Image
সমাস Questions
301. 'উপশহর' শব্দটি কোন সমাস?
দ্বন্দ্ব
দ্বিগু
অব্যয়ীভাব
কর্মধারয়
302. 'দিগম্বর' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
দ্বিগু
303. 'মহাত্মা' কোন সমাস?
দ্বিগু
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
304. নিম্নের কোনটি বহুব্রীহি সমাস?
একগুঁয়ে
কাঁচা-মিঠা
রাজপথ
উনিশ-বিশ
305. 'হা-ভাতে' কোন সমাস?
প্রাদি
অব্যয়ীভাব
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
306. 'নদীমাতৃক' কোন সমাস?
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
অব্যয়ীভাব
307. 'গরমিল' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
মিল ও অমিল
অমিলের সদৃশ
মিলের অভাব
গর ও মিল
308. 'হা-ভাতে' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
হা ও ভাত
ভাতের অভাব
হাতে ভাতা
যেই হা সেই ভাত
309. 'দ্বীপ' এর ব্যাসবাক্য?
চার দিকে জল যার
দুদিকে আবদ্ধ জল যার
দুদিকে অপ যার
দ্বীপের মত
310. 'হাতেখড়ি' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য-
হাতের খড়ি
হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে
খড়ির হাত
হাতে খড়ি
311. বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত কোনটি?
দশগজি
ত্রিফলা
খেয়াঘাট
বর্ণচোরা
312. 'উপজেলা' সমস্ত পদটির 'উপ' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক্ষুদ্র
আংশিক
সাদৃশ্য
সামীপ্য
313. 'কূলের সমীপে'-উপকূল' এটি কোন সমাস?
দ্বিগু
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
বহুব্রীহি
314. 'একগুঁয়ে' কোন সমাস?
ব্যতিহার বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
সমানাধিকরণ বহুব্রীহি
অলুক বহুব্রীহি
315. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ?
চিরসুখী
দশানন
গায়েহলুদ
কানাকানি
316. 'উপকণ্ঠ' শব্দটি সঠিক ব্যাসবাক্য কোনটি?
কন্ঠের সমীপে
কণ্ঠের সদৃশ
উপ যে কণ্ঠ
কণ্ঠ পর্যন্ত
317. মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ-
গায়েপড়া
কানেখাটো
হাতেখড়ি
সেতার
318. 'অল্পপ্রাণ' যে সমাসের উদাহরণ?
দ্বন্দ্ব
তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
319. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস নয় কোনটি?
একচোখা
ঘরমুখো
দোটানা
নাচার
320. নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
আশীবিষ
হাতেনাতে
কানাকানি
হাতেখড়ি