বাগধারা MCQ
141. নিচের কোন বাগধারাটির অর্থ 'মোসাহেব'?
খয়ের খাঁ
চিনির বলদ
কাছাঢিলা
লেফাফা দুরস্ত
142. নিচের যে বাগধারাটি অপর তিনটি থেকে বিসদৃশ-
কেতা দুরস্ত
কেউকেটা
কাপুড়ে বাবু
কলম পেষা
143. 'গুড়ে বালি' কথাটির অর্থ কী?
আশায় নৈরাশ্য
বাতাসে বালি
ভালোতে খারাপ
গোবরে পদ্মফুল
144. 'গৌরচন্দ্রিকা' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় ?
বাড়তি বোঝা
রূপের মোহ
ভূমিকা
ফিটফাট
145. 'গড্ডলিকা প্রবাহ' এর সঠিক অর্থ কোনটি?
লণ্ড-ভণ্ড হওয়া
স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
অন্ধ অনুকরণ
কোনোটিই নয়
146. 'কচুবনের কালাচাঁদ' বাগধারার অর্থ-
নির্বোধ
অপদার্থ
ধূর্তব্যক্তি
চাটুকার
147. 'খয়ের খাঁ' বাগধারার অর্থ কী?
দিনমজুর
দীনমজুর
গণ্যমান্য ব্যক্তি
তোষামোদকারী
148. নিচের কোনটি সমার্থক নয়?
গোঁফ খেজুরে- কাছাঢিলা
ঢাকের কাঠি- খয়ের খাঁ
অকাল কুষ্মাণ্ড-আমড়া কাঠের ঢেঁকি
আটকপালে- ইঁদুর কপালে
149. 'গোঁফ-খেজুরে' বাগধারাটির অর্থ-
আরামপ্রিয়
নিতান্ত অলস
উদাসীন
পরমুখাপেক্ষী
150. 'খণ্ড প্রলয়' প্রবাদটির প্রায়োগিক অর্থ-
তুমুল কাণ্ড
ভয়ংকর ঘটনা
কথা কাটাকাটি
মহা ঝড়-ঝাপটা
151. 'গড্ডলিকা প্রবাহ' বাগধারায় 'গড্ডল' শব্দের অর্থ কী?
স্রোত
একত্র
ভেড়া
ভাসা
152. নিচের কোন বাগধারা দিয়ে 'ভূমিকা' বোঝায়?
গোবরে গণেশ
জলপানি
গৌরচন্দ্রিকা
পত্রপাঠ
153. 'গদাই লস্করি চাল' বাগধারাটির অর্থ কী?
তুচ্ছ পদার্থ
অন্ধ অনুকরণ
আলসেমি
তুমুল কাণ্ড
154. 'ঘাটের মরা' বাগধারাটির অর্থ কী?
দুর্বল
অতি বৃদ্ধ
সদ্য মৃত
ফেলনা
155. 'খোদার খাসি' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
ধনী ব্যক্তি
ভাবনা চিন্তাহীন
অযাচিত
অত্যন্ত অলস
156. 'খিচুড়ী পাকানো' প্রবচনটির অর্থ-
ষড়যন্ত্র করা
দলবাজি করা
বিশৃঙ্খলা সৃষ্টি করা
বিপুল ক্ষতি করা
157. 'কল্কে পাওয়া' বাগধারার অর্থ কী?
পাত্তা পাওয়া
পদোন্নতি পাওয়া
সম্মান পাওয়া
টাকা পাওয়া
158. 'গাছপাথর' বাগধারাটির অর্থ-
ভূমিকা করা
অসম্ভব বস্তু
হিসাব-নিকাশ
বাড়াবাড়ি করা
159. গায়ে ফুঁ দিয়ে বেড়ান' বাগধারাটির অর্থ কী?
আপন মনে বাদশাহী করা
কোন দায়িত্ব গ্রহণ না করা
বোকার মত চলা
দাংগাবাজি করা
160. 'খেউর গাওয়া' বাগধারার অর্থ কী?
প্রলাপ বকা
প্রশংসা করা
গালাগালি করা
একধরনের গান