EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
18621. Select the word or phrase that is most closely opposite in meaning to the capitalized word. SPOIL----
blemish
improve
destroy
blight
ব্যাখ্যা: Hints: Spoil- ধ্বংস/নষ্ট করা। Option গুলোর মধ্যে blemish- কলঙ্ক/ত্রুটি, Improve- উন্নতি করা, destroy- ধ্বংস করা, blight- ক্ষয় করা। সুতরাং অর্থের দিক থেকে Spoil এবং Improve বিপরীতার্থক।
18622. Choose the synonymous words Submerge---
to walk on
to appear
to sink
to run
ব্যাখ্যা: Hints: Submerge (ডোবানো)- এর সমার্থক শব্দ sink (ডোবানো)।
18623. Choose the opposite words IMPRECISION--
accuracy
wrong
mistake
false
ব্যাখ্যা: Hints: Imprecision-(অযথার্থতা)- এর বিপরীত শব্দ হলো accuracy (যথার্থতা, নির্ভুলতা)। অন্য তিনটি শব্দের অর্থ হলো ভুল।
18624. Choose the opposite words MOISTURE---
dampness
defect
delicate
dryness
ব্যাখ্যা: Hints: Moisture অর্থ আর্দ্রতা; ভেজা ভেজা অবস্থা আর dryness অর্থ শুষ্কতা। সুতরাং moisture-এর বিপরীত শব্দ dryness। Delicate অর্থ সুকুমার, কোমল। আর defect অর্থ স্বদেশ বা স্বপক্ষ পরিত্যাগ করা, বশ্যতা অস্বীকার করা।
18625. Select the word or phrase that is most closely opposite in meaning to the capitalized word. INDIGENT---
inferior
subordinate
wealthy
insolvent
ব্যাখ্যা: Hints: Indigent- অভাবী। Option গুলোর মধ্যে inferior- নিকৃষ্টতর, subordinate অধীনন্ত, wealthy- সম্পদশালী। Insolvent- অসচ্ছল।
18626. Choose the synonymous words Give up---
start
give
stop doing
receive
ব্যাখ্যা: Hints: Give up (ত্যাগ করা)- এর সমার্থক শব্দ stop doing
18627. The antonym for 'Nimble' is:
Inattentive
Liberal
Humble
Rough
ব্যাখ্যা: Hints: Nimble (সজাগ বা মনোযোগী)-এর antonym হলো inattentive (অমনোযোগী)।
18628. Choose the synonymous words Hybrid---
unusual
pedigreed
crossbred
hackneyed
ব্যাখ্যা: Hints: Hybrid (সংকর)- এর সমার্থক শব্দ crossbred (সংকর)। Pedigreed বংশতালিকা, lackarad- বাবহারজীর্ণ, unusual- অদ্ভুত।
18629. Find the odd word in the following list.
Acme
Nadir
Apex
Zenith
ব্যাখ্যা: Hints: Acme, apex এবং zenith এ তিনটি শব্দেরই একই অর্থ শীর্ষ বা চূড়া। Nadir ( (নিম্ন বিন্দু) যা odd word
18630. Choose the synonymous words Devoid---
lacking
stupid
evasive
hopeless
18631. Select the word or phrase that is most closely opposite in meaning to the capitalized word. AVARICE--
cupidity
generosity
conservation
indulgence
ব্যাখ্যা: Hints: Avarice- লিন্দা। Option গুলোর মধ্যে Generosity বদান্যতা, মহত্ব। Conservation- রক্ষণশীলতা। Indulgence- প্রশ্রয় দেয়া, cupidity- লিঙ্গা। অর্থের দিক থেকে Avarice ও Generosity- শব্দদ্বয় বিপরীতার্থক।
18632. Choose the synonymous words Lest----
but
unless
fear
anything but that
18633. Select the word or phrase that is most closely opposite in meaning to the capitalized word. TENDER---
hardened
leonine
tepid
difficult
ব্যাখ্যা: Hints: Tender- নরম, কোমল। Option গুলোর মধ্যে hardened- শক্ত/কঠিন, Leonine- সিংহ সদৃশ, tepid ঈষৎ উষ্ণ, difficult- কঠিন।
18634. Select the word or phrase that is most closely opposite in meaning to the capitalized word. INERT--
tight
immobile
void
moving
ব্যাখ্যা: Hints: Inert - জড়/অলস। Option গুলোর মধ্যে tight আঁট/ দৃঢ় সংলগ্ন, immobile- গতিহীন, জড়। Voul- অকার্যকর, বাতিল। Moving চলন্ত, গতিশীল অর্থের দিক থেকে Inert এবং moving শব্দদ্বয় বিপরীতার্থক।
18635. Choose the synonymous words DIPLOMATICALLY---
slyly
tactfully
clearly
slowly
ব্যাখ্যা: Hints: Diplomatic-dit adverb হলো diplomatically, যার অর্থ কূটনৈতিকভাবে। এর সমার্থক শব্দ tactfully (কৌশলে, বিচক্ষণতার সঙ্গে, কূটনৈতিকভাবে)। Styly অর্থ প্রতারণা করে, গোপনে। এটি sty-এর adverb।
18636. Choose the synonymous words WAIVE-----
restrict
relax
permit
admit
ব্যাখ্যা: Hints: Waite অর্থ পরিত্যাগ করা; ছেড়ে দেয়া; ত্যাগ করা। আর permit অর্থ অনুমতি দেয়া; মুক্তি দেয়া। সুতরাং permit হলো waived nearest word in meaning
18637. Choose the opposite words EXTRAVAGANT---
Expensive
thrifty
unlimited
proud
ব্যাখ্যা: Hints: Extrrargant-অপব্যয়ী; বেহিসাবি । Expensite-ব্যয়বহুল। Thrifty- মিতব্যয়ী। tunlimited- সীমাহীন। Proud- গর্বিত। সুতরাং extravagant-এর সঠিক বিপরীত শব্দ thrifty
18638. Choose the opposite words PROFOUND----
superficial
obscure
intense
hidden
ব্যাখ্যা: Hints: Profound (গভীর; অন্তর্নিহিত) এর বিপরীত শব্দ হলো superficial (ভ্যাসাভাসা; অগভীর) (Obscury অর্থ অন্ধকারময়, গুপ্ত, অস্পষ্ট। Intense অর্থ তীব্র, তীক্ষ্ণ, প্রবল।
18639. Choose the opposite words SCARCE---
thick
enlarge
plentiful
mediocrity
ব্যাখ্যা: Hints: Source (দুর্লভ, যা সহজে পাওয়া যায় না)-এর বিপরীত শব্দ হলো plentiful (প্রচুর) যথেষ্ট)।
18640. What is the Synonym for the word 'Petulant?
Greedy
Dishonest
Gracious
Impatient