Image
বাংলা ভাষারীতি Questions
1. 'লিখিতেছিলেন' শব্দটির চলিত রূপ কোনটি?
লিখতেছিলেন
লিখছিলেন
লিখেছিলেন
লিখছিলাম
2. লোকজ শব্দ 'দইয়ল' এর প্রমিত রূপ হলো-
দেওয়াল লা
দোয়েল
দয়াল
দইওয়া
3. সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ ?
এখানে সে ফিরে আসেনি
সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
তুমি তার কথা বিশ্বাস করো না
4. তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মনীষী- বাক্যেই তো জীবনস্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।" চলিত ভাষায় এ বাক্যে ভুল সংখ্যা কয়টি?
সাত
নয়
আট
দশ
5. 'কামিজ' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ইংরেজি
হিন্দি
পর্তুগিজ
ওলন্দাজ
6. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’-এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
অসহায়ত্ব
বিরক্তি
কালের বিস্তার
পৌনঃপুনিকতা
7. ভাঙ্গাইত' এই সাধু। ক্রিয়াপদের চলিত রূপ কী?
ভাঙ্গত
ভাঙতো
ভাঙ্গতো
ভাঙ্গিত
8. 'অদ্য' শব্দটি কোন ভাষারীতির উদাহারণ?
চলিত
প্রাকৃত
সাধু
কোল
9. নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?
শুকনো
জুতা
সাথে
বুনো
10. 'দেখিয়া' শব্দের চলিত রূপ কোনটি?
দেখে
দেখিয়াছি
দেখিল
দেখাইয়া
11. বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়?
আঞ্চলিক ভাষা
চলিত ভাষ্য
উপভাষা
সাধু ভাষা
12. নিচের কোন শব্দটি আরবি শব্দ নয়?
ইনসান
ইবাদত
মর্জি
আসরফি
13. 'কিন্ডারগার্টেন' শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?
জাপানি
স্প্যানিশ
জার্মান
আইরিশ
14. কোন বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে?
খেয়ে দেয়ে শুয়ে পড়লাম
খাইয়া দাইয়া শুইয়া পড়িলাম
খাইয়া দাইয়া শুয়ে পড়লাম
খেয়ে দেয়ে শুইয়া পড়লাম
15. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী?
চলিত রীতি
কথ্য রীতি
আঞ্চলিক রীতি
সাধু রীতি
16. বাঙ্গালি জাতির মাতৃভাষা কোনটি?
উর্দু
আরবি
ইংরেজি
বাংলা
17. 'তোমাকে দেখে খুবই খুশি হলাম।' এই বাক্যটি কোন ভাষা রীতিতে লেখা?
সাধু
আঞ্চলিক
চলিত
কথ্য
18. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
শুকনো
সহিত
পড়িল
তুলা
19. বিশুদ্ধ চলিত ভাষা কোনটি?
সামনে একটা বাঁশ বাগান পড়ল।
সম্মুখে একটা বাঁশ বাগান পড়ল।
সামনে একটি বাঁশ বাগান পড়ল।
সামনে একটা বাঁশ বাগান পড়িল।
20. ."যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে, তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।" চলতি ভাষায় এ বাক্যে ভুল সংখ্যা কয়টি ?
8