180. কয়লা জ্বালানি হিসাবে ভালো নয়, কারণ- 
                
             
         
        
                                                                        
                            
                                
                            
                            
                                
                            
                            
                                
                            
                            এটি প্রচুর কার্বন ডাই-অক্সাইড তৈরি করে
                         
                    
                    
                                                                                
                            
                                
                            
                            
                                
                            
                            
                                
                            
                            এটি প্রচুর পরিমাণে নাইট্রোজেনের অক্সাইড তৈরি করে
                         
                    
                    
                                                                                
                    
                    
                                                                                
                            
                                
                            
                            
                                
                            
                            
                                
                            
                            এতে ছাইয়ের পরিমাণ খুব বেশি
                         
                    
                    
                                                         
                    
                            
                    ব্যাখ্যা: জীবাশ্ম জ্বালানির মধ্যে করলার ব্যবহার সবচেয়ে বেশি। কয়লা একটি জৈব পদার্থ। 
জীবাশা জ্বালানি ব্যবহারে পরিবেশ দূষণ খুব বেশি ঘটে। একটি পরিসংখ্যান থেকে দেখা গেছে কয়লা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে তড়িৎ কেন্দ্রে তড়িৎ আহরণে কর্মীদের মৃত্যুর হার পারমাণবিক রিয়াক্টরে কর্মীর মৃত্যুর হারের সমান।
গাড়ি, এরোপ্লেন, জাহাজ ও ট্রেন চালাতে যে জ্বালানি ব্যবছর হয় তা প্রধানত জীবাশ্ম জ্বালানি (খনিজ তেল ও প্রকৃতির গ্যাস)। মোটর গাড়ি ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়া ১৩ পরিবেশ দূষিত করে। এছাড়া কার্বন ডাইঅক্সাইড-এর পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এছাড়া ঐ অঞ্চগের জীববৈচিত্রের ওপরও তা প্রভাব ফেলে।