192. গ্যাস টারবাইনে ব্যবহৃত সাইকেল কোনটি? 
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: গ্যাস টারবাইন খোলা অথবা বন্ধ সাইকেলে চলতে পারে। তবে অধিকাংশ গ্যাস টারবাইন খোলা সাইকেলে চলে এবং টারবাইন চালানোর পর পোড়া গ্যাস বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হয়। এতে বাতাস ও জ্বালানির মিশ্রণের অনুপাত প্রায় ৬০:১ হয়।
গ্যাস টারবাইনের জন্য আদর্শ সাইকেল হলো ব্রেটন সাইকেল বা জ্বল সাইকেল। এটি বন্ধ প্রকৃতির সাইকেল, যা ধ্রুব আপেক্ষিক তাপ আদর্শ গ্যাসকে কার্যকরী মাধ্যম হিসাবে ব্যবহার করে।