EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21. কোনটি লিপিডের বৈশিষ্ট্য নয়?
এটি বর্ণহীন
এটি গন্ধহীন
এটি স্বাদহীন
এটি পানিতে অদ্রবনীয়
22. আমরা যখন কথা বলি তখন শব্দশক্তি রূপান্তরিত হয়-
তড়িৎ শক্তিতে
যান্ত্রিক শক্তিতে
আলোক শক্তিতে
গতি শক্তিতে
23. কোন আলোতে সালোকসংশ্লেষণ হয় না?
লাল
নীল
বেগুনী
সবুজ
ব্যাখ্যা: সবুজ কিংবা হলুদ আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয় না। কিন্তু কেন? ক্লোরোফিল এর অ্যাবসর্জন সেপেক্ট্রা দেখলে দেখা যায় তা সবুজ ও হলুদে সবচেয়ে কম আলো শোষণ করে (অ্যাবসর্জন সেপেক্ট্রা মিনিমম)। তাই পাতার রং সবুজ। তাই প্লাস্টিড (ক্লোরোপ্লাস্ট) বা পাতা বেগুনী, নীল ও লাল, কমলা আলোয় সবচেয়ে বেশী অ্যাবসর্জন এবং বেশী স্বালোক সংশ্লেষ হয়।
24. খাদ্যের কোন উপাদানটি মূলত পচনের জন্য দায়ী?
ভিটামিন
পানি
লিপিড
প্রোটিন
25. এক গ্রাম ফ্যাট হতে যে পরিমাণ শক্তি পাওয়া যায়
৯.০ kcal
৯.৮ kcal
৯.৩ kcal
৯.৬ kcal
26. কোনটি কলেরা, টাইফয়েড ও যক্ষ্মা রোগের সৃষ্টি করে?
ব্যকটেরিয়া
ভাইরাস
সিজেলা
জিয়াডিয়া
27. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো-
Uranium-235
Uranium-238
Uranium-233
Uranium-239
28. কোনটি বলের একক নয়?
ডাইন
নিউটন
পাউন্ডাল
জুল
29. কক্ষ তাপমাত্রায় নিম্নের কোনটি তরল?
Fe
CI2
Br2
I2
30. ইনসুলিন মানবদেহের কোন অংশ হতে নিঃসৃত হয়?
যকৃত
অগ্ন্যাশয়
পাকস্থলি
ক্ষুদ্রাস্ত্র
31. চেহারা দেখার জন্য যে দর্পণটি ব্যবহৃত হয় সেটি হলো একটি-
উত্তল দর্পণ
অবতল দর্পণ
সমতল দর্পণ
উভোত্তল দর্পণ
32. দুধ হচ্ছে-
জেল
ইমালশন
দ্রবণ
সাসপেনশন
33. দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি?
অ্যান্টিজেন
এ্যান্টিবডি
প্রোটিন
রক্ত
34. স্পিরলিনা কী?
ছত্রাক
শৈবাল
ব্যকটেরিয়া
ভাইরাস
35. নিচের কোনটি ভিনেগার?
6-10% C6H5COOH
6-10% CH3COOH
6-10% C2H5COOH
6-10% HCOOH
36. নিম্নের কোনটির মান সর্বদা ঋণাত্মক?
দহন তাপ
বিক্রিয়া তাপ
সংঘটন তাপ
দ্রবণ তাপ
38. কোনটি মানবদেহের জন্য ভাল কোলেস্টেরল?
HDL
VLDL
LDL
TG
39. পৃথিবীর মুক্তি বেগ ∨ হলে, যে গ্রহের ব্যাসার্ধ ও ভর পৃথিবীর ব্যাসার্ধ ও ভরের দ্বিগুণ সে গ্রহের মুক্তি বেগ কত হবে?
4V
2V
V
1/2 V
40. অ্যান্টিবায়েটিক কাদের উপর কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না?
ব্যাকটেরিয়া
ছত্রাক
শৈবাল
ভাইরাস