Image
পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং MCQ
2. বয়লারে ইকোনোমাইজার ব্যবহার করার কারণে বয়লারে কী সুবিধা পাওয়া যায়?
দক্ষতা বৃদ্ধি পায়
জ্বালানির প্রয়োজন হয় না
বাষ্প উৎপন্ন করে
কোনটিই নয়
3. বয়লারের অন্যতম প্রধান অংশ কোনটি?
ফার্নেস কম্বাশন চেম্বার
ওয়াটার চেম্বার
বাষ্প চেম্বার
চিমনি
4. ফিডওয়াটার পাম্প হিসেবে সাধারণত কী ব্যবহার হয়?
সেন্ট্রিফিউগাল পাম্প
রোটারি পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
গিয়ার পাম্প
5. বয়লারে ইকোনোমাইজার ব্যবহারের কারণ কোনটি?
বাষ্পের চাপ বৃদ্ধি করে
বাষ্পের প্রবাহ বৃদ্ধি করে
জ্বালানি খরচ কমায়
বাষ্পের চাপ কমায়
6. এয়ার প্রিহিটারে হিটিং-এর জন্য কী ব্যবহৃত হয়?
কয়লা
ফ্লু গ্যাস
স্টিম
ইলেকট্রিক হিটার
7. এমন কিছু ডিভাইস, যা বয়লারের দক্ষতা বৃদ্ধির জন্য বয়লারের সাথে যুক্ত করা যায়, তাকে কী বলে?
বয়লার অ্যাক্সেসরিজ
বয়লার মাউন্টিংস
দুটিই একসাথে
কোনোটিই নয়
8. বয়লারের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে পানির প্রবাহ যে নিয়ন্ত্রণ করে, তাকে কী বলা হয়?
ফিডওয়াটার রেগুলেটর
গ্রেট ভালভ
চেক ভালভ
মেইন চেক ভালভ
9. ন্যাচারাল ড্রাফটের সৃষ্টি হয় কী কারণে?
গরম ও ঠান্ডা বাতাসের পার্থক্যের কারণে
পানি ও স্টিম চাপের পার্থক্যের কারণে
পানি ও ঠান্ডা বাতাসের পার্থক্যের কারণে
ফ্লু গ্যাস ও স্টিমের চাপের পার্থক্যের কারণে
10. নিচের কোনটি বয়লার অ্যাক্সেসরিজ?
ইকোনোমাইজার
সুপারহিটার
ক ও খ
কোনোটিই নয়
11. যে-কোনো মুহূর্তে বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো-
থার্মোমিটার
ফিড চেক ভালভ
ব্লো অফ কক
কোনোটিই নয়
12. সুপারহিটারের কাজ কী?
বাতাসকে উত্তপ্ত করা
স্টিম তৈরি করা
পানি তৈরি করা
জ্বালানি তৈরি করা
13. তাপবিদ্যুৎ উৎপন্ন করতে কোন জাতীয় বয়লার ব্যবহৃত হয়?
ওয়াটার টিউব বয়লার
ফায়ার টিউব বয়লার
ক ও খ
কোনোটিই নয়
14. বয়লারের আবশ্যকীয় সরঞ্জাম, যা ছাড়া বয়লার নিরাপদে ও সুষ্ঠুভাবে কাজ করতে পারে না, সেটি কী?
বয়লার অ্যাক্সেসরিজ
বয়লার মাউন্টিংস
কোনোটিই নয়
দুটিই একসাথে
15. মিলকারখানায় বয়লার বসানো হয় কী কারণে?
টারবাইন চালনার জন্য
হিটিং কাজের জন্য
পানি গরমের জন্য
সবক'টি
16. বয়লারের মধ্যে স্টিমের অতিরিক্ত চাপকে যে ভালভো সাহায্যে বের করা হয়, তাকে কী বলে?
ফিড চেক ভালভ
সেফটি ভালভ
স্টপ ভালভ
কোনোটিই নয়
17. নিম্নের কোনটি বের করে দেয়া ড্রাফটের কাজ?
পানি
গ্যাস
ফ্লু গ্যাস
তৈল
18. বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো-
ওয়াটার লেভেল ইন্ডিকেটর
ফিড চেক ভালভ
ব্লো -অফ কক
স্টvপ ভালভ
19. নিচের কোনটি বয়লার মাউন্টিং নয়?
ব্লো অফ কক
ফিড চেক ভালভ
ইকোনোমাইজার
ফিউজিবল প্লাস
20. বয়লার ড্রাফট বাতাস সরবরাহের একটি-
পদ্ধতি
প্রকার
আকৃতি
প্রকৃতি