291. বয়লারের পানিতে মাত্রাতিরিক্ত NaOH দ্রবীভূত অবস্থায় থাকলে বয়লারে কী ক্ষতি হয়?
                
             
         
        
                                                                        
                    
                    
                                                                                
                    
                    
                                                                                
                    
                    
                                                                                
                            
                                
                            
                            
                                
                            
                            
                                
                            
                            ইমব্রিটলমেন্ট (Embrittlement) হয়
                         
                    
                    
                                                         
                    
                            
                    ব্যাখ্যা: স্কেল তৈরি (Scale formation): ফিড ওয়াটারে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের লবণ থাকলে তা বয়লার ড্রাম, ভিটার টিউব, ফিড ওয়াটার টিউব ইত্যাদির মধ্যে স্কেল বা আস্তরণ সৃষ্টি করে। ফলে তাপের ক্ষেত্র (Heating surface) কমে যায়। বয়লার ওভারহলিং-এর সময় স্কেল অপসারণ করতে হয়।
(ii) কয় (Corrosion): পানিতে অ্যাসিড অথবা অ্যাসিড তৈরির উপাদান- অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি থাকলে বয়লার শেল, প্লেট, টিউব ইত্যাদিকে। ক্ষয় করে এবং আয়ুষ্কাল কমিয়ে দেয়।
(iii) ফেনা তৈরি ও প্রাইমিং (Foaming and Priming) 2 তৈল, সাবান এবং অন্যান্য ভাসমান পদার্থ বহুলার ড্রামে ফেনা তৈরি করে এবং এ সকল অপদ্রব্যের কারণে বাষ্পের সাথে কিছু পানি কণা নির্গত হয়, যা বাদকে টারবাইনে ব্যবহারের অনুপযোগী করে, যাকে প্রাইমিং বলে। এই অসুবিধা দূর করার জন্য পানিকে তৈল, সাবান ইত্যাদি মুক্ত করতে হবে এবং বয়লারে পানির সঠিক মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে।
(iv) ভঙ্গুরকরণ (Embrittlement): পানিতে সোডিয়াম। হাইড্রক্সাইড থাকলে তা বয়লার শেলকে ভঙ্গুর করে এবং অভ্যন্তরীণ ফাটল সৃষ্টি করে।
সুতরাং সঠিক উত্তর (ঘ)।