বাক্য MCQ
1. 'মেঘ গর্জন করলে ময়ূর নিত্য করে' এটি কোন ধরনের বাক্য?
সরল
জটিল
যৌগিক
মিশ্রবাক্য
2. 'সে যে কোথায় তা আমার জানা নাই' কোন ধরনের বাক্য?
জটিল
যৌগিক
সরল
খণ্ড বাক্য
3. ‘যিনি বিদ্বান, তিনি সর্ব আদরণীয়।’- এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
খণ্ড বাক্য
4. 'আমি যে গান গাই, তা যৌবনের গান' কোন ধরনের বাক্য?
সরল
খন্ড
জটিল
কোনটিই নয়
5. 'এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না'- এটি কোন শ্রেণির বাক্য?
সরল
জটিল
মিশ্র
যৌগিক
6. 'সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি কোন দোষে দুষ্ট?
বাহুল্য দোষ
উপমার ভুল প্রয়োগ
গুরুচণ্ডালী দোষ
কোনোটিই নয়
7. 'তার বয়স হলেও বুদ্ধি হয়নি' কোন ধরনের বাক্য?
সরল
যৌগিক
জটিল
মিশ্র
8. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
সরল
যৌগিক
জটিল
অধীন
9. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
পদ
শব্দমূল
রূপ
ধ্বনি
10. 'কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।' বাক্যটি কোন প্রকারে?
সরল
যৌগিক
জটিল
মিশ্র
11. গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
12. নিচের কোনটি যৌগিক বাক্য?
ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
13. একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ কয়টি?
তিনটি
চারটি
পাঁচটি
ছয়টি
14. 'ছেলেটি গরীব কিন্তু মেধাবী'- এটি কোন শ্রেণির বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
ব্যাসবাক্য
যৌগিক বাক্য
15. নিচের কোনটি জটিল বাক্য? সূর্য অস্ত যাচ্ছিল এবং সভাপতি সভায় পৌঁছেছিলেন।
সভাপতি সভায় পৌঁছানো মাত্রই সূর্য অস্ত গেল।
সূর্যাস্তের সময় সভাপতি সভায় পৌঁছেছিলেন।
যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন সভাপতি সভায় আসলেন।
সূর্য অস্ত যাচ্ছিল এবং সভাপতি সভায় পৌঁছেছিলেন।
16. ঈশ্বর তাহারই সাহায্য করেন, যে নিজে নিজের সাহায্য করে। এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
জটিল ও মিশ্র বাক্যের সমন্বয়
17. 'তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি' এটি কোন ধরনের বাক্য?
যৌগিক
সরল
মিশ্র
জটিল
18. মনের কোন ভাব পূর্ণরূপে প্রকাশ পায় কিসে?
বাক্যে
পদে
শব্দে
ধ্বনিতে
19. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে?
বাক্য
উদ্দেশ্য
বাক্যাংশ
বিধেয়
20. জটিল বাক্যের অন্য নাম কী?
মিশ্র বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
প্রধান খণ্ড বাক্য