Image
বাগধারা Questions
101. যার কোন মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হবে?
ডাকাবুকা
তুলশী বনের বাঘ
তামার বিষ
ঢাকের বাঁয়া
102. 'ঝোলের লাউ অম্বলের কদু'- বাগধারার অর্থ কী?
জীর্ণশীর্ণ লোক
মিশিয়ে ফেলা
সব পক্ষের মন জুগিয়ে চলা
পুথিগত বিদ্যাসাগর
103. 'চাঁদের হাট' কথাটির অর্থ কী?
আনন্দের প্রাচুর্য
পূর্ণিমা রাত
কচিকাঁচার মেলা
জ্যোৎস্না
104. সঠিক অর্থ কোনটি? 'তালপাতার সেপাই '
অত্যন্ত ভদ্র
অত্যন্ত আদুরে
পক্ষপাতদুষ্ট
অতিশয় দুর্বল
105. 'ঢাকের বাঁয়া' বাগধারাটির প্রকৃত অর্থ ----
অপ্রয়োজনীয়
প্রয়োজনীয়
প্রচারসিদ্ধ
প্রচারবিমুখ
106. 'টেকে গোঁজা' বাগধারাটির অর্থ-
পকেট ভারী করা
অবহেলা করা
ক্ষমতা পরীক্ষা করা
সহজে কাবু করা
107. 'ডাকাবুকো'- প্রবাদটির অর্থ কি?
বদরাগী
দুরন্ত
চাটুকার
ভণ্ড
108. 'তাসের ঘর' এর অর্থ কী?
বিশৃঙ্খলা
ক্ষণস্থায়ী
এলোমেলো
তাস খেলার ঘর
109. 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কী?
কপট ব্যক্তি
হতভাগ্য
ঘনিষ্ঠ সম্পর্ক
মোসাহেব
110. 'ঢাকের কাঠি' বাগধারাটির অর্থ-
সাহায্যকারী
বাদক
তোষামুদে
স্বাস্থ্যহীন লোক
111. 'ঢাক ঢাক গুড় গুড়' বাগধারার অর্থ -----
সন্দেহজনক আচরণ
গোপন রাখার প্রয়াস
ষড়যন্ত্র পেটের
গণ্ডগোল
112. 'ঠগ বাছতে গাঁ উজাড়' এর অর্থ কী?
ভালো মানুষের অভাব
ঠগ লোকের সংখ্যা বেশি
অভাবে স্বভাব নষ্ট
দুষ্ট লোকের মিষ্টি কথা
113. 'ডুমুরের ফুল' বলতে বোঝায়-
ডুমুর জাতীয় ফলের ফুল
যে ফলের আসলে কোন ফুল হয় না
বিরল বস্তু
যে ফুলের ভেতরে ফলটি থাকে
114. 'নাছোড়বান্দা' অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি?
খয়ের খাঁ
তীর্থের কাক
চিনে জোঁক
মনিকাঞ্চন যোগ
115. ঠোঁটকাটা' বাগধারাটির অর্থ কী?
খুব অলস
রাগী লোক
বেয়ারা লোক
বেহায়া
116. চাপে পড়ে কাবু হওয়া"- এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
অকাল কুষ্মান্ড
চোরে না শোনে ধর্মের কাহিনী
ঠেলার নাম বাবাজি
রাবণের চিতা
117. 'জলে কুমির ডাঙ্গায় বাঘ'- প্রবাদটির অর্থ কী?
গা বাঁচিয়ে চলা
উত্তেজনা বৃদ্ধি করা
ক্ষণস্থায়ী
উভয় দিকে বিপদ
118. 'চোখ পাকানো' বাগধারাটির সঠিক অর্থ কি?
ইঙ্গিত করা
সতর্ক করা
ক্রোধ দেখানো
ফাঁকি দেয়া
119. ঠোঁট-কাটা' বলতে কি বোঝায়?
অহংকারী
স্পষ্টভাষী
মিথ্যাবাদী
পক্ষপাতদুষ্ট
120. 'তেলও কম ভাজাও মচমচে' বাগধারার বিশিষ্ট অর্থ-
অভাবে সান্ত্বনা
অল্প উপকরণে ভালো ব্যবস্থা
তেলে ভাজা
অল্পে সন্তুষ্ট