeased
Undergo
Disappointed
ব্যাখ্যা: Hints: Suffer (ভোগা; ক্ষতিগ্রস্ত হওয়া)-এর সমার্থক শব্দ undergo (ভোগ করা; সওয়া)। অন্যদিকে sickness অর্থ অসুস্থতা, displeased অর্থ অসন্তুষ্ট, disappointed অর্থ দুঃখিত।
18566. Choose the correct passive form of 'All his students like him.'
He is liked by all his students
He was liked by all his students
He has been liked by all his students
He is being liked by all his students
ব্যাখ্যা: Present Indefinite tense-এর passive voice-এর structure: obj কে sub + am/is/are + verb-এর p.p + by + sub কে obj। সুতরাং সঠিক উত্তর (ক) He is liked by all his students.
18567. What is the antonym of 'latent'?
lurking
hidden
obvious
concealed
ব্যাখ্যা: Hints: Latent অর্থ লুকায়িত; গুপ্ত আর obvious অর্থ সুস্পষ্ট; পরিষ্কার। সুতরাং latent-এর বিপরীত শব্দ obvious। অন্যদিকে lurking অর্থ ওত পেতে থাকা অবস্থা, ludden অর্থ লুকায়িত আর concoiled অর্থ গোপনীয়; লুকায়িত।
18568. A synonym for 'compassion' is-
cruelty
yearning
heartlessness
indifference
ব্যাখ্যা: Hints: Compassion (করুণা, সমবেদনা; সাহায্য করার আকাঙ্ক্ষা) এর সমার্থক শব্দ হলো parning (আকুল আকাঙ্ক্ষা)। অন্যদিকে indifference অর্থ উদাসীনতা, cruelty অর্থ নিম্নবিতা আর heartlessness অর্থ হৃদয়হীনতা।
18569. Find out the antonym of 'Garrulous'.
A person who speaks less
Pleasant fragrance
Loud noise
Stable condition
ব্যাখ্যা: Hints: Garrulous (বাচাল; কথাপ্রিয়) এর বিপরীত শব্দ হলো a person who speaks less (যে ব্যক্তি কম কথা বলে)। অন্যদিকে pleasant fragrance অর্থ মনোরম গন্ধ, loud noise অর্থ উচ্চ কোলাহল আর stable condition অর্থ স্থির অবস্থা।
18571. The antonym of 'supernatural ' is:
genuine
take
false
ordinary
ব্যাখ্যা: Hints: Supernatural (অভিপ্রাকৃত, অলৌকিক)-এর বিপরীত শব্দ হলো ordinary (সাধারণ; গড়পড়তা)। Genuine অর্থ খাঁটি; প্রকৃত, fake অর্থ জাল আর false অর্থ মিথ্যা।
18572. Which is a synonym of the word incredible?
Impervious
Probable
Unspectacular
Inconceivable
ব্যাখ্যা: Hints: Incredible এবং inconcerouble শব্দদ্বয় সমার্থক কেননা mcredible অর্থ অবিশ্বাস্য; বিশ্বাস করা কঠিন আর intconcetoable অর্থ অচিন্তনীয়; অবিশ্বাস। Imperoous অর্থ অভেদ্য, probable অর্থ সম্ভাব্য এবং unspectacular অর্থ দর্শনীয় নয় এমন।
18573. Correct passive form of- 'I have to do it'.
It has to be done by me.
It is to be done by me.
Let it be done by me.
It has to be done to me.
ব্যাখ্যা: Sub + have to/has to + verb + ob যুক্ত বাক্যকে passive করতে structure হবে ob কে sub + have to/has to + be + verb-এর p.p + by + sub কে ০৮। সুতরাং সঠিক passive বাক্যে It has to be done by me.
18574. His comments provoked a barrage of criticism. Here 'a barrage' means:
a storm
a violence
a lot
a hatred
ব্যাখ্যা: Hints: A barrage of criticism অর্থ a lot of criticism। সুতরাং বাক্যে a barrage-এর অর্থ প্রকাশ পায় a lot দ্বারা।
18575. I'd like to know
why did he leave
why he left why did he left
why have he left
why did he left
18576. The correct synonym of 'mediocre' is-
average
industrious
ordinary
better
ব্যাখ্যা: Hints: Mediocre (খুব ভালো নয়; মাঝারি মানের) এর সমার্থক শব্দ হলো ordinary (সাধারণ)। অন্যদিকে arrage অর্থ গড়পড়তা, industrious অর্থ পরিশ্রমী এবং better অর্থ অধিক ভালো।
18577. Choose the closest opposite meaning. She is indeed human---
devilish
terrestrial
universal
divine
ব্যাখ্যা: Hints: Underline কৃত usord human (মনুষ্যোচিত গুণাবলি বিশিষ্ট; মানবোচিত) এর বিপরীত শব্দ devilish (শয়তানোচিত; অতিমন্দ)। Unicersal অর্থ বিশ্বজনীন, divine অর্থ স্বর্গীয় আর terrestrial অর্থ পৃথিবী সম্পর্কিত।
18578. I asked him(আমি তাকে জিজ্ঞেস করলাম তার নাম কি)
what is his name
what was his name
what his name is
what his name was
18579. 'He helped me do it'. The passive voice of the sentence is-
It was done by him to help me
I was helped by him to do it
It was helped me by him to do it
I was helped by him do it
ব্যাখ্যা: Help + object + verb-এর base form যুক্ত বাক্যের passive voice হবে object- কে subject + tense অনুযায়ী auxiliary verb-এর pp + by + subject-কে object + to + verb + বাকি অংশ। সুতরাং সঠিক উত্তর I was helped by him to do it.
18580. The synonym of the word 'Original' is-
amusing
artificial
true
accumulate
ব্যাখ্যা: Hints: Original (নবগঠিত; মৌলিক; নকল বা অনুকৃত নয় এমন) এর সমার্থক শব্দ true (সত্য)। অন্যদিকে anmising অর্থ চিত্তাকর্ষক, artificial অর্থ কৃত্রিম আর accummilate অর্থ জমা বা জমানো।