Image
কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
641. একটি প্রথম শ্রেণীর ইটে সিলিকার (SiO₂) পরিমান কত?
৫০%
৬০%
৫৫%
৬৫%
642. প্রথম শ্রেণির ইট ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখলে তার ওজনের কত অংশ পানি শোষন করে-
1/3
1/6
¼
1/7
643. সিমেন্টের প্রান্তিক সেটিং টাইম পরীক্ষায় ব্যবহৃত সুই-এর প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল হবে-
১ বর্গ, মি.মি.
৩ বর্গ, মি.মি.
২ বর্গ, মি.মি.
৪ বর্গ. মি.মি.
644. ইটের গাঁথুনী শেষ হবার কত দিন পরে প্লাস্টার করা উচিৎ?
২ দিন
৮ দিন
১৫ দিন
২৮ দিন
645. ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি প্রয়োজন হয়?
প্রায় ৭ গ্যালন
প্রায় ৮ গ্যালন
প্রায় ৯ গ্যালন
প্রায় ১০ গ্যালন
646. সেটিং টাইম টেস্ট সুই (নিডল) সিমেন্ট পেস্টের মধ্যে সম্পূর্ণ না ডুবে কত মি.মি. পর্যন্ত ডুবলে বুঝতে হবে যে প্রান্তিক সেটিং শুরু হয়েছে?
৩৫ মি.মি.
৪০ মি.মি.
২৫ মি.মি.
৩০ মি.মি.
647. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয়?
CaO
AlO3
SiO2
MgO
648. সিমেন্ট চুনের শতকরা পরিমাণ-
৪০-৫০%
৬০-৬৭%
৫০-৬০%
৭০-৭৫%
649. শুকনা বালির স্থিরতা কোণ কত?
২০°
৩০"
২৫°
৩৫°
650. If a footing supports several columns it is called-
Spread footing
Continuous footing
Combined footing
Isolated footing
651. ২৮ দিন কিউরিং এর ফলে সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট কত % শক্তি অর্জন করে?
50%
60%
70%
80%
653. ভাল ইটের চাপ শক্তির পরিমান সাধারনত কত?
১০০-১১০ কেজি/বর্গ,সে.মি.
১২০-১৩০ কেজি/বর্গ.সে.মি.
১৪০-১৫০ কেজি/বর্গ,সে.মি.
১৫০-১৬০ কেজি/বর্গ.সে.মি.
654. পোর্টল্যান্ড সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময়... এর কম হওয়া উচিৎ না।
৩০ মি.
৪৫ মি.
৬০মি.
৯০ মি.
655. সিমেন্টের ফাইনাল সেটিং টাইম কত সময়ের বেশি হওয়া উচিত নয়?
৫ ঘন্টা
১০ ঘন্টা
৭ ঘন্টা
১২ ঘন্টা
656. যে Footing দুটি Column -কে Support করে তা-
Continuous Footing
Combied Footing
Strip Footing
Step Footing
657. কংক্রিটের compression test-এ ব্যবহৃত সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা যথাক্রমে-
১৫ সে.মি. ৩০ সে.মি.
৩০ সে.মি. ৩০ সে.মি.
১৫ সে.মি. ১৫ সে.মি,
৩০ সে.মি. ১৫ সে.মি.
658. একটি ইটের গুণাগুন প্রভাবিত হয়-
ব্যবহৃত ক্রে এর উপর
পোড়ানোর উপর
শুকানোর উপর
সব গুলো
659. ভাইকাটস্ এপারেটাস সিমেন্ট টেস্টের জন্য ব্যবহৃত প্লাজারের ব্যাস-
১০ মি.মি.
২০ মি.মি.
১৫ মি.মি.
২৫ মি.মি.
660. সিমেন্টের চূড়ান্ত জমাটবদ্ধতার সময় কত এর বেশি হওয়া উচিত নয়-
2 hours
4 hours
8 hours
10 hours