Image
পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং MCQ
21. নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক নির্মাণব্যয় তুলনামূলকভাবে কেমন?
কম
খুব কম
বেশি
খুব বেশি
22. চেইন রিয়্যাকশনে কার্যক্ষম নিউট্রন সংখ্যা ও নিয়োজিত নিউট্রন সংখ্যার অনুপাতের মান কত?
1-এর অধিক
1-এর কম
1-এর সমান
1-এর অর্ধেক
23. জনশূন্য এলাকায় নিম্নোক্ত কোনটি স্থাপন করা উচিত?
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
উইন্ডমিল বিদ্যুৎ কেন্দ্র
24. এক কেজি ২৬-কে ফিশন প্রক্রিয়ায় বিভাজন করলে উৎপন্ন শক্তির পরিমাণ আনুমানিক কত?
2.5 x 10^7 kWh
2.5 x 10^5 kWh
25 x 10^13 kWh
25 x 10^15 kWh
26. S.G.R-এ মডারেটরের কাজ করে থাকে কোনটি?
পানি
সোডিয়াম
সোডিয়াম-পটাশিয়াম
গ্রাফাইট
27. কন্ট্রোল রডগুলোর অবস্থান কোথায়?
কন্ডেন্সারে
রিয়্যাক্টরে
ফিড পাম্পে
প্রেসারাইজারে
28. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত মূলধন উক্ত প্লান্ট রা কেন্দ্রের ব্যবহৃত বছরগুলোতে উঠিয়ে নিতে হয়, প্রতি বছর সেই মূলধন হতে যে পরিমাণ টাকা উঠানো হয় তা হচ্ছে-
সেলভেজ ভ্যালু
থ্রি-পার্ট টানিফ
বাৎসরিক অবচয়,
টু-পার্ট ট্যারিফ
29. গড় লোড কোনটি?
উৎপাদিত শক্তি (kWh)/সময় (ঘণ্টা)
কিলোওয়াট/ সময় (ঘন্টা)
সংযুক্ত লোড/সময় (ঘন্টা)
সর্বোচ্চ চাহিলা/ সময় (ঘন্টা)
30. ফিশন প্রক্রিয়ায় প্রতি বিভাজনের গড়ে সৃষ্ট নিউট্রনের সংখ্যা প্রায়-
2টি
2.5টি
3টি
3.5টি
31. PBS হলো BPDB -এর-
বিদ্যুৎ সরবরাহকারী
H.T. গ্রাহক
L.T. গ্রাহক
বিদ্যুৎ উৎপাদনকারী
32. প্রেসারাইজড ওয়াটার রিয়্যাক্টরে জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়ে থাকে?
UO
UO ₂
CO
CO ₂
33. জ্বালানি খরচ কোনটি?
মিটার রিডিং খরচ
পরিবহন করচ
রক্ষণাবেক্ষণ খরচ
পুনঃস্থাপনের খরচ
35. নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের কার্যপ্রণালির মিল রয়েছে-
ডিজেল জেনারেটরে
টার্বো অল্টারনেটরে
গ্যাস জেনারেটরে
সোলার জেনারেটরে
36. পাওয়ার প্লান্টের মধ্যে বিশেষ ব্যতিক্রমধর্মীভাবে স্থান যাচাই করতে হয় কোনটি?
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রের
বাষ্পবিদ্যুৎ কেন্দ্রের
জ্বালানি সেল কেন্দ্রের
38. সর্বোচ্চ চাহিদা কোনটি?
সংযুক্ত লোড
পিক লোড
ক্ষণিকের মোট লাভ
বড় লোড
40. বাংলাদেশের জাতীয় গ্রিডের সর্বোচ্চ ভোল্টেজ কত?
132 কেভি
220 কেভি
230 কেডি
400 কেভি