MCQ
2861. BJT দিয়ে তৈরি একটি Amplifier circuit-এর কোন Configuration-এর ইনপুট Impedance সবচেয়ে বেশি?
CE
CC
CB
Push pull
2862. ট্রানজিস্টর মূলত কী হিসাবে ব্যবহৃত হয়?
অ্যামপ্লিফায়ার
অসিলেটর
ভোল্টেজ রেগুলেটর
রেক্টিফায়ার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রানজিস্টর মূলত অ্যামপ্লিফায়ার এবং সুইচ হিসেবে ব্যবহৃত হয়।
2863. একটি ডিসি পাওয়ার সাপ্লাই তৈরিতে কোনটি প্রয়োজন?
ডায়োড
ট্রান্সফর্মার
ক্যাপাসিটর
সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিসি পাওয়ার সাপ্লাইয়ে ট্রান্সফর্মারের সাহায্যে ইনপুট ভোল্টেজকে স্টেপ ডাউন করে কয়েকটি ডায়োড ব্যবহার করে রেক্টিফায়ারের সাহায্যে AC হতে DC-তে পরিণত করা হয়। উক্ত DC-কে ক্যাপাসিটর ব্যবহার করে ফিল্টারিং করে বিশুদ্ধ ডিসিতে পরিণত করা হয়।
2864. Zener Diode কোন বায়াসে সবসময় কাজ করে?
Forward
Reverse
কওখ
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Zener Diode এবং Photo Diode রিভার্স বায়াসে সংযুক্ত থাকে বলে তার রিভার্স বায়াসেই কাজ করে।
2865. OP Amp দিয়ে নিচের কোন সার্কিট তৈরি করা যায়?
ভোল্টেজ যোগের সার্কিট (Voltage Summation)
Amplifier
Integrator
উপরের সবগুলো
2866. একটি Red-Red-Red-Gold কালার Band এর কার্বন Resistor এর মান-
২.৪ কিলোওহম ± ৫%
৩.২ কিলোওহম ± ৩%
২. ২ কিলোওহম ± ৩%
২.২ কিলোওহম ± ৫%
2867. NPN জাংশনে P-কে বলা হয়--
কারেক্টর
ড্রেইন
বেইস
গেট
2868. ইউপিএস (UPS)-এর ব্যাকআপ সময় কীসের উপর নির্ভরশীল?
ব্যাটারির অ্যাম্পিয়ার-আওয়ার
ব্যাটারির বিদ্যমান চার্জ
লোড
সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: UPS-এর ব্যাক-আপ সময় নির্ভর করে কয়েকটি বিষয়ের ব্যাটারির সাইজ (ব্যাটারির অ্যাম্পিয়ার-আওয়ার) উপর। সেগুলো হলো- লোডের ধরন (লোড কম না বেশি) ব্যাটারির চার্জের পরিমাণ।
2869. TRIAC ব্যবহার করা যেতে পারে একটি-
দ্বিমুখী SCR
একমুখী SCR
PNP ট্রানজিস্টর
NPN ট্রানজিস্টর
2870. একটি Si-diode-এ কারেন্ট প্রবাহিত হলে, forward bias অবস্থায় কত Voltage থাকে?
0.7V
0V
0.3V
7V
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলিকন ডায়োডের ক্ষেত্রে Forward voltage = 0.7 জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে Forward voltage = 0.3
2871. ডায়োড ব্রিজ রেকটিফায়ারের ইনপুট এবং আউটপুট ফ্রিকুয়েন্সির অনুপাত হচ্ছে--
১:১
১:২
২:১
১:৪
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফুল-ওয়েভ রেক্টিফায়ারের ইনপুটে পজিটিভ হাফ-সাইকেল এবং নেগেটিভ হাফ-সাইকেল একত্রে একটি সাইকেল হলেও আউটপুটে প্রতিটি হাফ-সাইকেল আলাদা আলাদা পূর্ণ সাইকেল তৈরি করে বলে এতে সাইকেল সংখ্যা হবে ২টি। তাই ফ্রিকুয়েন্সির অনুপাত হবে ১:২।
2872. BJT-তে কয় ধরনের Noise Source আছে?
৩
২
8
2873. Crystal Diode কী ধরনের device?
non-linear
bilateral
linear
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Crystal diode এক ধরনের Non-linear ডিভাইস।
2874. Zener Diode কোথায় ব্যবহৃত হয়?
Rectifier
Amplifier
Voltage regulator
Multivibrator
2875. কোন ধরনের Amplifier-এর Efficiency সবচেয়ে বেশি?
Class-B
Class-D
Class-A
Class-AB
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্লাশ-৭) অ্যামপ্লিফায়ারের তাত্ত্বিক দক্ষতা প্রায় ১০০টি। বাস্তবিক ক্ষেত্রে কিছুটা কম হলেও এর ইফিসিয়েন্সি যে-কোনো অ্যামপ্লিফায়ার হতে অধিক।
2876. নিম্নের কোন Material-টি Infrared LED-এর জন্যে ব্যবহার হয়?
Silicon
Germanium
Gallium-arsenide
Boron
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Gallium-Arumide (GaAs)-এ খুবই কম পরিমাণ নয়েজ উৎপা হয় বলে Infrared LED-তে GaAS ব্যবহার করা হয়। বিশেষ করে দুর্বল সিগন্যাল অ্যামপ্লিফিকেশনের জন্য এর ব্যাবহার গুরুত্বপূর্ণ।
2877. 20V (rms) voltage-এর peak to peak value কত হবে?
14.14V
22.22V
28.28V
56.56V
2878. JFET-কে কী ধরনের Device বলা হয়?
Current controlled
Voltage controlled
ক ও খ উভয়ই
কোনোটাই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: JFET-এর আউটপুট বৈশিষ্ট্য গেইট সোর্স ভোল্টেজের উপর নির্ভর করে বলে একে Voltage Controlled ডিভাইস বলা হয়।
2879. একটি IC-তে ব্যবহৃত active component কোনটি?
Resistors
Transistors, Diodes
Capacitors
কোনোটিই নয়
2880. FET কোন ধরনের ডিভাইস?
Bipolar
Unipolar
কওখ
কোনোটাই নয়