Image
MCQ
201. 'খাসমহল' (খাস যে মহল) কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
অব্যয়ীভাব
বহুব্রীহি
202. 'জলে-স্থলে' কী সমাস?
সমার্থক দ্বন্দ্ব
বিপরীতার্থক দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব
একশেষ দ্বন্দ্ব
203. 'ক্ষুধিত পাষাণ' কোন সমাস?
বহুব্রীহি
কর্মধারয়
তৎপুরুষ
দ্বন্দ্ব
204. কাঁচা-মিঠা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
কাঁচা ও মিঠা
যা কাঁচা তাই মিঠা
কাঁচার মিঠা
কাঁচামিঠা
205. 'নীল যে অম্বর = নীলাম্বর' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
206. 'নীলাকাশ' কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
207. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
ইন্দ্রজিৎ
একরোখা
কালান্তর
ইহকাল
208. 'মহাকীর্তি' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
মহতী যে কীর্তি
মহা যে কীর্তি
মহান যে কীর্তি
মহান কীর্তি যার
209. কোনটি রূপক সমাস নয়?
বাহুলতা
কমলমুখ
বিষাদসিন্ধু
জ্ঞানবৃক্ষ
210. 'কদাচার' শব্দটি কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
দ্বন্দ্ব
211. কোনটি 'অলুক দ্বন্দ্ব' সমাসের উদাহরণ?
ঘরে-বাইরে
ঘর-বাড়ি
ভাই-বোন
আমরা
212. 'নরাধম' শব্দটি কোন সমাস?
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
দ্বন্দ্ব সমাস
তৎপুরুষ সমাস
213. নিচের কোনটি কর্মধারয় সমাস?
খাসমহল
রাজর্ষি
আকণ্ঠ
মৌলভী সাহেব
214. 'নবপৃথিবী' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
নব ও পৃথিবী
নব পৃথিবী যার
নব পৃথিবীর ন্যায়
নব যে পৃথিবী
215. 'হারামণি' কোন সমাস (হারিয়েছে যে মণি)?
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
216. অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
মায়ে-ঝিয়ে
ভাইবোন
ঘরবাড়ি
দম্পতি
217. 'নীল যে আকাশ নীলাকাশ' কোন সমাস?
বহুব্রীহি
দ্বিগু
কর্মধারয়
অব্যয়ীভাব
218. অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?
দুধে-ভাতে
মাতা-পিতা
কম-বেশি
সাত-পাঁচ
219. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?
কাগজ ও পত্র = কাগজ পত্র
সাপে ও নেউলে = সাপে নেউলে
কাগজ ও কলম = কাগজ কলম
যাকে ও তাকে যাকে তাকে
220. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
বহুব্রীহি সমাস