1. বার্ষিক প্লান্ট ফ্যাক্টর হচ্ছে কোনটি?
                
             
         
        
                                                                        
                            
                                
                            
                            
                                
                            
                            
                                
                            
                            বার্ষিক উৎপাদিত শক্তি (kWh)/ক্যাপাসিটি x 8760 ঘণ্টা
                         
                    
                    
                                                                                
                            
                                
                            
                            
                                
                            
                            
                                
                            
                            বার্ষিক উৎপাদিত শক্তি (kWh)/ক্যাপাসিটি যত ঘণ্টা চলেছে 
                         
                    
                    
                                                                                
                            
                                
                            
                            
                                
                            
                            
                                
                            
                            বার্ষিক উৎপাদিত শক্তি (kWh) ক্যাপাসিটি × 365 মাস।
                         
                    
                    
                                                                                
                            
                                
                            
                            
                                
                            
                            
                                
                            
                            বার্ষিক উৎপাদিত শক্তি (kWh)/ ক্যাপাসিটি × 365 দিন
                         
                    
                    
                                                         
                    
                            
                    ব্যাখ্যা: প্লান্ট ফ্যাক্টর (Plant factor): কোনো পাওয়ার প্লান্টের গড় লোড এবং নির্ধারিত রেটেড ক্যাপাসিটির রেশিও বা অনুপাতকে প্লান্ট ফ্যাক্টর বলে। গাণিতিকভাবে এটি নিম্নরূপ- প্লান্ট ফ্যাক্টর (Plana jiache)
= গড় লোড (Arez xal)/প্লান্টো রেটেড ক্যাপাসিটি (Plont reted capacity) 
বার্ষিক প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর
বার্ষিক উৎপাদিত শক্তি (kWh) /প্লান্ট ক্যাপাসিটি 8760
এখানে লক্ষণীয় যে, লোড ফ্যাক্টর ও ক্যাপাসিটি ফ্যাক্টরের পার্থক্য রিজার্ভ ক্যাপাসিটি নির্দেশ করে। ডিমান্ড ফ্যাক্টর, শোড ফ্যাক্টর, ডাইভারসিটি ফ্যাক্টর ও ক্যাপাসিটি ফ্যাক্টরের মান যত বেশি হবে প্লান্টের পরিচালনা খরচ তত কম হবে। তথা পরিচালনা তত লাভজনক হবে এবং কম খরচে বিদ্যুৎশক্তি উৎপাদিত হবে। প্লান্টের সর্বোচ্চ চাহিদা ও রেটেড ক্যাপাসিটি সমান হলে লোড ফ্যাক্টর ও ক্যাপাসিটি ফ্যাক্টরের মান একই হবে।