Image
MCQ
18661. পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি?
অক্সিজেন
হাইড্রোজেন
কার্বন
সিলিকন
18662. আন্তর্জাতিক সালিশী আদালত কোথায় অবস্থিত?
জেনেভায়
প্যারিসে
লন্ডনে
হেগে
18663. পৃথিবীর বৃহত্তম বনাঞ্জল কোনটি?
সাভানা
কিনাবালু
সুন্দরবন
তৈগা
18664. কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
আমি ভাত খাচ্ছি
আমি ভাত খেয়ে স্কুলে যাব
আমি দুপুরে ভাত খাই
তাড়াতাড়ি ভাত খেয়ে উঠ
18665. জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণবৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে?
২১ ফেব্রুয়ারি
২১ মার্চ
২৪ অক্টোবর
১০ ডিসেম্বর
18666. কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত?
চিলি
ইথিওপিয়া
বেলজিয়াম
আর্জেন্টিনা
18667. কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক কি?
বিট
বাইট
কিলোবাইট
মেগাবাইট
18668. নিচের কোনটি কম্পিউটারের একটি মেমরি ডিভাইস?
র‍্যাম
মনিটর
পাওয়ার সাপ্লাই
প্রসেসর
18669. উৎপত্তির দিক থেকে ক্রিয়াপদ কোন দুভাগে বিভক্ত?
অকর্মক ও সকর্মক
ধাতু ও তদ্ধিত
প্রত্যয়হীন ও প্রত্যয়ান্ত
মৌলিক ও কৃদন্ত
18670. নিচের কোনটি সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায়?
সিলিকন
গ্লিসারিন
ইথানল
সোডিয়াম
18671. 'হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো:
অব্যয়
প্রত্যয়
অনুসর্গ
উপসর্গ
18672. বহুরূপী মৌল কোনটি?
সোডিয়াম
ক্যালসিয়াম
অ্যালুমিনিয়াম
কার্বন
18673. নিচের কোন শহরটিকে 'বাতাসের শহর' বলা হয়?
শিকাগো
নিউইয়র্ক
লন্ডন
ঢাকা
18674. ক্রিয়াপদ-
আসলে বিশেষণ থেকে অভিন্ন
কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
সবসময়ে বাক্যে থাকবে
শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়।
18675. গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
উন্নত
উন্নয়নশীল
অনুন্নত
ঔপনিবেশিক
18676. 'বাবা বাড়ি নেই। এ বাক্যে 'নেই' কোন পদ?
বিশেষ্য
সর্বনাম
বিশেষণ
ক্রিয়া
18677. বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
দুইস্তর
তিনস্তর
চারস্তর
পাঁচস্তর
18678. 'আ মরি বাংলা ভাষা' এ চরণে 'আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে?
আশাবাদ
আনন্দ
আবেগ
আনুগত্য
18679. অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়?
এক প্রকার
তিন প্রকার
দুপ্রকার
চার প্রকার
18680. বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোনপদ ছাড়া বাক্য গঠন করা যায় না/ বাক্যের অপরিহার্য পদ কোনটি?
নামপদ
কর্তৃপদ
কর্মপদ
ক্রিয়াপদ