সমাস MCQ
281. পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে-
অলুক সমাস
রূপক সমাস
নিত্য সমাস
প্রাদি সমাস
282. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
গৃহস্থ
ছা-পোষা
উপকূল
প্রগতি
283. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
খোশমেজাজ
প্রতিদিন
অকাল
সেতার
284. কোন সমাসে সমস্যামান পদের বিভক্তি লোপ পায় না?
অলুক সমাস
নিত্য সমাস
প্রাদি সমাস
উপপদ
285. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
সেতার
প্রত্যহ
গ্রামান্তর
সহোদর
286. কোনটি প্রাদি সমাস?
পুরুষসিংহ
কাপুরুষ
হাট-বাজার
প্রবচন
287. যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে কোন সমাস বলে?
নিত্য সমাস
অলুক দ্বন্দ্ব
প্রাদি সমাস
অব্যয়ীভাব
288. কোনটি নিত্য সমাসের সমস্ত পদ?
নরপশু
মনমাঝি
গ্রামান্তর
উপনদী
289. কোন সমাসে ব্যাসবাক্য হয় না/ যে সমাসে ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়?
দ্বন্দ্ব সমাস
অব্যয়ীভাব সমাস
কর্মধারয় সমাস
নিত্য সমাস
290. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
বাগদত্তা
দেশান্তর
বনজ
অপব্যয়
291. সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?
বহুব্রীহি
কর্মধারয়
সুপসুপা
অব্যয়ীভাব
292. 'আমরা' এ শব্দটিকে ভেঙ্গে লিখলে হবে-
আমি ও সে
তুমি ও আমি
তুমি, আমি ও সে
প্রতিটি উত্তরই সঠিক
293. 'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত?
অলুক তৎপুরুষ
নিত্য সমাস
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
294. 'আমূল' শব্দের ব্যাসবাক্য কোনটি?
নয় মূল
মূল থেকে
ন মূল
মূল পর্যন্ত
295. যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না, তাকে বলে-
নিত্য সমাস
প্রাদি সমাস
দ্বন্দ্ব সমাস
অলুক সমাস
296. 'উপভাষা' কোন সমাসের উদাহরণ?
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
অব্যয়ীভাব সমাস
বহুব্রীহি সমাস
297. 'দুই এবং নব্বই = বিরানব্বই' কোন ধরনের সমাসের উদাহরণ?
প্রাদি সমাস
দ্বিগু সমাস
অব্যয়ীভাব সমাস
নিত্য সমাস
298. 'সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত'- বাক্যাংশের অংশ হিসাবে কোনটি সঠিক?
আসমুদ্র
হিমালয় পর্যন্ত
অসমুদ্র
আসমুদ্রহিমাচল
299. নিচের কোনটি নিত্য সমাস?
ভালমন্দ
বেয়াদব
পঞ্চনদ
দেশান্তর
300. 'উপাচার্য' শব্দটি কোন সমাস সাধিত?
অব্যয়ীভাব
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়