Image
পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং MCQ
161. সুপারচার্জার ব্যবহার করায় ইঞ্জিনের-
দক্ষতা বৃদ্ধি পায়
চার্জ বৃদ্ধি পায়
নয়েজ কমে যায়
ধোঁয়া বেড়ে যায়
163. Environment friendliness বিবেচনায় সর্বোত্তম জ্বালানি কোনটি?
কাঠ
মিথেন
কেরোসিন
হাইড্রোজেন
166. নিম্নোক্ত কোন জ্বালানির (Fuel) দহন মান (Calorific value) সর্বোচ্চ?
পিট (Peat) কয়লা
লিগনাইট (Lignite) কয়লা
বিটুমিনাস কয়লা
কাঠ
167. বিদ্যুৎ উৎপাদনে ম্যাগনেটো-হাইড্রোডাইনামিক- এ পরিবাহী হিসেবে ব্যবহৃত হয় কী?
কঠিন পদার্থ
তরল পরিবাহী পদার্থ
গ্যাসীয় পদার্থ
তরল অপরিবাহী পদার্থ
168. জ্বালানি (Fuel)-এর প্রধান উপাদান কোনটি?
সালফার ও অক্সিজেন
হাইড্রোজেন ও অক্সিজেন
কার্বন ও হাইড্রোজেন
অক্সিজেন ও কার্বন
169. নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
সূর্য
গ্যাস
খনিজ তেল
কয়লা
170. বিদ্যুৎ উৎপাদন জ্বালানি সেলে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কী?
প্রাকৃতিক গ্যাস
ন্যাপথা
কোল গ্যাস
সবগুলোই
171. কয়লার বিনাশকারী পাতনের বাই-প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় কোনটি?
কোল গ্যাস
তৈরি গ্যাস
প্রডিউসার গ্যাস
ওয়াটার গ্যাস
172. নিচের কোন কুলিং সিস্টেম ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হয় না?
এয়ার
রেডিয়েটর
টাওয়ার
বাষ্পীয়
173. কন্ডেন্সার ব্যবহার করায় বয়লারের জ্বালানি খরচ কত কম হয়?
25% প্রায়
30% প্রায়
35% প্রায়
40% প্রায়
174. কোনটি নবায়নযোগ্য জ্বালানি?
প্রাকৃতিক গ্যাস
কয়লা
ইউরেনিয়াম
বায়ু
175. কয়লা জ্বালানি হিসাবে ভালো নয়, কারণ-
এটি প্রচুর কার্বন ডাই-অক্সাইড তৈরি করে
এটি প্রচুর পরিমাণে নাইট্রোজেনের অক্সাইড তৈরি করে
এটির মধ্যে সালফার থাকে
এতে ছাইয়ের পরিমাণ খুব বেশি
176. কুলিং সিস্টেমে কুল্যান্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
বাতাস
পানি
অয়েল
সবক'টি
177. ইঞ্জিনের তাপীয় দক্ষতা হলো-
আদর্শকৃত কাজ/সরবরাহকৃত তাপ প্র
ইন্ডিকেটেডকৃত কাজ/সরবরাহকৃত তাপ
কৃত কৃত কাজ/সরবরাহকৃত তাপ
কোনোটিই নয়
178. স্পার্ক ইগানিশন ইঞ্জিনে সঠিক ফায়ারিং অর্ডারের জন্য প্রয়োজন কোনটি?
ডিস্ট্রিবিউটর (Distributor)
কার্বুরেটর (Carburettor)
ইগনিশন কয়েল (Ignition coil)
উপরের কোনোটিই নয়
179. যদি কোনো জ্বালানির মিশ্রণে 65% iso-octane 35% n-heptane থাকে তবে ঐ মিশ্রণের-
সিটেন (Cetane) নম্বর = ৩৫
অকটেন (Octane) নম্বর = ৬৫
অকটেন নম্বর =৩৫
সি টেন নম্বর = ৬৫
180. কোন জ্বালানিতে ছাই - এর পরিমাণ সর্বনিম্ন?
বিটুমিনাস কয়লা
প্রাকৃতিক গ্যাস
ডিজেল
পিট কয়লা