Image
কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
1. কোন আকৃতির Aggregate কংক্রিট এর জন্য উত্তম ?
গোলাকৃতি
কোণাকৃতি
পাতলাকৃতি
লম্বাকৃতি
3. Oil Paint-এর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান?
Thinner
Vehicle
Pigment
সবগুলি
4. সমুদ্র উপকূলীয় কাঠামো নির্মাণে যে পাইল বেশি ব্যবহৃত হয়-
স্কু পাইল
সিলিন্ডার পাইল
স্টিল পাইপ পাইল
ডিস্ক পাইল
5. Rapid hardening Cement initial setting time সর্বনিম্ন কত ?
৩০ মিনিট
১ ঘণ্টা
৪ ঘণ্টা
৮ ঘণ্টা
6. Structure-এর যে অংশটি এর ওজনকে মাটিতে Transfer করে তাকে বলে?
Super-structure
Foundation
Frame of Structure
Plinth
7. Which of the following cements is suitable for use in massive concrete structures such as large dama? নিচের কোন সিমেন্ট বৃহৎ কাঠামোতে যেমন ড্যাম নির্মানে ব্যবহারের জন্য উপযুক্ত।
Ordinary Portland cement.
Low heat cement.
Rapid hardening cement.
Sulphate resisting cement
8. Concrete-এর workability পরীক্ষা করার জন্য কোন test করা হয়?
Penetration
Gradation
Slump Test
Sleve analysis
10. Ordinary Portland Cement-এর Final Setting time সর্বোচ্চ কত?
২ ঘণ্টা
৪ ঘণ্টা
৬ ঘণ্টা
১০ ঘণ্টা
11. কোনো প্রজেক্টের এক নজরে ধারণা নেয়ার জন্য যে প্লান করা হয়, তাকে কী বলো
ইনডেক্স প্ল্যান
সাইট প্ল্যান
লে-আউট প্ল্যান
ডিভাইজড প্ল্যান
কোনোটিই নয়
12. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল?
Compression
Tension
Bending
কোনোটি নয়
13. RCC ঢালাইয়ে ব্যবহৃত Coarse aggregate-এর size সাধারণত কত?
10 mm down grade
16 mm down grade
20 mm down grade
25 mm down grade
14. বাংলাদেশের বিল্ডিং ACT 2008 অনুসারে high rise building এর উচ্চতা সর্বনিম্ন কত?
৩০ মিটার
৩৩ মিটার
৩৭.৫ মিটার
৪৫ মিটার
15. একটি সিড়ির Flight-এ সর্বোচ্চ কতটি ধাপ রাখা প্রয়োজন?
১০
১৫
১২
কোনোটিই নয়
16. নদী বা হ্রদের মধ্যস্থিত নির্মাণ এলাকা শুদ্ধ রাখার জন্য ব্যবহৃত অস্থায়ী কাঠামোকে বলে-
কফার ড্যাম
কেইসন
ওয়েল ভিত্তি
পাইল
17. লিন্টেল স্ল্যাবে কংক্রিটের পরিমানের শতকরা কত হারে রড ধরা হয়?
১% থেকে ২%
১% থেকে ৪%
০.৫% থেকে ০.৮%
১% থেকে ১.৫%
18. ভবনের দেয়ালে শব্দ শোষক হিসেবে নিচের কোনটি ব্যবষ্যর করা হয়।
উড পার্টিক্যাল বোর্ড
আন্তর করা ইটের নেয়াল
নিশ্চিদ্র দেয়াল।
দেয়াল
19. Bitumen is generally obtained from (বিটুমেন সাধারণত থেকে পাওয়া যায়)
Organic material
Synthetic material
Petroleum product
Coal
20. ১ম শ্রেণির ইটের জন্য কোনটি সর্বোত্তম?
Unweathered clay
Weathered clay
Silted soil
Black cotton clay.