পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং MCQ
1. আমাদের দেশে বিদ্যুতের পিক আওয়ার শুরু হয় কখন?
সকাল হতে
দুপুর হতে
সন্ধ্যা হতে
গভীর রাত্রে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: বিদ্যুতের চাহিদা যে সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তাকে পিক আওয়ার বা পিক লোড আওয়ার বলে।
2. লোড কার্ড দ্বারা কী জানা যায়?
বিভিন্ন চাহিদার পরিমাণ
প্রকল্প লাভজনক কি না
প্রকল্পের আকার ও সংখ্যা
উপরের সবক'টি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: লোড কার্ড (Load Curve) : গ্রাহকবৃন্দ তখনই বিদ্যুৎ ব্যবহার করে খখন তাঁর বিদ্যুৎশক্তির প্রয়োজন হয়। বৈদ্যুতিক লোড বিভিন্ন রকম হয়ে থাকে। ব্যবহারকারীরা সবসময় একই পরিমাণ পাওয়ার ব্যবহার করেন না।
যে কার্ভে সর্বোচ্চ কিলোওয়াট লোডকে বাম প্রান্তের অক্ষ এবং সময়কে x-অক্ষ বরাবর প্রকাশ করে কিলোওয়াটকে সময়ের সাথে গ্রাফে প্লট (Plot) করলে যে লেখচিত্র পাওয়া যায়, তাকে লোড কার্ভে বলে। অন্যভাবে বলা যায়, সময়ের (ঘণ্টা, দৈনিক, মাসিক, বাৎসরিক) সঙ্গে সম্পর্ক রেখে বৈদ্যুতিক শক্তি সরবরাহ ও ব্যবহারের গ্রাফ চিত্রাকে লোড কার্ভে বলে।
3. গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎশক্তির পরিমাণ জানা যায় কোন কার্ভ হতে?
বাস্তব লোড কার্ভ
আদর্শ লোড কার্ভ
ডিউরেশন লোড কার্ভ
ইন্ট্রিগ্রেটেড লোড কার্ভ
4. আবাসিক লোডের লোড ফ্যাক্টর কত?
10%-11%
10%-12%
60%-70%
30%-40%
5. কিলোওয়াট আওয়ারের সাথে কিলোওয়াটকে গ্রাফে প্লট করলে যে কার্ভ হয় তা হচ্ছে-
ইন্ট্রিগ্রেটেড লোডকার্ভ
আদর্শ লোড কার্ভ
বাস্তব লোড কার্ভ
ডিউরেশন লোড কার্ভ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: যে কার্ডে উৎপাদিত ইউনিট x-অক্ষ এবং চাহিদা y-অক্ষ বরাবর প্লট করে যে সম্পর্ক দেখানো হয়, তাকে ইন্টিগ্রেটেড লোড কার্ড বলে।
6. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিচালনা খরচ কত?
0 হতে 2 ভাগ
0 হতে 1 ভাগ
0 হতে 3 ভাগ
0 হতে 4 ভাগ
7. Economizer when added to boiler-
decreases efficiency of the boiler
makes superheated steam
used for reheating of steam
increases the efficiency of the boiler
8. লোড ফ্যাক্টরের মান যত উন্নত হয় ততই প্রতি ইউনিট বিদ্যুৎশক্তির দাম-
কম হয়
বেশি হয়
কম বা বেশি হয়
কোনোটিই নয়
9. ডাইভারসিটি ফ্যাক্টরের মান কেমন?
একের চেয়ে বেশি
একের কম
একের সমান বা বেশি
উপরের কোনোটিই না
10. হিসাব করে দেখা গেছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জ্বালানি খরচ হচ্ছে-
75% হতে 85%
5% হতে 15%
1% হতে 5%c
5% হতে 20%
11. An economizer……. the stream rising capacity of a boiler.
increases
decreases
has no effect
none of those
12. বড় শিল্পকারখানার লোড ফ্যাক্টর কত ধরা হয়?
10%-20%
25%-40%
70%-80%
90%-95%
13. কখন লোড ফ্যাক্টর ও ক্যাপাসিটি ফ্যাক্টরের মান সমান হবে?
যখন সর্বোচ্চ চাহিদা ও রেটেড ক্ষমতা অসমান হয়
যখন সর্বোচ্চ চাহিদা ও রেটেড ক্ষমতা অসমান হয়
যখন সংযুক্ত লোড ও সর্বোচ্চ চাহিদা একই চাপের হয়
কোনোটিই নয়
14. The efficiency of a modern boiler using coal and heat recovery equipment is about-
25 to 30%
40 to 50%
65 to 70%
85 to 90%
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: Modern boilers are more efficient than older boilers for several resons , but their main homage is that are condensing. A condensing boiler recovers more heat from the exhaust flue gas and uses it to heat the central heating water, making a more efficient that old boilers. It’s near about 85 to 90%
15. গ্রিড উপকেন্দ্রসমূহ নিয়ন্ত্রণ করে এলাকার-
এলটি ফিডার
এইচ.টি, ফিডার
ডিস্ট্রিবিউশন লাইন
জেনারেটিং স্টেশন,
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহ হতে দেশের বিভিন্ন অঞ্চলে বিতরণের লক্ষ্যে সকল আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে যে সঞ্চালন লাইন ও উপকেন্দ্রের মাধ্যমে একটি নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা হয়, তাকে গ্রিড বলে।
16. ডিমান্ড ফ্যাক্টর কোনটি?
গড় লোড ও সর্বোচ্চ চাহিদার অনুপাত
সর্বোচ্চ চাহিদা ও সংযুক্ত লোডের অনুপাত
সংযুক্ত লোড ও সর্বোচ্চ চাহিদার অনুপাত
উৎপাদিত শক্তি ও সময়ের অনুপাত
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: প্লান্টের সর্বোচ্চ চাহিদা এবং সংযুক্ত লোডের অনুপাতকে ডিমান্ড ফ্যাক্টর বলে।
.: ডিমান্ড ফ্যাক্টর = সর্বোচ্চ চাহিদা/লোড
17. Which of the following components in storm plant needs maximum maintenance attention?
steam turbine
condenser
water treatment plant
boiler
18. কোনো বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল 25 বছর হলে 25 বছর হওয়ার পর সেই অকেজো প্লান্টের যে মূল্য, তাকে কী বলে?
সেলভেজ ভ্যালু
ডিপ্রেসিয়েশন
ব্লক রেট ট্যারিফ
সিংকিং ট্যারিফ পদ্ধতি
19. বার্ষিক প্লান্ট ফ্যাক্টর হচ্ছে কোনটি?
বার্ষিক উৎপাদিত শক্তি (kWh)/ক্যাপাসিটি x 8760 ঘণ্টা
বার্ষিক উৎপাদিত শক্তি (kWh)/ক্যাপাসিটি যত ঘণ্টা চলেছে
বার্ষিক উৎপাদিত শক্তি (kWh) ক্যাপাসিটি × 365 মাস।
বার্ষিক উৎপাদিত শক্তি (kWh)/ ক্যাপাসিটি × 365 দিন
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: প্লান্ট ফ্যাক্টর (Plant factor): কোনো পাওয়ার প্লান্টের গড় লোড এবং নির্ধারিত রেটেড ক্যাপাসিটির রেশিও বা অনুপাতকে প্লান্ট ফ্যাক্টর বলে। গাণিতিকভাবে এটি নিম্নরূপ- প্লান্ট ফ্যাক্টর (Plana jiache)
= গড় লোড (Arez xal)/প্লান্টো রেটেড ক্যাপাসিটি (Plont reted capacity)
বার্ষিক প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর
বার্ষিক উৎপাদিত শক্তি (kWh) /প্লান্ট ক্যাপাসিটি 8760
এখানে লক্ষণীয় যে, লোড ফ্যাক্টর ও ক্যাপাসিটি ফ্যাক্টরের পার্থক্য রিজার্ভ ক্যাপাসিটি নির্দেশ করে। ডিমান্ড ফ্যাক্টর, শোড ফ্যাক্টর, ডাইভারসিটি ফ্যাক্টর ও ক্যাপাসিটি ফ্যাক্টরের মান যত বেশি হবে প্লান্টের পরিচালনা খরচ তত কম হবে। তথা পরিচালনা তত লাভজনক হবে এবং কম খরচে বিদ্যুৎশক্তি উৎপাদিত হবে। প্লান্টের সর্বোচ্চ চাহিদা ও রেটেড ক্যাপাসিটি সমান হলে লোড ফ্যাক্টর ও ক্যাপাসিটি ফ্যাক্টরের মান একই হবে।
20. সংযুক্ত লোড ফ্যাক্টর কোনটি?
গড় লোড/সংযুক্ত লোড
সংযুক্ত লোড/সর্বোচ্চ চাহিদা
গড় লোড/সর্বোচ্চ চাহিদা
পিক লোড /সংযুক্ত লোড