বাগধারা MCQ
241. একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
আনন্দের বিষয়
মজা পাওয়া
সৌভাগ্যের বিষয়
আশার কথা
242. বিড়াল তপস্বী’ কথাটির অর্থ কি?
কাল্পনিক কাহিনী
অজানা থাকা
অপদার্থ
দেখতে সাধু হলেও ভণ্ড
243. গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির অর্থ কি?
দাংগাবাজি করা
কোন দায়িত্ব গ্রহণ না করা
বেকার মত চলা
আপন মনে বাদশাহী করা
244. গোবর গণেশ’ দিয়ে কি বুঝানো হয়েছে?
চাটুকার
অপদার্থ
মূর্খ
নির্বোধ
245. কোনটি ‘সোনায় সোহাগার’র সমার্থক
এলাহি কাণ্ড
চাঁদের হাট
একাদশে বৃহস্পতি
মণিকাঞ্চন যোগ
246. ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
সাহায্যকারী
তোষামুদে
বাদক
স্বাস্থ্যহীন লোক
247. ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া’-এর মানে হল-
যাতে প্রচুর ফল লাভ হয়
বিনা পয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার করা যায় না
ভিক্ষুকের চাল কাঁড়া থাকে না
মূল্যবান দ্রব্য ফলান উচিত নয়
248. কাকভূষণ্ডী’ বিশিষ্টার্থক বাক্যাংশের অর্থ চিহ্নিত করুন।
দীর্ঘজীবী ব্যক্তি
অশিষ্ট ব্যক্তি
স্বল্পজীবী লোক
ভণ্ডলোক
249. গোয়ার গোবিন্দ' অর্থ কি?
নিত্তান্ত অলস
চাটুকার
নির্বোধ
নির্বোধ অথবা হটকারী
250. ভাবনা চিন্তাহীন' কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?
বসন্তের কোকিল
সুখের পায়রা
খোদার খাসি
যক্ষের ধন
251. ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি?
একাদশে বৃহস্পতি
অন্ধকার
কেউকেটা
অদৃষ্টের পরিহাস
252. বড়র পীরিত বালির বাঁধ’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
চাপের মুখে ভেঙ্গে যায়
কোন বাধ্যবাধকতা নেই
একতরফা
ভঙ্গুর
253. নেই আকড়া' কি অর্থ প্রকাশ করে?
কুটিল
একগুয়ে
দলপতি
সামান্য
254. চাঁদের হাট’-অর্থ কি?
বন্ধুদের সমাগম
আত্মীয় সমগম
প্রিয়জন সমাগম
বন্ধুদের সমাগম
255. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কী?
হতভাগ্য
সুসময়ের বন্ধু
শরতের শোভা
শরতের শিউলি ফুল