MCQ
281. 'উপজেলা' সমস্ত পদটির 'উপ' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক্ষুদ্র
আংশিক
সাদৃশ্য
সামীপ্য
282. 'উপাচার্য' শব্দটি কোন সমাস সাধিত?
অব্যয়ীভাব
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
283. কোন সমাসে ব্যাসবাক্য হয় না/ যে সমাসে ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়?
দ্বন্দ্ব সমাস
অব্যয়ীভাব সমাস
কর্মধারয় সমাস
নিত্য সমাস
284. 'একগুঁয়ে' কোন সমাস?
ব্যতিহার বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
সমানাধিকরণ বহুব্রীহি
অলুক বহুব্রীহি
285. সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?
বহুব্রীহি
কর্মধারয়
সুপসুপা
অব্যয়ীভাব
286. 'হা-ভাতে' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
হা ও ভাত
ভাতের অভাব
হাতে ভাতা
যেই হা সেই ভাত
287. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
খোশমেজাজ
প্রতিদিন
অকাল
সেতার
288. পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে-
অলুক সমাস
রূপক সমাস
নিত্য সমাস
প্রাদি সমাস
289. 'উপশহর' শব্দটি কোন সমাস?
দ্বন্দ্ব
দ্বিগু
অব্যয়ীভাব
কর্মধারয়
290. 'হা-ভাতে' কোন সমাস?
প্রাদি
অব্যয়ীভাব
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
291. নিম্নের কোনটি বহুব্রীহি সমাস?
একগুঁয়ে
কাঁচা-মিঠা
রাজপথ
উনিশ-বিশ
292. কোনটি প্রাদি সমাস?
পুরুষসিংহ
কাপুরুষ
হাট-বাজার
প্রবচন
293. 'উপভাষা' কোন সমাসের উদাহরণ?
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
অব্যয়ীভাব সমাস
বহুব্রীহি সমাস
294. 'উপকণ্ঠ' শব্দটি সঠিক ব্যাসবাক্য কোনটি?
কন্ঠের সমীপে
কণ্ঠের সদৃশ
উপ যে কণ্ঠ
কণ্ঠ পর্যন্ত
295. 'হাতেখড়ি' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য-
হাতের খড়ি
হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে
খড়ির হাত
হাতে খড়ি
296. 'মহাত্মা' কোন সমাস?
দ্বিগু
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
297. 'গরমিল' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
মিল ও অমিল
অমিলের সদৃশ
মিলের অভাব
গর ও মিল
298. যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না, তাকে বলে-
নিত্য সমাস
প্রাদি সমাস
দ্বন্দ্ব সমাস
অলুক সমাস
299. 'সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত'- বাক্যাংশের অংশ হিসাবে কোনটি সঠিক?
আসমুদ্র
হিমালয় পর্যন্ত
অসমুদ্র
আসমুদ্রহিমাচল
300. 'কূলের সমীপে'-উপকূল' এটি কোন সমাস?
দ্বিগু
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
বহুব্রীহি