পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং MCQ
181. ফ্লু গ্যাস হলো-
একপ্রকার জ্বালানি
একপ্রকার জ্বালানি নয়
একপ্রকার গ্যাস
গরম ধোঁয়া
182. ইম্পালস্ টারবাইনের ব্লেড থাকে কোন দিকে?
চাকার ভিতর দিকে
চাকার বাইরের দিকে
চাকার চারদিকে
কোনোটিই নয়
183. পিক লোড প্লান্টের উদাহরণ কোনটি?
লো-হেড প্লান্ট
উচ্চ হেডের প্লান্ট
হিলি এলাকার প্লান্ট
পাম্পড স্টোরেজ প্লান্ট
184. নিচের কোনটি প্রাইম মুভার নয়?
ইঞ্জিন
টারবাইন
মোটর
ওয়াটার টারবাইন
185. নিচের কোনটি প্রাইম মুভারের প্রধান অংশ নয়?
রোটর
বিয়ারিং
জেনারেটর
নজল
186. গ্যাস টারবাইনের দক্ষতা বৃদ্ধি করা যায় কীভাবে?
গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করে
গতি বৃদ্ধি করে
বহিঃনির্গত গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করে
কম্প্রেশনের অনুপাত কমিয়ে
187. বেস লোড প্লান্টের উদাহরণ কোনটি?
রান অফ রিভার প্লান্ট
পাম্পড স্টোরেজ প্লান্ট
লো-হেড প্লান্ট
উচ্চ হেড প্লান্ট
188. বাংলাদেশের প্রেক্ষিতে কোন ধরনের প্লান্ট নির্বাচন যুক্তিযুক্ত?
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
189. গ্যাস টারবাইন প্লান্ট কী কারণে সন্তোষজনক।
পিক লোড প্লান্ট হিসেবে
বেস লোড প্লান্ট হিসেবে
সেন্ট্রাল স্টেশন হিসেবে
সাময়িক রানিং প্লান্ট হিসেবে
190. গ্যাস টারবাইনে ব্যবহৃত সাইকেল কোনটি?
অটো সাইকেল
ব্রেটোন সাইকেল
কার্নোট সাইকেল
র্্যাকিং সাইকেল
191. বেস লোড প্লান্টের লোড ফ্যাক্টরের মান-
কম
বেশি
শূন্য
মাঝামাঝি
192. গ্যাস টারবাইনের ব্লেড কী দিয়ে তৈরি?
কাস্ট আয়রনের
ইস্পাতের
হাই-স্পিড স্টিল
স্টিল অ্যালয়
193. ফিডওয়াটার হিটার সাধারণত নিম্নের কোন সাইকেলে ব্যবহার করা হয়?
রিজেনারেটিভ সাইকেল
বাইনারি সাইকেল
টপিং সাইকেল
রিহিট সাইকেল
194. বর্তমান বিশ্বে প্রাইম মুভার হিসেবে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে কোনটি?
স্টিম টারবাইন
গ্যাস টারবাইন
ডিজেল ইঞ্জিন
স্টিম ইঞ্জিন
195. গ্যাস টারবাইন কেন্দ্রে দহন প্রকোষ্ঠে বাতাস ও জ্বালানির অনুপাত কত?
120:1
80:1
145:1
90 81
196. স্টিম টারবাইনের প্রধান অংশ কোনটি?
কেসিং
সিল
রোটর
রেড
197. পিক লোড প্লান্টের লোড ফ্যাক্টর বেস লোড প্লান্টের -
সমান
অর্ধেক
বেশি
কম
198. কোনটিকে প্যাকেজ প্লান্ট বলা হয়?
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র
আণবিক বিদ্যুৎ কেন্দ্র
সিম প্লান্ট
ডিজেল প্লান্ট
199. স্টিম টারবাইনে স্টিমের চাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় কোনটি?
গভর্নর চাকা
চাকা
নজল
ভালভ
200. গ্যাস টারবাইনে কম্প্রেশনের অনুপাত কত?
3.5:1
5:1
8:1
12:1