Image
MCQ
101. 'নীড়সন্ধানী' কার রচিত উপন্যাস?
রাজিয়া খান
আনোয়ার পাশা
হাসান আজিজুর হক
শওকত আলী
102. 'কিন্ডারগার্টেন' শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?
জাপানি
স্প্যানিশ
জার্মান
আইরিশ
103. 'হেম' শব্দের অর্থ-
সুধাকর
মুক্তা
রত্ন
স্বর্ণ
104. রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো-
ভাষা আন্দোলন
স্বৈরাচার বিরোধী আন্দোলন
মুক্তিযুদ্ধ
ছাত্র আন্দোলন
105. 'স্বাগত' এর সন্ধি বিচ্ছেদ কি?
সু + আগত
স্বা+ গত
সু + গত
স্বাগত
106. 'মেঘ গর্জন করলে ময়ূর নিত্য করে' এটি কোন ধরনের বাক্য?
সরল
জটিল
যৌগিক
মিশ্রবাক্য
107. 'প্রচ্ছদ' শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হলো-
প্র+ছদ
প্রৎ + ছদ
প্রচ্ছ+ দ
প্রচ্ছদ + অ
108. নিচের কোন শব্দ বিশেষ্য'র উদাহরণ?
পতিত
জান্তব
আগ্নেয়
উন্নয়ন
109. 'ওদিকে আর যাব না' এ বাক্যে 'আর' শব্দটি ব্যবহৃত হয়েছে-
নির্দেশ অর্থে
পুনরাবৃত্তি অর্থে
স্বীকৃতিজ্ঞাপন অর্থে
বিস্ময় প্রকাশে
110. উপসর্গযোগে পঠিত শব্দ হলো-
নবান্ন
আকাল
পঞ্চনদ
ঢাকাই
111. 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা'কে এক কথায় বলে-
আবাহন
স্বাগতন
প্রত্যুদ্গমন
সম্ভাষণ
112. সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অম্যাবস্যা' উপন্যাসের নায়ক-
মুহাম্মদ মুস্তফা
আরেফ আলী
মজিদ
কাদের
113. 'বিষাদসিন্ধু' কোন সমাস?
দ্বিগু
রূপক কর্মধারয়
দ্বন্দ্ব
তৎপুরুষ
114. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
মৃত্যুক্ষুধা
লালসালু
আরেক ফাল্গুন
ঘর মন জানালা
115. নিচের কোন শব্দটি তদ্ধিত প্রত্যয়েত উদাহরণ?
দাপট
পেঁটরা
যাচাই
মিতালি
116. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ঝরা পালক
মহাপৃথিবী
সাতটি তারার তিমির
নিজ বাসভূমে
117. 'অভিরাম' শব্দের অর্থ কি?
বিরামহীন
চলমানতা
বালিশ
সুন্দর
118. কোনটি শুদ্ধ বানান?
ব্যকুল
ব্যাকুল
ব্যাকূল
ব্যকূল
119. 'কামিজ' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ইংরেজি
হিন্দি
পর্তুগিজ
ওলন্দাজ
120. 'অগ্নিবীণা' কাব্য উৎসর্গ করা হয়:
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে
শ্রীবারীন্দ্রকুমার ঘোষকে
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুরকে
শ্রীকৃষ্ণ মজুমদারকে