Image
MCQ
121. অমিত্রাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ:
হাইকু
সনেট
ব্লাংকভার্স
লিমেরিক
122. মোবাইল ফোনে ব্যবহৃত SIM এর পূর্ণ অভিব্যক্তি কী?
Subscriber Identity Module
Subscriber Identity Metthod
Subscriber Identification Mechanism
Subscriber Identification Management
123. প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
সাগর
হ্রদ
বৃষ্টি
নদী
124. ডেঙ্গুজ্বর নিচের কোন ধরনের 'মশার' মাধ্যমে ছড়াই?
পুরুষ এডিশ মশা
পুরুষ অ্যানোফিলিস মশা
স্ত্রী কিউলেক্স মশা
স্ত্রী এডিস মশা
125. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
বন্দ্যোপাধ্যায়
পক্ক
চট্টোপাধ্যায়
সংশয়
126. নিম্নের কোন দেশটি Horn of Africa তে অবস্থিত?
মরক্কো
সুদান
ইথিওপিয়া
সোমালিয়া
127. কোনটি অপারেটিং সিস্টেম নয়?
DOS
Linux
MS Office
Ufuntu
128. রাবীন্দ্রনাথের 'বলাকা' কাব্যে ব্যবহৃত ছন্দের নাম:
মুক্তক ছন্দ
স্বরবৃত্ত ছন্দ
গদ্যছন্দ
মন্দাক্রান্তা ছন্দ
129. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
ডিজেল
প্রাকৃতিক গ্যাস
বায়োগ্যাস
কয়লা
130. ইউরোপীয় 'রুটির ঝুড়ি' কোনটি?
রাশিয়া
ইউক্রেন
ফ্রান্স
স্পেন
131. মোটর গাড়ীতে ব্যবহৃত ব্যটারীতে কোন এসিড থাকে?
নাইট্রিক এসিড
হাইড্রোক্লোরিক এসিড
সালফিউরিক এসিড
এসিটিক এসিড
132. NASA এর সদর দপ্তর কোথায়?
ফ্লোরিডা
হিউস্টন
কেপ কেনেডি
ওয়াশিংটন ডিসি
133. ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বল্পোন্নত দেশসমূহের প্রদত্ত EBA সুবিধা কোন ক্ষেত্রে প্রযোজ্য?
বাণিজ্যের ক্ষেত্রে
যুদ্ধের ক্ষেত্রে
শিক্ষার ক্ষেত্রে
পরিবহণের ক্ষেত্রে
134. 'নিমরাজি' শব্দটিতে 'নিম' উপসর্গটি কোন ভাষার?
আরবি
বাংলা
ইংরেজি
ফারসি
135. নিম্নের কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ২০১৭-বর্তমান মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ECOSOC
UNESCO
UNCTAD
UNICEF
136. নিচের কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থাতেই পাওয়া যায়?
পারদ
কপূর
পানি
লবণ
137. নিচের কোন উপাদানটি বায়ুতে সবচেয়ে বেশি রয়েছে?
কার্বন ডাইঅক্সাইড
অক্সিজেন
নাইট্রোজেন
জলীয় বাষ্প
138. বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?
০২টি
০৪টি
০৬টি
০৮টি
139. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন?
প্রচীন যুগ
আধুনিক যুগে
মধ্যযুগ
অন্ধকার যুগ
140. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়?
প্লুটোনিয়াম
ইউরোনিয়াম
ডিউটেরিয়াম
পলোনিয়াম