Image
বাগধারা Questions
81. 'নাটের গুরু' বাগধারাটির অর্থ-
খলনায়ক
মূলনায়ক
নাট্যগুরু
গুরু
82. 'পুকুর চুরি' বাগধারাটির অর্থ-
অবাস্তব বস্তু
পুকুর চুরি করা
বড় ধরনের চুরি
লোপাট
83. 'ব্যাঙের আধুলি' এই বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হলো-
সামান্য ধনে অহংকার
অসম্ভব ঘটনা
কৃপণের ধন যার
কোনো মূল্য নেই
84. 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ কী?
তীরে পৌঁছার ঝুঁকি
আসন্ন বিপদ
সঞ্চয়ের প্রবৃত্তি
মুমূর্ষু অবস্থা
85. 'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কী?
অতি আকাঙ্ক্ষিত বস্তু
অদৃষ্টের পরিহাস
অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
বিশেষ সম্মানিত ব্যক্তি
86. বাগধারার অর্থ নির্ণয় করুন- 'বাঘের চোখ':
দুঃসাধ্য বস্তু
অমূল্য সম্পদ
ভয়ানক বস্তু
অসম্ভব বস্তু
87. 'পালের গোদা'- অর্থ কী?
নৌকার পাল
সর্দার
সচল ব্যক্তি
দলের শক্তিশালী
88. সঠিক অর্থ কোনটি? 'ফপর দালালি'
জ্ঞান দান করা
অন্যায় আবদার করা
ক্ষমতার বাহাদুরি
অনাহুত ব্যক্তির মাতব্বরী
89. 'ধর্মের ষাঁড়' বাগধারার অর্থ কী?
সুসময়ের বন্ধু
বেহায়া
স্বার্থপর
অকর্মণ্য
90. 'পাথরে পাঁচ কিল' বাগধারাটির সঠিক অর্থ কী?
অতিরিক্ত সুবিধা
সুখের সময়
সর্বস্বান্ত হওয়া
ধাক্কা সামলানো
91. 'বক দেখানো' বাগধারাটির অর্থ কী?
ধনী ব্যাক্তি
আরাম প্রিয় ব্যক্তি
অশোভনভাবে বিদ্রূপ করা
মতিচ্ছন্ন হওয়া
92. 'নয় ছয়' বাগধারাটির অর্থ কোনটি?
গুছিয়ে রাখা
ফেলে দেয়া
এলোমেলো
এর কোনোটিই নয়
93. 'তুলসী বনের বাঘ' এর অর্থ কোনটি?
সুসময়ের বন্ধু
ভণ্ড
অদৃশ্য বস্তু
নির্লজ্জ
94. 'পটল তোলা' এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
পটল গাছ হতে পটল তোলা
মারা যাওয়া
পরীক্ষায় ফেল করা
পটল খাওয়া
95. 'দন্ত-ব-দস্ত' কথার অর্থ কী?
বন্ধু বনাম বন্ধু
হাতে-হাতে
খেতে-খেতে
আস্তে-আস্তে
96. 'পায়াভারী' কথাটির অর্থ কী?
অহংকার
বেহায়া
বেকায়দা
নির্দয়
97. 'তামার বিষ' বাগধারার অর্থ কী?
অর্থের কুপ্রভাব
ক্ষণস্থায়ী
অপচয়
কৃপণের কড়ি
98. 'ব্যাঙের সর্দি' বলতে কি বোঝায়?
রোগ বিশেষ
প্রতারণা
অসম্ভব ঘটনা
সম্ভাব্য ঘটনা
99. 'দুধের মাছি' বাগধারাটির অর্থ-
দুধ খাওয়া মাছি
দুধে বসা মাছি
সুসময়ের বন্ধু
অসময়ের বন্ধু
100. 'দহরম-মহরম' এর বিপরীত বাগধারা কোনটি?
জিলাপির প্যাঁচ
অহিনকুল
দুধের মাছি
বসন্তের কোকিল